শিরোনাম 24, দিনহাটা: জনসংযোগ কর্মসূচি পালিত হল সিতাই বিধানসভার বিভিন্ন এলাকায়। দলীয় সূত্রে জানা গেছে,সিতাই বিধানসভা দিনহাটা এক লোকের পুটিমারী 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকাসহ বিভিন্ন জায়গায় জনসংযোগ কর্মসূচি পালন করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
এদিনের এই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিতাই বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন সহ এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের এই গণসংযোগ কর্মসূচিতে আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে জোরকদমে বিভিন্ন এলাকায় প্রচার চালান তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন। পাশাপাশি এদিনের এই গণসংযোগ কর্মসূচিতে এলাকার বাসিন্দাদের নানান সমস্যার সমাধানের চেষ্টা করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে জনসংযোগ কর্মসূচি পালন হচ্ছে। পাশাপাশি এলাকার বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার নেতৃত্বে পুটিমারী 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষের সাথে সমস্যা সহ নানান বিষয়ে সাক্ষাৎ করতে এসেছি বলে তিনি উল্লেখ করেন।



