দিনহাটা , ১৭ জানুয়ারি : নেতা ছাড়াই জন্মদিন পালন করলো তার অনুগামীরা । বৃহস্পতিবার সন্ধ্যায় জন্মদিন পালনের উদ্দেশ্যে ব্যাপক ভীড় জমে দিনহাটার ডাকবাংলো মোড়ের সামনে । জানা গিয়েছে , এদিন সন্ধ্যায় যুবক নেতা নিশীথ প্রামাণিকের জন্মদিন পালন করে তার অনুগামীরা ।
বিশেষ কারণ বশত দিনহাটার এই নেতা অনুপস্থিত থাকলেও তার অনুগামীরা সাড়ম্বরে তার জন্মদিন পালন করে । এদিন তৃণমূল যুব কংগ্রেসের নেতা অর্জুন চক্রবর্তী , রফিক লেবু , আইনজীবী রতন কুমার কানু সহ আটিয়া বাড়ি 1 ,2 অঞ্চল কমিটি কর্মী সমর্থরা উপস্থিত ছিল বলে যুব নেতা রফিক লেবু জানান ।
বিশেষ কারণ বশত দিনহাটার এই নেতা অনুপস্থিত থাকলেও তার অনুগামীরা সাড়ম্বরে তার জন্মদিন পালন করে । এদিন তৃণমূল যুব কংগ্রেসের নেতা অর্জুন চক্রবর্তী , রফিক লেবু , আইনজীবী রতন কুমার কানু সহ আটিয়া বাড়ি 1 ,2 অঞ্চল কমিটি কর্মী সমর্থরা উপস্থিত ছিল বলে যুব নেতা রফিক লেবু জানান ।


