শিরোনাম 24 ডেস্ক, কোচবিহার: আবারো ধস তৃণমূল শিবিরে। রবিবার শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিল 30 টি পরিবার। বিজেপি নেতৃত্ব অশোক মন্ডল, দীপ্তিমান সেনগুপ্ত ও রফিক লেবু তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন। দিনহাটা মহকুমার আটিয়াবাড়ী এলাকা কার্যত শাসক দল তৃণমূলের গড়। সেখানেই এত বিপুল পরিমাণ কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান এর ঘটনাকে সামান্য নজরে দেখছে না বিরোধী দলগুলি। স্বভাবতই ২১ এর ভোটের আগে গুটি সাজাতে ব্যস্ত বিজেপি। আর সেই কারণে ক্রমেই গোটা রাজ্য জুড়ে চলছে ব্যাপক পরিমাণে অভিযান। বিশেষ করে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক ফুল অ্যাকশনে ইতিমধ্যেই নেমে গেছেন। কোচবিহার জেলা সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে মূলত তরুণ সাংসদ নিশীথ প্রামাণিকের টানেই যুবসমাজ সমস্ত দল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করছে।শুধু নেতা, কর্মী আর সমর্থকদের বিজেপিতে নিয়ে এসেই খান্ত থাকছেন না তিনি। গোটা রাজ্য জুড়ে চালাচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক অভিযান।
রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে নানান ইস্যুতে সরব হওয়ার জন্য কখনো তিনি থানার সামনে আবার কখনো রাস্তার মাঝে বসে পড়তে দেখা গেছে । আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য উঠেপড়ে লেগেছেন কোচবিহারের এই সাংসদ। আর তৃণমূলের প্রধান মাথা ব্যাথার কারণও হয়ে উঠেছেন তিনি। দিনকে দিন ওনার যেমন জনপ্রিয়তা বেড়েছে। তেমনই তৃণমূলের যুব সমাজের মুখ অভিষেক ব্যানার্জীর জনপ্রিয়তা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। আর এই নিয়ে গভীর চিন্তায় গোটা শাসক দল। তবে নিশিত প্রমানিক কে ঘিরে কোচবিহারের বিজেপির কর্মী-সমর্থকরা একুশে ক্ষমতায় আসার আশায় বুক বাঁধছে।


