নিশীথ কে দলে ফেরানো সহ যুব নেতার ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মিছিল করল যুবরা

দিনহাটা 17 ডিসেম্বর: যুব নেতা কে দল থেকে বহিষ্কার ও গাড়িতে হামলার প্রতিবাদে কয়েক হাজার কর্মী-সমর্থক নিয়ে ধিক্কার মিছিলে নামলো তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিনের এই দীক্ষার মিছিলকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা যায়। শহরের সংহতি ময়দান থেকে শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে স্টেশন চৌপতি হয়ে এই মিছিলে কয়েক হাজার কর্মী-সমর্থক পা মেলায়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিল তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা আহ্বায়ক নারায়ণ শর্মা, দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায় , যুবনেতা অর্জুন চক্রবর্তী তৃণমূল যুব কংগ্রেসের আটিয়াবাড়ী অঞ্চল সভাপতি নাজির হোসেন, রফিক লেবু সহ প্রমুখ। প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় দিনহাটার পেটলা এলাকায় দলীয় সভা করে ফেরার পথে তৃণমূল কংগ্রেসের দিনহাটা 1 ব্লক সভাপতি নুর আলম হোসেন সহ তার অনুগামীদের বিরুদ্ধে যুবনেতা অজয় রায়ের গাড়ি ভাংচুরসহ তাকে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনার পর থেকেই তীব্র উত্তেজনা দেখা যায়। কয়েক দফায় দিনহাটার বিভিন্ন রাস্তায় পথ অবরোধ করে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। পাশাপাশি তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা সাংসদ পার্থ প্রতিম রায় কিছুদিন আগে তার ফেসবুক পেজে কোচবিহার জেলা সাধারণ সম্পাদক নিশীথ প্রামাণিককে বহিষ্কারের ঘটনা জানান। এরপর থেকেই কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে ব্যাপক উত্তেজনা দেখা যায় যুব কর্মী-সমর্থকদের মধ্যে। শুরু হয় একের পর এক ধিক্কার মিছিল। পাশাপাশি ফেসবুক এর মতন সোশ্যাল সাইটে ও চলে এই ঘটনা অভিনব প্রতিবাদ। বিষয়টি নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা আহবায়ক নারায়ণ শর্মা বলেন, ইনামুল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কোচবিহারের সভার প্রস্তুতি সংক্রান্ত বিষয় এক দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নুর আলম হোসেন যুবনেতা অজয় রায়ের গাড়ি দাঁড় করানোর চেষ্টা করে।  গাড়ি থামানো মাত্রই গাড়িকে লক্ষ্য করে ক্রমাগত ইট পাথর ছুড়তে থাকে হাতে থাকা লোহার রড দিয়ে নুর আলম হোসেন অজয় রায় কে প্রাণে মারার চেষ্টা করে। পাশাপাশি নিশীথ প্রামাণিককে  দল থেকে বহিষ্কারের প্রতিবাদে এদিনের এই মিছিলের আয়োজন করা হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.