আবির ভট্টাচার্য, দিনহাটা, 29 আগস্ট: চুরি যাওয়া মোটর বাইক সহ দুই জন কে গ্রেফতার করলো দিনহাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সত্য রঞ্জন সরকার নামের চিলকির হাট এলাকার এক বাসিন্দার মোটর বাইক চুরি যাওয়ার অভিযোগ জমা পড়তেই নড়েচড়ে বসে কোচবিহার জেলা পুলিশ। সূত্র মোতাবেক খবর পেয়ে গতকাল গভীর রাতে দিনহাটা শহরের চওড়া হাট বাজার এলাকা থেকে দিনহাটা থানার ভারপ্রাপ্ত সাব ইন্সপেক্টর দীপক রায়ের নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে দুই জন ব্যক্তি সহ চুরি যাওয়া মোটর বাইক টি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে দিনহাটা থানার আই সি সঞ্জয় দত্ত বলেন , একটি চুরি যাওয়া মোটর বাইক সহ দুই ব্যক্তি কে বাইক চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েচে। এবং ধৃত দের মধ্যে এক জন বাইক চুরি চক্রের পান্ডা বলে তিনি জানান।

