শিরোনাম ২৪ ডেস্ক, ১৭ ডিসেম্বরঃ উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে এদিন মোট ৪৭ টা ট্রেন বাতিলের নির্দেশিকায় চাপ বাড়লো পর্যটক থেকে শুরু করে সাধারন যাত্রীদের । এদিন উত্তর পূর্ব সীমান্ত রেলের চিফ পাবলিক রিলেশন অফিসার শুভানন চন্দ্র বলেন , উত্তর পূর্ব সীমান্ত রেলের থেকে দক্ষিন রেলের যোগাযোগ এর পথে বিরাট ক্ষতি হওয়ায় বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে। বিভিন্ন জায়গায় রেল পথ থেকে শুরু করে বিভিন্ন স্টেশন এমনকি রেলের কামরাও পর্যন্ত ক্ষতিগ্রস্থ হয়। মূলত এরই জেরে বন্ধ ৪৭ খানা ট্রেন। এর মধ্যে ১২০৪১ ও ১২০৪২ হাওড়া - নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস , ১২৩৪৪ দার্জিলিং মেল, সরাইঘাট এক্সপ্রেস , পদাতিক এক্সপ্রেস , উত্তরবঙ্গ এক্সপ্রেস, তিস্তা তোরষা এক্সপ্রেস, কাঞ্চন জংঘা এক্সপ্রেস, কাঞ্চন কন্যা এক্সপ্রেস সহ কলকাতা ও কাটিহার গামী প্রায় সব কয়টি ট্রেনই বাতিল। এবিষয়ে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক বলেন , রেল সরকারি সম্পত্তি। কিছু রাজনৈতিক দল তাদের সার্থ চরিতার্থ করার কারনে মানুষ কে ভুল বুঝিয়ে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে দাঙ্গা পাকানোর চেষ্টা করছে। এর জেরে বিভিন্ন রকমের অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে সাধারন যাত্রী থেকে শুরু করে আপামর জনসাধারণকে । এই অবস্থার বিরুদ্ধে জাতি ধর্ম বর্ন ভেদাভেদ ভুলে সকলকে একত্রীত হতে হবে। রাজ্য সহ দেশে যাতে আবার শান্তি ফিরে আসে তার জন্য সকলকে চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা তিনি বলেন। কোচবিহার সাংসদ নিশীথ প্রামাণিক আর বলেন , বাংলায় যে চক্রান্তকারী রাজনৈতিক দল তাদের সার্থে দেশের ক্ষতি করছে তাদের খুব শীঘ্রই মানুষ ছুরে ফেলে দেবে বলে তিনি উল্লেখ করেন।

