বিশ্ব কুষ্ঠ নির্মুল দিবস পালিত হল দিনহাটা মহকুমা হাসপাতালে


শিরোনাম ২৪ ডেস্ক, দিনহাটাঃ বিশ্ব কুষ্ঠ নির্মুল দিবস পালিত হল দিনহাটা মহকুমা হাসপাতালে বুধবার দিনহাটা মহকুমা হাসপাতালে বিশ্ব কুষ্ঠ নির্মুল দিবস পালিত হয় এদিন এই বিশ্ব কুষ্ঠ নির্মুল দিবস উৎযাপন চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা হাসপাতালের   ভারপ্রাপ্ত সুপার তথা এলাকার স্বনামধন্য  চিকিৎসক  উজ্জ্বল আচার্য , হাসপাতালের  অ্যাসিস্ট্যান্ট সুপার মিঠুন বনিক, পি. এইচ. এন. মীনা বনিক, অর্চনা রায় সরকার, সারদা প্রসন্ন ঘোষ সহ প্রমুখ  এদিন এই অনুষ্ঠানে উপস্থিত সকলেই বিশ্ব কুষ্ঠ দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করার পাশাপাশি এই রোগ প্রতিরোধের জন্যে কি করতে হবে তা নিয়েও আলোচনা হয় দিনহাটা মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডাঃ উজ্জ্বল আচার্য বলেন , কুষ্ঠ রোগের মত ভয়াবহ রোগের  থাবা যাতে ক্রমশ মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে আমরা সতর্কতামূলক একটি অনুষ্ঠান করা হয় । কুষ্ঠ রোগীদের সাথে সাধারন মানুষের ভেদাভেদ দূর করার বিভিন্ন প্রয়াস তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.