শিরোনাম ২৪ ,আবির ভট্টাচার্য: কৃষক বিলের সমর্থনে মহামিছিলের অংশ নিতে যাওয়ার সময় এক বিজেপি কর্মীর কে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার দিনহাটা সিতাই ব্লকে এই ঘটনা ঘটে। ওই বিজেপি কর্মীর পিন্টু বর্মন বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়ি সিতাই এর কায়েতের বাড়ি এলাকায় বলে জানা গিয়েছে।
বিজেপি নেতা প্রশান্ত রায় বলেন কৃষকদের নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সাথে সিতাই ব্লক এ ও মিছিল অনুষ্ঠিত হয়।সেই মিছিলে অংশ নিতে যাওয়ার সময় সিতাই হাই স্কুলের সামনে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মী পিন্টু বর্মন এর উপর হামলা চালায় মারধর করে। এরপর তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তাকে আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। গোটা ঘটনা নেতৃত্বকে জানানোর পাশাপাশি পুলিশকে জানানো হচ্ছে।
বিজেপির অভিযোগ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসনিয়া বলেন এ ধরনের ঘটনা কত তার জানা নেই।নিজেদের অভ্যন্তরীণ গন্ডগোল কে তৃণমূলের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে বিজেপি।

