আবির ভট্টাচার্য, ডুয়ার্স, 28 মে: নজিরবিহীন হস্তিশাবক মৃত্যুর 48 ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও দেহটিকে এখনো আগলে রেখেছে হাতিদের বিরাট দল। পাশাপাশি এদিন ফের আরও একটি নজিরবিহীন ঘটনা চিত্র প্রকাশ্যে আসায় আবেগপূর্ণ হয়ে দাঁড়ায় সামগ্রিক পরিস্থিতি।
ড্রোন ক্যামেরায় তোলা ওই চিত্রে দেখা গেছে মৃত ওই হাতি শাবকটিকে সমাধিস্থ করেছে হাতির দলটি। কিন্তু সমাধি ওপর দিয়ে হস্তি শাবক এর একটি পায়ের তলা বেরিয়ে আছে। যদিও ড্রোন ক্যামেরার তোলা ওই ছবি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি বনদপ্তর এর আধিকারিকদের ।
ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। গতকাল রাত থেকে সকাল বেলা পর্যন্ত চলা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হাতিদের দলটিকে। ঘটনার 48 ঘণ্টার বেশি অতিক্রম হয়ে যাওয়ার পরেও বনদপ্তর বিষয়টি মানবিকতার সঙ্গে দেখছে বলে বনদপ্তর সূত্রে খবর।
প্রসঙ্গত, গতকাল ভোরে ডুয়ার্সের বানারহাট ব্লকে র আম বাড়ি চা-বাগানের থেকে একটি মৃত হস্তি শাবক কে মুখে করে বেশ কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে পার্শ্ববর্তী ডায়না চা বাগানে এসে আশ্রয় নেয় মৃত হস্তি শাবক এর মা। এরপরে দেখা যায় বেশ কয়েক দল হাতি এসে মৃত ওই হস্তি শাবক কে ঘিরে রাখে। বিষয়টি নজিরবিহীন বলে দাবি করে বনদপ্তর এর থেকে শুরু করে প্রত্যক্ষদর্শীরা।
এদিন ফের আরও একটি নজিরবিহীন ঘটনা চিত্র প্রকাশ্যে আসায় আবেগপূর্ণ হয়ে দাঁড়ায় সামগ্রিক পরিস্থিতি।
ঘটনাটি নিয়ে ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, প্রায় 48 ঘন্টা অতিক্রম হয়ে যাওয়ার পরেও হাতির দলটি কোনভাবেই মৃত ওই হস্তি শাবক থেকে ফেলে রেখে যেতে চাইছে না। আবেগপূর্ণ এই পরিস্থিতিতে সামগ্রিক পরিস্থিতির ওপর সচেতন দৃষ্টি রেখে মানবিকতার কারণে হাতিদের দলটিতে জোর করে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করা উচিত হবে না। তিনি আরো বলেন, যদি জোর করে হাতির দলটিকে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয় তাহলে মৃত ওই হস্তি শাবক এর মা পাগল হয়ে যেতে পারে কিংবা মানুষের প্রাণঘাতী হয়ে দাঁড়ানোর বিরাট সম্ভাবনা থেকেই যায়। মূলত সেই সব কারণে হাতির দলকে জঙ্গলে পাঠানোর জন্য কোনরকম জোর করা যাচ্ছে না। তিনি বলেন, ঘটনাস্থলে সারাক্ষণ বনদপ্তর এর কর্মীরা নজরদারি চালিয়ে যাচ্ছে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি তিনি নিজেও অধিকাংশ সময় ঘটনাস্থলে থাকার চেষ্টা করছেন বলে উল্লেখ করেন। যদিও ড্রোন ক্যামেরায় তোলা ওই চিত্র নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
***চিত্রের সত্যতা যাচাই করা হয়নি।


