খোইনীর গুদামে আটক স্ত্রী কন্যা কে খাবার দিতে যাওয়ায় ঝামেলার অভিযোগ

দিনহাটা, 15 জনুয়ারি: পাঁচ দিন ধরে দুই মহিলাকে গুদাম ঘরে আটকে রাখার অভিযোগ উঠল এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে । জদীও সেই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা অভিযোগ করে এলাকার বাসিন্দা রা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে , কুকুর  ও কড়া বাড়ি এলাকার কবুল ব্যাপারীর  একটি খৈনির গুড়ামে কবুল ব্যাপারের স্ত্রী ও কন্যা কে গত 11 তারিখ থেকে আটকে রাখে এলাকার কিছু দুষ্কৃতী ও কিছু বাসিন্দারা বলে অভিযোগ । জডিও  এলাকার বাসিন্দারা বলেন , স্থানীয় একটি মেয়ে কে অপহরণের অভিযোগ উত্তেজিত জনতা গুডামে তালা ঝুলিয়ে দেয়। কবুল ব্যাপারী বলেন , আমি গত আগস্ট মাসে আমার গুদামের সংলগ্ন একটি জায়গা কিনি। তারপর এক মহিলা জোর পূর্বক আমার নতুন জায়গার বাড়িতে ঢুকে পড়ে।  তবুও এট দিন আমি কিছুই বলিনি । তিনি বলেন , পরবর্তীতে ওই মহিলা সাথে কিছু সমস্যা হলে আমার নাম জরিয়ে দেয়। তারপর গত 11 তারিখ আমার খইনির গুদামের গেটে তালা লাগায় কিছু দুষ্কৃতী। পড়ে আমার স্ত্রী ও কন্যা গেলে তাদের জোর পূর্বক ভেতরে বন্দী করে রাখে। এদিন সকালে আমার স্ত্রী ও কন্যার জন্য খাবার নিয়ে গেলে ঝামেলা করে এলাকার বাসিন্দারা । পরে পুলিশ গিয়ে তালা খুলে দিলেও পরে আবার তালা লাগিয়ে দেয় তারা বলে তিনি জানা ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.