72 ঘণ্টার বেশি সময় ধরে মৃত হস্তি শাবক এর পাশে দাড়িয়ে হাতিরা


আবির ভট্টাচার্য ,ডুয়ার্স, 29 মে:
এক টানা 72 ঘণ্টার বেশি সময় ধরে মৃত হস্তি শাবক কে আগলে রাখলো হাতির দল। গত বৃহস্পতিবার থেকে শুরু করে এখনো পর্যন্ত মৃত সন্তানের পাশে ঠায় দাড়িয়ে রয়েছে বাবা ও মা হাতি। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট ব্লকের ডায়না চা বাগানে। 

 স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত হস্তিশাবক টিকে এক টানা 72 ঘণ্টার বেশি সময় ধরে একাধিক হাতি আগলে রেখেছে। যে কারণে হস্তিশাবক মৃত্যু তিন দিনের বেশি গড়িয়ে গেলেও বনদপ্তর এর তরফ এ এখনো পর্যন্ত দেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না। যদিও বনদপ্তর এর তরফ এ জোর করে ওই মৃত হস্তি শাবক এর দেহ উদ্ধার করার চেষ্টা করা হয়নি।

  বনদপ্তর সূত্রে জানা গেছে, এক টানা 72 ঘণ্টার বেশি সময় ধরে মৃত হস্তিশাবক ডায়না চা-বাগানে পড়ে থাকার কারণে যেকোনো মুহূর্তে পচনের গন্ধ বের হতে পারে। কিন্তু তবুও সন্তানহারা হস্তি শাবক টির মা সহ পুরো হাতির পাল কে জোর করে এলাকা থেকে সরানো পারতপক্ষে একদমই উচিত নয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বন কর্তা বলেন, জোরপূর্বক হাতিদের সরিয়ে দিয়ে মৃত হস্তি শাবক কে দেহটিকে উদ্ধার করে নিয়ে এলে ওই শাবকটির মা আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। মূলত সেই কারণেই ওই হস্তিশাবক এর দেহ উদ্ধারে কোন রকম জোর না করে পরিস্থিতির ওপর শুধুমাত্র বনদপ্তর 24 ঘন্টা নজর রেখে চলেছে। ডায়না চা বাগানে সারাক্ষণ বনকর্মীদের নজরদারি চলছে বলে জানা গেছে। 

 বিষয়টি নিয়ে ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, এমন ঘটনা অত্যন্ত বিরল। টানা 72 ঘণ্টার বেশি সময় ধরে মৃত হস্তি শাবক এর দেহটিকে আগলে রেখেছে তার পরিজনেরা। যদিও বনদপ্তর এর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বদা চলছে করা নজরদারি। তিনি আরো বলেন, দেরি করলে মৃত ওই হস্তি শাবক এর দেহে পচন ধরতে পারে। সে কারণে পরিস্থিতি সর্বদা নজরে রেখে প্রয়োজনীয় পদক্ষেপ এর ব্যবস্থা করছে বনদপ্তর বলে তিনি উল্লেখ করেন। 





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.