"এন আর সি বা সি এ বি র জেরে মৃত্যু হয়নি"- বললেন নিশীথ

শিরোনাম 24 ডেক্স: রাজ্য জুড়ে এখনো চলছে অশান্তির বাতাবরণ। জায়গায় জায়গায় বিভিন্ন দলের বিক্ষোভ এর পাশাপাশি পুড়ছে প্রধানমন্ত্রী সহ একাধিক মন্ত্রীর কুশপুতুল। আজও রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বন্ধ রয়েছে মোবাইলের নেটওয়ার্ক পরিষেবা । বন্ধ রয়েছে রেল পরিষেবা। এরইমধ্যে এক ব্যক্তির মৃত্যু কে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে রাজ্যে। জানা গেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকার বাসিন্দা নজরুল মিয়া (৫৯) গতকাল সন্ধ্যায় মারা যায়। পরিবারের লোকজনের দাবি, নাগরিকত্ব আইন পাস হওয়ার পর থেকেই বাড়ির ও জমির দলিল নিয়ে চিন্তায় ছিলেন নজরুল মিয়া। বেশ কয়েকদিন ধরে ইতিউতি  খুঁজছিলেন হারিয়ে যাওয়া বাড়ি ও জমির দলিল। গতকাল সারাদিন স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক এর করণে জমির ওবাড়ির দলিলের জন্য ছিলেন। এর পরেই গতকাল সন্ধ্যায় মৃত্যু হয় নজরুল মিয়ার। বিরোধীরা নজরুল মিয়ার মৃত্যুর কারণ হিসেবে এন আর সি ও সি এ বি কেই দায়ী করছেন। যদিও বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। কোচবিহারের তরুণ বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক বলেন,  হূদরোগে আক্রান্ত হয়ে নজরুল মিয়ার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর জন্য নাগরিকত্ব আইন দায়ী না।  তিনি আরো বলেন, যারা নজরুল বাবুর মৃত্যু কে নিয়ে রাজনীতি করছে তাদের লজ্জা পাওয়া উচিত। নাগরিকত্ব আইন কখনোই কারণ মৃত্যুর কারণ হতে পারে না। দেশের যারা প্রকৃত নাগরিক তাদের সুবিধার্থেই এই আইন। এই আইনকে ভয় পাওয়ার কোন কারণ নেই। এই আইন কে ভয় দেখিয়ে কিছু দুষ্টু লোক তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য সাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। যারা নানান গুজব ছড়াচ্ছে সেই সমস্ত লোকেদের চিহ্নিতকরণ করতে হবে। সংবিধানের বিরোধিতা করে কিছু রাজনৈতিক দল ভোটের রাজনীতি করছে বলে তিনি সাফ জানিয়ে দেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.