রাতে দিনহাটার রাস্তায় চললে সাথে রাখতে হবে পরিচয় পত্র


 শিরোনাম ২৪,  দিনহাটা, ১৩ জানুয়ারিঃ রাতে দিনহাটা শহর কে আর কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে দিতে বিশেষ উদ্যগ নিল দিনহাটা থানা । পাশাপাশি শহরের রাস্তায় বেশী রাতে চলাফেরা করলে সাথে রাখতে হবে সচিত্র পরিচয়পত্র । শনিবার রাতে দিনহাটা শহরের পাঁচ মাথা মোড়ে দিনহাটা এসডিপিও উমেশ খন্ডোয়াল পুলিশের নাইট পেট্রোল পার্টির হাতে নতুন পাঁচটি বাইসাইকেল , ট্রেকশ্যুট সহ অন্যান্য সামগ্রী তুলে দেন । পুলিশের সাইকেল প্রদান অনুষ্ঠানে দিনহাটা এসডিপিও উমেশ খন্ডোয়াল সহ উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত , দিনহাটা থানার মেজবাবু রাজু সোনার , সাব ইন্সপেক্টর রাজু রায় , বিপুল চক্রবর্তী , দিনহাটা ব্যাবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী  সহ দিনহাটা থানার পুলিশ কর্মীরা ।এদিন সাইকেল প্রদান অনুষ্ঠানে দিনহাটা দিনহাটা এসডিপিও উমেশ খন্ডোয়াল, দিনহাটা ব্যাবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী  সহ দিনহাটা থানার পুলিশ কর্মীরা সাইকেল চালিয়ে শহরের বিভিন্ন রাস্তায় ঘুরতে দেখা যায় । দিনহাটা এসডিপিও উমেশ খন্ডোয়াল বলেন , দিনহাটা মহকুমা শাসক ও ১ ব্লক সমষ্ঠী উন্নয়ন আধিকারিক দিনহাটা থানা কে পাঁচটি সাইকেল প্রদান করে । সেই সাইকেলেই এখন  থেকে দিনহাটা পৌরসভা এলাকার বিভিন্ন রাস্তায় সন্ধ্যা থেকে ভোর পরযন্ত পেট্রোলিং করবে পুলিশ কর্মীরা । তিনি বলেন , রাত দশটার পর শহরের রাস্তায় কাউকে চলাফেরা করতে দেখলে সেই ব্যাক্তিকে আটক করতে পারে কর্তব্যরত পুলিশ কর্মীরা । সেকারনে রাতে চলাফেরার ক্ষেত্রে সরকারি সচিত্র পরিচয়পত্র রাখা বাধ্যতা মুলক বলেও তিনি উল্লেখ করেন । দিনহাটা ব্যাবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন , সাইকেল নিয়ে নজরদারিতে  বাসিন্দাদের পাশাপাশি বিশেষ করে ব্যাবসায়ীদের বিশেষ উপকার হবে । কারন দিনহাটা চওড়াহাট বাজারের অধিকাংশ রাস্তা সংকৃর্ণ হওয়ায় মোটর বাইক নিয়ে পরযন্ত যাওয়ার উপায় নেই । সেকারনে পুলিশ যদি সাইকেল নিয়ে সেই সব রাস্তা গুলিতে যায় তবে সংশ্লিষ্ঠ এলাকার ব্যাবসায়িরা নিচ্ছিন্তে থাকতে পারবে । পাশাপাশি রাতে শহরের রাস্তায় চলাচলের ক্ষেত্রে পুলিশের কড়া পদক্ষেপ কেও তিনি সাধুবাদ জানান ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.