
আবির ভট্টাচার্য, কোচবিহার,9 সেপ্টেম্বর: এক বিরাট সংবর্ধনা সভার পাশাপাশি কর্মী কনভেনশন অনুষ্ঠিত হলো দিনহাটা মহকুমার সীমান্ত সংলগ্ন প্রত্যন্ত গ্রাম গীতালদহ এলাকায়। সদ্য নির্বাচিত তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলার দায়িত্বপ্রাপ্ত অভিজিত দে ভৌমিক (হিপ্পি) কে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের এই সভা মঞ্চ থেকে আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ রেখে বিরোধীদের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেল। এদিনের এই সংবর্ধনা সভা সহ কর্মী কনভেনশনের মূল দায়িত্বে ছিলেন দিনহাটার অন্যতম তৃণমূল কংগ্রেস নেতা পাশাপাশি গীতালদহ গ্রাম পঞ্চায়েত প্রধান আবু আল আজাদ। গীতালদহ হরিরহাট স্কুলের মাঠে বিরাট কর্মী কনভেনশন এ বক্তব্য রাখতে গিয়ে সকল বক্তা বিজেপি সরকারের প্রতি কার্যত তোপ দাগেন। এ দিনের এই সভায় উপস্থিত ছিলেন , জেলা তৃণমূল যুব কংগ্রেস নেতা অভিজিৎ দে ভৌমিক, তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা আবু আল আজাদ, তৃণমূল কংগ্রেস নেতা সুবল রায়, পরবানন্দ বর্মন, দিনহাটার তৃণমূল যুব কংগ্রেস নেতা অজয় রায়, যুবনেতা জাকারিয়া বাপ্পা হোসেন সহ প্রমুখ নেতৃত্ব। এদিন এই মঞ্চ থেকে কার্যত 2021 এর বিধানসভা নির্বাচনের রণকৌশল শুরু হয় বলে রাজনৈতিক মহলের ধারণা। এদিনের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে দিনহাটার তৃণমূল কংগ্রেস নেতা আবু আল আজাদ বলেন, বিজেপির কেন্দ্রীয় সরকার রাজ্যের উন্নয়ন কে বারংবার বাধার মুখে ফেলে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বাধাকে উপেক্ষা করে একের পর এক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে ন। জন্ম থেকে মৃত্যু সম্পূর্ণ জীবন এ একজন সাধারন মানুষের যা যা প্রয়োজন তা সবকিছুই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর হাতে তুলে দিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, 2021 এর বিধানসভা নির্বাচনে মানুষ বিজেপির মত সাম্প্রদায়িক দল কে ছুঁড়ে ফেলে দেবে বলে তিনি কটাক্ষ করেন। পাশাপাশি সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলার যুব নেতা অভিজিত দে ভৌমিক যুব ও মূলধনের ব্যবধান ভুলে সকলকে একসঙ্গে কাজ করার, উন্নয়নে শামিল হওয়ার আহ্বান তিনি জানান। এছাড়াও সকল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব কে বিজেপির প্রতি সোচ্চার হতে দেখা যায়।