আবির ভট্টাচার্য সিতাই, 15 ডিসেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের আগে বিজেপির কয়েক'শ কর্মী-সমর্থক সিতাই এর বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া র হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে পাশাপাশি মহা মিছিল করল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে দিনহাটা মহকুমার সিতাইয়ে এদিন সকালে এক মহামিছিলের আয়োজন করে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে এদিন তৃণমূল কংগ্রেসের এই মিছিল সিতাই এর বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের এই মহা মিছিলের নেতৃত্ব দেন সিতাই বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া, স্থানীয় নেতা নুর মহম্মদ প্রামানিক সহ প্রমুখ। সিতাই এর বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, এদিন সকালে বিজেপি ছেড়ে নুর মহম্মদ প্রামাণিকের নেতৃত্বে 300 টি পরিবার এর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। পাশাপাশি আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার এর সভা কে সফল করতে কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে এক মহা মিছিল সিতাই ব্লকের বিভিন্ন পথ পরিক্রমা করে বলে তিনি জানান। বিষয়টি নিয়ে নূর মহম্মদ প্রামাণিক বলেন, বর্তমানে সিতাই ব্লক এ বিজেপি বলতে কোন রাজনৈতিক দল এর অস্তিত্ব নেই। আগামী 2021 এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্যে রেখে সকলে মিলে একসঙ্গে মমতা ব্যানার্জীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে একসঙ্গে কাজ করব বলে তিনি উল্লেখ করেন।

