আবির ভট্টাচার্য, ডুয়ার্সঃ উচ্চ মাধ্যমিক পরিক্ষায় অনুতীর্ণ ছাত্র ছাত্রীরা পাশ করিয়ে দেওয়ার দাবীতে দুই দফায় পথ অবরোধ করলো ধূপগুড়িতে । জানা গিয়েছে, ধুপগুড়ি হাই স্কুল, ধুপগুড়ি গার্লস হাই স্কুল , বৈরাতীগুড়ি হাইস্কুলের যে সকল ছাত্র ছাত্রীরা দ্বাদশ শ্রেণীর পরিক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তারা এদিন দফায় দফায় ধুপগুড়ি ফালাকাটা জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখাতে থাকে । পরবর্তীতে ধুপগুড়ি থানার আই সি সুজয় তুঙ্গা , ট্রাফিক ওসি অভিজিৎ সিনহা , ধুপগুড়ি উপ পৌর প্রধান রাজেশ কুমার সিং , শিক্ষক ইভান দাশ এর হস্তক্ষেপে অনুতীর্ণ ছাত্র ছাত্রীরা অবরোধ তুলে নেয় । দফায় দফায় চলা এই অবরোধের জেরে তীব্র যানযটের সৃষ্টি হয় শহরে।
জানা গিয়েছে, শনিবার সকালে ধুপগুড়ি হাই স্কুলের সামনে
ধুপগুড়ি ফালাকাটা জাতীয় সড়কের উপর বসে পড়ে ধুপগুড়ি হাই স্কুল, ধুপগুড়ি গার্লস হাই স্কুল
, বৈরাতীগুড়ি হাইস্কুলের উচ্চ মাধ্যমিক পরিক্ষায় অনুতীর্ণ ছাত্র ছাত্রীরা। পুলিশ ও
স্থানীয় পৌর প্রধান তথা তৃণমূল নেতা রাজেশ
কুমার সিং তাদের আশ্বস্ত করে অবরোধ তুলে দেয় ।
এদিন দুপুরে
ফের বৈরাতিগুড়ি হাইস্কুলের সামনে জাতিয় সড়ক অবরোধে বসে অনুতীর্ণ
ছাত্র ছাত্রীরা । অবরোধ কারিদের তরফে শ্রেয়া
দাস বলেন , উচ্চ মাধ্যমিক পরিক্ষায় তাদের ফেল করিয়ে কেন দেওয়া হলো ? পাশাপাশি অবরোধ
কারিরা বলেন, তাদের দাবী না মানা হলে ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দলনে নামার হুঁশিয়ারি
ও তারা দেন।
বিষয়টি নিয়ে
বৈরাতিগুড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল হক বলেন , এই ধরনের কর্মকান্ড শিক্ষাঙ্গনকে
কলুষিত করছে। ছাত্র ছাত্রীরা রাস্তায় বসে যেই দাবী জানাচ্ছে তাকে অন্তত শিক্ষকরা সমর্থন
করি না। তিনি আরো বলেন , নিজের স্কুলেই কাউন্সিলের নিয়ম মোতাবেক পরীক্ষা হয়েছে। এরা
অগোছালো দাবী দাওয়া করে চলেছে। যা কোন রকমের যুক্তি নেই বলে তিনি সাফ জানিয়ে দেন।

