শিরোনাম ২৪ ডেস্কঃ অশান্ত আসাম ক্রমশ শান্ত হতে চলেছে। মঙ্গলবার কার্ফু প্রত্যাহার করলো আসাম সরকার । আসামের অর্থ মন্ত্রী তথা নর্থ - ইস্ট ডেমোক্রেটিক এলায়েন্স এর চেয়ারম্যান হেমন্ত বিশ্বশর্মা এদিন আসাম থেকে কার্ফু প্রত্যাহার এর কথা ঘোষণা করেন । অসম পুলিশের এডীজী জী পী সিং বলেন , গুয়াহাটি সহ সমগ্র আসাম শান্ত হতে চলেছে । সে কারনেই দিনের কার্ফু তূলে নেওয়া হল বলে তিনি জানান । যদিও এখনো ইন্টারনেট পরিসেবা চালু হবে না বলে সাফ জানিয়ে ডেণ পুলিসের এঈ শীর্ষ কর্তা । বিষয়টি নিয়ে প্রতিবেশী পশ্চিমবঙ্গের কোচবিহার এর সাংসদ বলেন, আসামের এই পরিস্থিতি সত্যিই চিন্তার বিষয় ছিল। তবে অশান্ত আসাম ফের শান্ত হতে চলেছে । আসামের মানুষ বুঝতে পেরেছে কেন্দ্র তাদের পাশে আছে। এক শ্রেণীর কিছু দাদাল নেতা মানুষের মধ্যে ভূল তথ্য প্রচার করে দিকভ্রান্ত করার চেষ্টা করছে । ক্যাব বিল মানুষের সুবিধের দিকে নজর রেখে পাশ হয়েছে । সংবিধান কখনো কাঊকে আঘাত করে না। মানুষের ন্যায্য বিচারের জন্য সংবিধান সেটা মনে রাখতে হবে বলে তিনি জানান।

