তৃণমূলের কর্মী সভা আয়োজিত হল দিনহাটায়


শিরোনাম 24 দিনহাটা:
সিতাই বিধানসভার গোসানিমারি দুই নং অঞ্চল এলাকার কাজী নজরুল উচ্চ বিদ্যালয় কর্মী সভা অনুষ্ঠিত করল তৃণমূল কংগ্রেস।আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ রেখে শুক্রবার তৃণমূল কংগ্রেসের কর্মী সভা হয়। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন সিতাই বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের এই কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন বলেন, ধর্মের নামে সুরসুরি দিয়ে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টার পাশাপাশি মানুষে মানুষে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বিভিন্ন রকম ভাবে উস্কানি দিয়ে শান্ত কোচবিহার কে বার বার অশান্তি লাগানোর চেষ্টা করছে বিজেপি। তিনি আরো বলেন , গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক জয়ী হয়ে সাংসদ হয়েছেন। কিন্তু তাকে দেখা যায় না। আখীরে সাধারণ মানুষের কোনো উপকার হচ্ছে না। অধিকাংশ সময় বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক কোচবিহার ছেড়ে দিল্লিতে পড়ে থাকেন। এদিনের এই সভা মঞ্চ থেকে নুর আলম হোসেন আরো বলেন, রেল কে বেসরকারিকরণ করাসহ নানান রকম ক্ষতি কেন্দ্রের বিজেপি সরকার করে চলছে বলে তিনি উল্লেখ করেন। এদিনের কর্মী সভায় লোক ছিল চোখে পড়ার মতন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.