সালিশি সভায় মারধোর ও অপমানের জেরে অত্মহত্যা প্রৌঢ়ের

রনজিৎ সরদার , দঃ ২৪ পরগনা ঃ প্রতিবেশী নাতনীর সাথে দুর্ব্যবহারের অভিযোগে সালিশি সভায় মারধোর ও অপমান করা হয়  ঢোলাহাট থানার শ্রী নারায়ন পুরের বাসিন্দা   রনজিত ভোলা বয়স (৭০)  কে বলে অভিযোগ। মৃতের  বিরুদ্ধে অভিযোগ ওঠে স্থানীয় স্কুল ছাত্রীর সাথে  খারাপ ব্যবহার করে । লোক জানাজানি হতে গ্রামের স্থানীয় মানুষজন রনজিত ভোলা কে নিয়ে গ্রামীণ সালিসি  সভার আয়োজন  করে  । অভিযোগ  সেখানে সত্তর হাজার টাকা জরিমানা এবং মারধরও করা হয় প্রৌঢ় কে । পরিবার সূত্রে জানা যায় ,  ঘটনা ঘটার পর  দুদিন ঘরে মন মরা অবস্থায় ছিল, রবিবার  সকালে  বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে ।
প্রতীকী ছবি।
বাড়ির লোক নারায়ণ গঞ্জ বাজারে  গ্রামীণ ডাক্তারের চেম্বারে নিয়ে যায়। গ্রামীণ ডাক্তার বিষ খাওয়া রুগী  না দেখে রেফার করে হরেন্দ্র নগর গ্রামীণ হাসপাতালে ়। কিন্তু সেখানে থেকে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করা হয়। মাঝখানে অনেকটা সময় কেটে যায়। গদামথুরা হাসপাতালে যখন আনা হয় তখন অবস্থা সঙ্কটজনক। ডাক্তারবাবু প্রাথমিক চিকিৎসা করতে থাকেন ,এবং তার পরেই কিছুক্ষণের মধ্যেই মারা যায়। খবর যায় ঢোলাহাট থানায় । এবং পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পাঠিয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.