শিরোনাম ২৪, দিনহাটা, 16 জুলাই: ফের যুব মাদার দ্বন্দ্ব শুরু হল দিনহাটা শহরের সংহতি ময়দানে। এদিন বিকেলে তৃণমূল যুব কংগ্রেসের শালমারা অঞ্চল সভাপতি তপন বর্মন কে মারধরসহ তার গাড়ি ভাংচুরের অভিযোগ উঠল দিনহাটা পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ ঘোষ এর বিরুদ্ধে। পাশাপাশি জয়দীপ ঘোষ এর গাড়ি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে দলেরই শাখা সংগঠন তৃণমূল যুব কংগ্রেসের কয়েকজন নেতার বিরুদ্ধে। তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি তপন বর্মণ বলেন, এদিন দুপুরে তিনি স্থানীয় কয়েকজন পঞ্চায়েত সদস্যদের নিয়ে দিনহাটা মহকুমা শাসকের কাছে কিছু জরুরী কাজে আসেন। সে সময় উদয়ন গুহ ঘনিষ্ঠ 1 নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর জয়দীপ ঘোষ উদয়ন গুহ ফোনে অনুমতি পাওয়া মাত্রই তার ওপর চড়াও হয়। তাকে ব্যাপক মারধর করার পাশাপাশি গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে যাওয়ার পর তিনি দিনহাটা থানায় লিখিত অভিযোগ করেন। এদিকে বিষয়টি চাউর হতেই তৃণমূল যুব কংগ্রেসের অসংখ্য কর্মী-সমর্থক থানায় এসে বিক্ষোভ দেখাতে থাকে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ ঘোষ। তিনি বলেন কোথাও কোনো ঝামেলা হলেই রীতিমতন পরিকল্পনামাফিক তার নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ঘটনার সাথে তার কোনো রকম সম্পর্ক নেই।
এদিকে থানায় বিক্ষোভের পর অভিযুক্ত 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ ঘোষের বাড়িতে চড়াও হয় তৃণমূল যুব কংগ্রেসের কর্মী-সমর্থকরা। ভাঙচুর করা হয় জয়দীপ ঘোষের বাস ও একটি গাড়ি। তথ্য বিজ্ঞ মহলের মতে গিরগিটির মতো রং বদলে এতদিন যারা তৃণমূলের মূল সংগঠন এ ছিল তারই একটা বৃহৎ রূপ বদলে যুবর সংগঠনে মিশেছে। বিষয়টি নিয়ে কোনরকম মন্তব্য করতে চাননি দিনহাটার বিধায়ক তথা বনন নিগমের চেয়ারম্যান দিনহাটা পুরসভার পুরপ্রধান উদয়ন গুহ।
এদিকে থানায় বিক্ষোভের পর অভিযুক্ত 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ ঘোষের বাড়িতে চড়াও হয় তৃণমূল যুব কংগ্রেসের কর্মী-সমর্থকরা। ভাঙচুর করা হয় জয়দীপ ঘোষের বাস ও একটি গাড়ি। তথ্য বিজ্ঞ মহলের মতে গিরগিটির মতো রং বদলে এতদিন যারা তৃণমূলের মূল সংগঠন এ ছিল তারই একটা বৃহৎ রূপ বদলে যুবর সংগঠনে মিশেছে। বিষয়টি নিয়ে কোনরকম মন্তব্য করতে চাননি দিনহাটার বিধায়ক তথা বনন নিগমের চেয়ারম্যান দিনহাটা পুরসভার পুরপ্রধান উদয়ন গুহ।


