শিরোনাম ২৪ , দিনহাটা: দলীয় কাজ করে ফেরার পথে তৃণমূল কংগ্রেসের দিনহাটা 1 ব্লক সভাপতি নুর আলম হোসেনের নেতৃত্বে হামলার শিকার হল তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায় বলে অভিযোগ । জানা গেছে দিনহাটার পেটলা এলাকায় একটি কর্মী সভা করে ফেরার পথে তার গাড়ি ভাংচুরের পাশাপাশি অল্পের জন্য প্রাণে বেঁচে যায় এই যুবনেতা। এ বিষয়ে যুব তৃনমূলের নেতা অজয় রায় দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আক্রান্ত যুবনেতা অজয় রায় বলেন, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অভিষেক ব্যানার্জীর জানুয়ারি মাসে কোচবিহারের সভা সংক্রান্ত বিষয় নিয়ে পেটলা এলাকায় যুব কংগ্রেসের কর্মী-সমর্থকদের নিয়ে এক আলোচনা সভা করে ফেরার পথে হামলা চলে । তিনি আরো বলেন দিনহাটা 1 ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নুর আলম হোসেন নিজে দাঁড়িয়ে থেকে ভাড়া করা কিছু গুন্ডাদের দিয়ে গাড়ির ওপর এ হামলা চালায়। গাড়ির সমস্ত কাজ এর জেরে ভেঙে যায় পাশাপাশি গাড়ির জানালা দিয়ে লোহার রড ঢুকিয়ে যুবনেতা অজয় রায় কে প্রাণে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। যদিও এ বিষয়ে দিনহাটা 1 ব্লক সভাপতি নুর আলম হোসেন কে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।বিষয়টি নিয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জি খন্ডোয়াল বলেন, তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস দুই দল থেকেই এদিন মিছিলের আবেদন জানানো হলেও পুলিশ মিছিলের অনুমতি দেয়নি। কিন্তু সেই অনুমতি কে উপেক্ষা করে তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে পেটলা এলাকায় এক মিছিল করা হয়। সেই মিছিলের থেকে ফেরার সময় যুবনেতা অজয় রায়ের গাড়ি ভাঙচুর করা হয় বলে তিনি জানান যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তিনি আরো বলেন অনুমতি ছাড়া মিছিল করায় পুলিশ পদক্ষেপ নেবে।

