অভিনব কায়দায় সোচ্চার কৃষকরা, বিজেপি মিথ্যেবাদী সরকার বললেন আবু আল আজাদ

 


শিরোনামঃ ২৪ ডেস্ক:  কৃষাণ মজদুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরো রাজ্যের পাশাপাশি দিনহাটা মহকুমা জুড়ে বিক্ষোভ দেখালো দলীয় কর্মী সহ কৃষকেরা। কেন্দ্রের বিজেপি সরকারের কাছে বেশ কয়েক দফার দাবিসহ নানান বঞ্চনার অভিযোগ তুলে অভিনব কায়দায় প্রতিবাদ জানালো কিসান খেতমজুর তৃণমূল কংগ্রেসের কৃষকরা। কিষান খেতমজুর তৃণমূল কংগ্রেসের দিনহাটা 1 নং ব্লক সভাপতি পরবানন্দ বর্মন বলেন , কৃষকদের চাষের প্রয়োজনীয় সার সহ কৃষি ঋণ মকুব করে পুনরায় ঋণ দেওয়ার দাবি সহ নানান দাবি-দাওয়া নিয়ে এদিন দিনহাটা জুড়ে বিক্ষোভ দেখায় সাধারণ কৃষক থেকে শুরু করে দলীয় কর্মীরা। তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা আবু আল আজাদ বক্তব্য রাখতে গিয়ে কার্যত কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেল। তৃণমূলের দাপুটে নেতা আবু আল আজাদ বলেন, কেন্দ্রের মোদি সরকার মিথ্যেবাদী সরকার। যাদের জন্য দুবেলা খাওয়া জুটছে সেই কৃষকদের কে পর্যন্ত  বঞ্চনা করে গেছে। পাশাপাশি রেল সহ অতি গুরুত্বপূর্ণ দপ্তর গুলিকে একের পর এক বেসরকারিকরণ করে চলছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী যেমন মিথ্যেবাদী ঠিক তেমনি তার দলের সাংসদ থেকে শুরু করে সাধারণ নেতৃত্ব। নাম না করে তিনি কার্যত কটাক্ষ করেন কোচবিহারের বিজেপি সাংসদ কে। আবু আল আজাদ বলেন, আশা করেছিলাম এক যুবক কোচবিহারের সাংসদ হয়েছেন। তিনি ভালো কিছু করবেন কিন্তু সাংসদ কোন রকমের উন্নয়ন মূলক কাজ করছে না বলে প্রভাবশালী তৃণমূল নেতা আবু আল আজাদ বলেন। যদিও বিষয়টি নিয়ে বিরোধী পক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.