সিতাইয়ে তৃণমূলের এগিয়ে থাকার পেছনে নূর মোহাম্মদ প্রামাণিকের যথেষ্ট গুরুত্ব মনে করছে কর্মীরা

 


শিরোনাম ২৪: সিতাই বিধানসভায় টিএমসি প্রার্থীর ব্যাপক ভোটে এগিয়ে যাওয়া কে ঘিরে দেওয়ালে কান পাতলেই শোনা যাচ্ছে একটাই নাম নূর মহম্মদ প্রামানিক। রাজ্যের ক্ষমতায় আসার আগে থেকেই টিএমসির একনিষ্ঠ কর্মী ছিলেন কোচবিহারের আন্তর্জাতিক সীমান্তবর্তী বিধানসভা সীতাই এর নূর মোহাম্মদ প্রামানিক। দলের জেলাস্তরে তেমন কোনো গুরুত্বপূর্ণ পদে না থাকলেও সিতাই বিধানসভায় অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এলাকার ভোট নির্ভর করে এই সাধারণ মানুষটির উপর। এলাকায় ব্যাপক প্রভাব রয়েছে নূর মোহাম্মদ প্রামাণিকের। পাশাপাশি দেওয়ালে কান পাতলেই শোনা যায় একটাই কথা নূর মোহাম্মদ প্রামানিক যেদিকে থাকবে জিত সেদিকের নিশ্চিত। নিপাট সাদামাটা এই লোকটি এদিন বলেন , মানুষের মনের কথা আমার কাছে এসে পৌঁছনো মাত্রই আমার সাধ্য মতন সেটা পূরণের চেষ্টা করি। এছাড়া মানুষের আনন্দে শামিল না হলেও যে কারোর সমস্যায় আমি বন্ধু। সে কারণেই মানুষ আমাকে ভরসা করে এবং ভালোবাসে বলে তিনি জানান।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.