তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে দিনহাটা এফ-ব্লক জুড়ে পালিত হল দেশের স্বাধীনতা দিবস
0
August 22, 2020
দিনহাটা, 15 আগস্ট: দিনহাটা 1 ব্লকের যুবনেতা মাহফুজুর রহমানের নেতৃত্বে দিনহাটা1 ব্লক জুড়ে যথাযোগ্য সম্মান এর সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা পালন করল দেশের 74 তম স্বাধীনতা দিবস। জানা গিয়েছে দিনহাটা এক ব্লকের বিভিন্ন এলাকায় যুবনেতা মাহফুজুর রহমানের নেতৃত্বে তৃণমূল যুব কংগ্রেস ব্লগ জুড়ে জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। দিনহাটা এক ব্লকের গীতালদহ, ওকড়াবাড়ি, থেকে শুরু করে দিনহাটা শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় যুব তৃনমূলের পক্ষ থেকে কয়েক হাজার চারা গাছ রোপন কর্মসূচী পালিত হয়। যুবনেতা মাহফুজুর রহমান বিষয়টি নিয়ে বলেন, জেলা তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশ অনুযায়ী দিনহাটা এক নম্বর ব্লকে দেশের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি র মাধ্যমে দেশের 74 তম স্বাধীনতা দিবস পালন করে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা।

