দিনহাটায় বিস্ফোরণের অভিযোগ বিজেপির




আবির ভট্টাচার্য দিনহাটা, ৮ জুলাই: বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমা বিস্ফোরণের জেরে কেঁপে উঠল দিনহাটা শহর সংলগ্ন আটিয়াবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকা। ঘটনার  প্রতিবাদে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি। বুধবার দিনহাটা শহরের নির্বাচনী কার্যালয় এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক বৈঠক করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। অভিযোগ, সোমবার গভীর রাতে দিনহাটা 1 ব্লকের আটিয়াবাড়ী এলাকার বিজেপি কর্মী দিলীপ বর্মন এর বাড়ির সামনে কে বা কারা রাতের অন্ধকারে বেশ শক্তিশালী বোমা বিস্ফোরণ করে । এর জেরে কেঁপে ওঠে সংশ্লিষ্ট এলাকা। এদিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব অশোক মন্ডল, দীপ্তিমান সেনগুপ্ত, ডালিম রায় সিংহ, লেবু খান, নারায়ণ বর্মন সহ প্রমুখ দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরবর্তীতে দিনহাটা শহরের নির্বাচনী কার্যালয় এ সাংবাদিক বৈঠক করেন। সাংবাদিক বৈঠকে দীপ্তিমান সেনগুপ্ত বলেন, গত পরশুদিন মধ্যরাতে বিজেপির একজন কার্যকর্তা র বাড়িতে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কে বা কাহারা বোমা বিস্ফোরণ করে। ঘটনা ঘটার পর দিনহাটা থানা থেকে পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ছিল। এবং গতকাল বিজেপি নেতৃত্ব ঘটনাস্থল দেখতে যান। পাশাপাশি বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত পুলিশ এর উপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, ঘটনা ঘটার প্রায় ৭২ ঘন্টা কেটে গেলেও পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত সেরকম কোনো তৎপরতা দেখা যায়নি। তিনি আরো বলেন, আজকে জেড পি ২৪ এর মন্ডল সভাপতি ডালিম রায় সিংহের নেতৃত্বে দিনহাটা থানায় লিখিত ভাবে স্মারকলিপি দেওয়া হয়। পাশাপাশি তিনি বলেন, সামনেই বিধানসভা নির্বাচন তার প্রাক্কালে গত পঞ্চায়েত নির্বাচনের সময় কার মত অস্ত্রের শক্তি প্রদর্শন যাতে শুরু না হয় সেজন্য পুলিশের কাছে আবেদন সুয়োমোটো মামলা করে ঘটনার প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি সংগঠনের তরফ থেকে বলা হয় অবিলম্বে দোষীদের সনাক্তকরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নাম্বার হুঁশিয়ারিও তারা দেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.