তৃনমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দিনহাটার কৃতী ছাত্র কে সংবোর্ধনা দিল নারায়ন শর্মা


শিরোনাম ২৪ ডেস্ক, দিনহাটা, ৭ জুনঃ মাধ্যমিক পরিক্ষায় রাজ্যে ষষ্ঠ দিনহাটা হাই স্কুলের ছাত্র সুমিত বাগচী কে  তৃনমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সংবোর্ধনা জানালেন দিনহাটা এক ব্লকের আহ্বায়ক নারায়ন শর্মা । মধ্যমিকের এই কৃতী ছাত্রকে তৃনমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে নিশীথ প্রামানিকের নির্দেশে নারায়ন শর্মার নেতৃত্বে প্রায় ১০০ জনের একটি দল সংবোর্ধনা জানায় ।  এদিন রাজ্যে ষষ্ঠ সুমিত বাগচীকে মিষ্টি মুখ করানোর পাশাপাশি একটি সুন্দর ফুলের  তোড়া তাঁর হাতে তুলে দেয় নারায়ন শর্মা ।এই সংবোর্ধনায় উপস্থিত ছিলেন অর্জুন চক্রবর্তী , নাজির হোসেন , বাপি হোসেন , হামিদুল হোসেন , দুলাল শর্মা , সফিকুল ইসলাম সহ প্রমুখ ।  তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা ১ ব্লক আহ্বায়ক নারায়ন শর্মা বলেন , তৃনমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলার সাধারন সম্পাদক নিশীথ প্রামানিকের নির্দেশে তৃনমূল যুব কংগ্রেসের তরফে  মাধ্যমিক পরিক্ষায় রাজ্যে ষষ্ঠ দিনহাটা হাই স্কুলের ছাত্র সুমিত বাগচীকে এদিন সংবোর্ধনা জানানো হয় । নারায়ন বাবু আরো বলেন , রাজ্য তথা দিনহাটার গর্ব এই ছাত্র কে শুধু  সংবর্ধনাই নয় ভবিষ্যতেও তাঁর পাশে তৃনমূল যুব কংগ্রেস আছে বলে তিনি জানান ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.