কলকাতা 29 ডিসেম্বর: নিশিথ প্রমানিক কে দলে প্রয়োজন বলে মনে করছে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের একাংশ। এমনকি সূত্রের দাবি দিন কয়েক আগেই নিশিথ প্রামানিক এর সঙ্গে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, রাজ্য নেতৃত্বের বেশ কিছু নেতা চাইছেন নিশিত প্রামানিক কোচবিহার জেলায় তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্বে পুনরায় বহাল থাকুক । যদিও এ বিষয়ে কোচবিহার জেলার দাপুটে নেতা নিশীথ প্রামানিক কোন মন্তব্য করতে চায়নি। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন যুবনেতা নিশীথ প্রামানিক। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কোচবিহার জেলার দিনহাটা মহকুমা। মূলত দলীয় প্রতীক পাওয়াকে কেন্দ্র করেই এই দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের জেরে তৃণমূল কংগ্রেসের এক বিদায়ী পঞ্চায়েত সদস্যের মৃত্যু পর্যন্ত হয়। আহত হয় একাধিক তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস কর্মী। ভোট পর্ব মিটে গেলেও দ্বন্দ্ব থামেনি। তথ্য বিজ্ঞ মহলের মতে, প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন যুবনেতা নিশীথ প্রামানিক। সে কারণে পুরনো তৃণমূল কংগ্রেস কর্মীদের অধিকাংশই নিশীথ প্রামানিক অনুগত। পাশাপাশি দলের পুরোনো কর্মী সমর্থক দের যুব তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে দিনহাটা র দুটি ব্লক সহ কোচবিহারের বেশকিছু গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে নেয়। পাশাপাশি দিনহাটা 1 পঞ্চায়েত সমিতি গঠনের মূল কান্ডারী ছিল বহিস্কৃত এই যুবনেতা। বিজেপির রথযাত্রা র সভায় লোক পরিপূর্ণ হওয়ার পেছনে নিশিথ প্রামাণিকের হাত রয়েছে । এমনই গোয়েন্দা রিপোর্ট এর পরিপ্রেক্ষিতেই জেলার এই যুব নেতা কে দল বহিষ্কার বলে অনেকের মত। এর পরেই বিরোধী দলের নেতৃত্বে র অনেকেরই ফেসবুক পোস্টে দেখা যায় , " খেয়ে গেল মোচ ওয়ালা নাম পরল দাড়িওয়ালার। " লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক নিশীথ প্রামানিক কে বহিষ্কার কাণ্ডের জেরে উত্তেজনা দেখা যায় কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে। পড়ানো হয় একাধিক বাইক। কোথাও টায়ার জ্বালিয়ে চলে পথ অবরোধ আবার কোথাও রাস্তায় শুয়ে পড়তে দেখা যায় নিশীথ প্রমানিক অনুগামী কর্মী সমর্থক দের । দিন কয়েক আগেই যুব তৃণমূল কংগ্রেসের তরফে ৮ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভার প্রস্তুতি নিয়ে এক জনসভা হয় দিনহাটা 1 ব্লকের ভেটাগুড়ি তে। সেখানে নিশিথ প্রামাণিককে বহিষ্কারের প্রতিবাদে ক্ষোভ উগরে দিতে দেখা যায় যুব তৃনমূলের কর্মী-সমর্থকদের। সভা মঞ্চ থেকে তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা আহ্বায়ক নারায়ণ শর্মা, শহর ব্লক সভাপতি অজয় রায় সহ প্রমূখ নিশীথ প্রমাণিক কে পুনরায় দলে ফিরিয়ে নেওয়ার আবেদন জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। পরবর্তীতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে নিশিথ প্রামানিক এর সাক্ষাৎ অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তথ্য বিজ্ঞ মহল। শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের সূত্রে জানা গেছে খুব শীঘ্রই নিশিথ প্রমাণিক কে দলে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চলেছে রাজ্য নেতৃত্ব। যদিও বিষয়টি নিয়ে নিশিথ প্রামানিক কোন মন্তব্য না করলেও তিনি বলেন, রাজ্য নেতৃত্ব আমাকে যা নির্দেশ দেবে আমি তা মাথা পেতে মেনে নেব।

