Monday, 27 December 2021

ফেসবুকে প্রতারনার ফাঁদ , চিন্তায় শিক্ষক

 


আবির ভট্টাচার্য নিউজ ডেস্কঃ  ভুয়ো ফেসবুক একাউন্টের জেরে হয়রানীর শিকার ধুপগুড়ির শিক্ষক। জানা গিয়েছে, ধূপগুড়ি শহরের উত্তর বৈরাতিগুড়ি কালিবাড়ি জুনিয়র হাইস্কুলের অতিথি শিক্ষক অলোক চক্রবর্তীর নামে তারই ছবি ব্যাবহার করে কেউ বা কারা একটি ভুয়ো ফেসবুক একাউন্ট খোলে ।

 সেই ফেসবুক একাউন্টের মাধ্যমে শিক্ষকের নাম ভাঙ্গিয়ে তার পরিচিতদের কাজ থেকে টাকা ধার চায় বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ শিলিগুড়ি সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানায় ধূপগুড়ির স্বনামধন্য ওই শিক্ষক।

 বিষটি নিয়ে শিক্ষক অলোক চক্রবর্তী বলেন, গতকাল দুপুরে একজন পরিচিতর মাধ্যমে প্রথম বিষয়টি জানতে পারেন তিনি। জানতে পেরেই স্বনামধন্য ওই শিক্ষক পুলিশের দ্বারস্থ হন। তিনি বলেন, তারই ছবি ব্যাবহার করে কেউ বা কারা একটি ভুয়ো ফেসবুক একাউন্ট খোলে । সেই ফেসবুক একাউন্টের মাধ্যমে তার পরিচিতদের কাছে বিভিন্ন ভাবে টাকা ধার চাওয়া হয়। পরবর্তিতে তিনি শিলিগুড়ি সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানানানোর পরেও ক্রমাগত তার পরিচিতদের কাছে প্রতারকেরা টাকা ধার চাওয়ায় স্বভাবতই তিনি যথেষ্ট চিন্তিত রয়েছেন। শিলিগুড়ি সাইবার ক্রাইম সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।  

Sunday, 19 December 2021

গুরু গ্রন্থ সাহিবকে অসম্মানের চেষ্টা, মৃত যুবক

 


ওয়েব ডেস্কঃ স্বর্ণ মন্দিরে ঢুকে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবকে অসম্মানের চেষ্টার অভিযোগে উন্মত্তদের হাতে নিহত হলো এক যুবক। ইতিমধ্যেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সং চান্নি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

 জানা গিয়েছে এক যুবক শনিবার স্বর্ণ মন্দিরের ভিতরে প্রবেশ করে রেলিং টপকে পবিত্র গুরু গ্রন্থ সাহিবকে তলোয়ার দিয়ে আসন্মানের চেষ্টা করেন। ঘটনা নজরে পরতেই নিরাপত্তা রক্ষীরা ওই যুবককে আটক করে।

এদিকে ঘটনা চাউর হতেই ব্যাপক ক্ষোভে ফেটে পরে উন্মত্ত জনতা। নিরাপত্তা রক্ষীদের হাতের থেকে ছিনিয়ে এনে ব্যাপক মারধোর করা হয় অভিযুক্তকে। গণধোলাইয়ের জেরে মৃত্যু হয় ওই যুবকের। পরবর্তীতে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।  

 ঘটনা জানতে পেরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি ঘটনার ব্যাপক নিন্দা করে রাজ্য পুলিশকে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন৷

 


বিজ্ঞান কে তাক লাগিয়ে দিয়ে কয়েক দশক অন্নজল মুখে না তুলে ছিলেন সাধু প্রহ্লাদ

 


শিরোনাম ২৪ ডেস্ক, আবির ভট্টাচার্যঃ একটানা একাশি বছর ধরে জল বা অন্ন মুখে না তুলে তাক লাগিয়ে দিয়েছিলেন গুজরাটের এক সাধু। এতগুলো দশক অন্নজল স্পর্শ না করেও অঙ্গপ্রত্যঙ্গই ছিল এক্কেবারে ফিট। যেখানে আর পাঁচজন জল ছাড়া বাঁচবার কথাই ভাবতে পারে না সেখানে টানা এত গুলো বছর অন্নজল স্পর্শ না করার কথা জানিয়েছিলেন গুজরাটের সাধু প্রহ্লাদ জনি।

 

জানা গিয়েছে, ১৯২৯ সালে গুজরাটের মহাসেনা জেলায় জন্ম হয় প্রহ্লাদ জনি র। মাত্র সাত বছর বয়সেই ঘর ছেড়ে জঙ্গলে গিয়ে থাকতে শুরু করেন প্রহ্লাদ। বয়স বারো পেরোতে না পেরোতেই দেবী অম্বার ভক্ত হয়ে ওঠেন। তখন থেকেই মহিলা ভক্তদের মতো সাজপোশাক ধারণ করা শুরু করেন। তাই তাঁর নাম হয় চুনরিওয়ালে মাতা। ১৯৪০ থেকে জল এবং খাওয়া একেবারে বন্ধ করে দেন সাধু প্রহ্লাদ।  

সাধু প্রহ্লাদ জনি বলেছিলেন, সে বছর নবরাত্রির সময় হঠাৎ মাঝরাত্তিরে তার ঘুম ভেঙে যায়। স্বপ্ন না বাস্তব, কিছুই বুঝে উঠতে পারেননি তিনি। শুধু দেখতে পান, তাঁকে দর্শন দিয়েছেন তিন দেবী। মা লক্ষ্মী, মা সরস্বতী ও মা কালী। তাঁরাই সাধু প্রহ্লাদকে খাওয়া-দাওয়া একেবারে ছেরে দেওয়ার নির্দেশ দেন। না খেয়ে কি করে বাঁচবেন? দেবীদের প্রশ্ন করেন প্রহ্লাদ। দেবীরা একে একে তাঁর ঠোঁটে আঙুল রাখেন এবং জানান, আর কোনও দিনও প্রহ্লাদকে খাওয়াদাওয়ার কথা ভাবতে হবে না।

 সম্প্রতি সাধু প্রহ্লাদ এর মৃত্যু হয়। মৃত্যু পর্যন্ত সত্যিই খাবার কখন মুখে তোলেননি তিনি।  

 একবার সাধু প্রাহ্লাদ কে পরীক্ষা করে দেখবার জন্য ডঃ সুধীর শাহ নামে এক চিকিৎসক ২০০৩ সালে আমেদাবাদের একটি হাসপাতালে তাঁকে দশ দিন কড়া নজরে রাখেন।

 জানা যায়, একটি বন্ধ ঘরে সিসিটিভি ক্যামেরা সহ তাঁকে চিকিৎসকদের কড়া নজরদারিতে আটকে রাখা হয়। তবে তাক লাগিয়ে দেওয়া ঘটনা দেখে কার্যত চক্ষু চড়ক গাছ হয় তাদের। তারা দেখেন এই দশদিন সাধু প্রহ্লাদ না কিছু খেয়েছেন না বজ্য ত্যাগ করেছেন।

 জানা যায়, ৯০ বছর বয়সে ২০২০ সালের ২৬ মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

১৯ ডিসেম্বর ২০২১ পঞ্জিকা মতে সারাদিন এক নজরে



সুপ্রভাত..............।


তিথি - আজ রবিবার তিথি অনুযায়ী রয়েছে পূর্নিমা। যা থাকবে ০৯:০০(09:00 AM) পর্যন্ত।

নক্ষত্র - আজ রবিবার থাকবে মৃগশিরা নক্ষত্র। যা চলবে ১৬:৩২(04:32 PM) পর্যন্ত।

যোগ - আজ রবিবার। ১০:৩২(10:32 AM) পর্যন্ত  থাকবে শুভ যোগের প্রভাব।

 আজকের জন্মরাশি - আজকের জন্মরাশি মিথুন।

সূর্যোদয় - আজ   সূর্যোদয় হবে ০৬:১৪(06:14 AM)।

সূর্যাস্ত - সূর্যের অস্ত যাবে ০৪:৫১ টাই(04:51PM)।


Saturday, 18 December 2021

কোটিপতি দিনহাটার ভ্যান চালক

 


দিনহাটা, নিজস্ব সংবাদদাতাঃ ভাগ্য ফিরতে এক মুহুর্ত সময় লাগলো না দিনহাটার সীমান্ত গ্রাম গিতালদহের ভোরাম এর বৃদ্ধ ভ্যান চালক ফজলে মিয়াঁর। জানা গিয়েছে, মাত্র ষাট টাকা দিয়ে লটারি টিকিট কেটে বর্তমানে তিনি কোটিপতি। বিষয়টি জানাজানি হতেই তিনি রিতিমত সেলিব্রেটি হয়ে গিয়েছেন এলাকায়।

  তিনি বলেন, মাঝে মধ্যেই লটারি কেটে ভাগ্য পরিক্ষা করতেন ভ্যান চালক ফজলে মিয়াঁ। শুক্রবার ও তার অন্যথা হয়নি। স্থানীয় একটি লটারি কাউন্টার থেকে ষাট টাকার লটারি টিকিট কাটেন তিনি। সন্ধ্যায় লটারি টিকিট টি মেলাতে গিয়ে রিতি মত চক্ষু চরক গাছ ফজলে মিয়াঁর। একদম প্রথম পুরস্কার এক কোটি টাকা পেয়েছেন তিনি। খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি বেশিক্ষন। এলাকার সাধারণ মানুষ তার বাড়িতে ভিড় জমাতে শুরু করেন। ভয়ে তিনি ছুটে যান গিতালদহ ফাড়ি তে।

 নিরাপত্তার অভাব বোধ করায় সেখান থেকে সোজা দিনহাটা থানায় ছুটে আসেন ফজলে মিয়াঁ। পরবর্তীতে তিনি লটারি টিকিটি দিনহাটা থানায় জমা রাখেন বলে জানা গিয়েছে।

 

বড়ো সাফলতা পেলো দিনহাটা থানার পুলিশ

 


দিনহাটা, নিজস্ব সংবাদদাতাঃ ফের বড়ো সাফল্য দিনহাটা থানার পুলিশের। সুত্র মোতাবেক খবরের ভিত্তিতে একাধিক আগ্নেয়াস্ত্র সহ গুলি, বেআইনি কাফসিরাপ, গাড়ি, বেআইনি মাদক সহ গ্রেফতার দুই জন।

 শনিবার কোচবিহার জেলার পুলিশ সুপার সুমিত কুমার সাংবাদিক সন্মেলন করে এখবর জানান। জানা গিয়েছে, দিনহাটার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় তল্লাশি চালিয়ে ৬ টি বন্দুক সহ ২ জনকে আটক করে দিনহাটা থানার পুলিশ।

 উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র গুলির মধ্যে ৪ টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ১ টি রিভলভার ও ১ টি ওয়ান সাটার বন্দুক উদ্ধার হয়েছে। এছাড়াও আগ্নেয়াস্ত্রের  ম্যাগাজিন, বন্দুকের গুলি, বেআইনি কাফসিরাপ, গাড়ি এমনকি বেআইনি মাদক সমেত ঝন্টু হক ও মনিরুল ইসলাম  দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। এই দলের সঙ্গে কারা কারা জরিত তা খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ।

 

বিজেপি ছেরে পুনরায় তৃনমূলে সিতাইয়ের দুই নেতা



 দিনহাটা, নিজস্ব সংবাদদাতাঃ ফের সিতাই বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন। শনিবার সকালে বিধায়ক তথা তৃণমূল নেতা উদয়ন গুহর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সিতাই এর প্রাক্তন বিজেপি নেতা বিবেক ভদ্র ও ধরণী কান্ত সরকার।

তৃনমূলে যোগদান করে তারা বলেন, সিতাই এলাকায় শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন কর্মী হিসেবে তারা লড়াই করে যাবেন। তারা রজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের কাজে শামিল হয়ে এলাকার উন্নয়ন করতে চান।

 বিষয়টি নিয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিধায়ক উদয়ন গুহ বলেন, তারা পুনরায় দলে ফিরে আসায় সিতাই ব্লক এ সংগঠন আরো শক্তিশালী হলো। আগামীদিনে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বলে তিনি উল্লেখ করেন।

 



দেশ চায় রাম রাজ্যঃ যোগী আদিত্যনাথ

 


আবির ভট্টাচার্য, নিউজ ডেস্কঃ
গোটা দেশে “রাম রাজ্য” গড়ার হুংকার দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি তিনি গোটা দেশকে একসুত্রে বাঁধবার জন্য সবাইকে এক হওয়ার আবেদন জানান। শুক্রবার উত্তর প্রদেশ বিধানসভার শেষ অধিবেশনে দেশে রাম রাজ্য গড়ে তোলার দাবি তুলে হুংকার দেন গেরুয়া বসনধারি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

 তিনি বলেন, সমাজতন্ত্র সবচেয়ে বড় কুসংস্কার। এতে পারিবারিক সমাজতন্ত্র, মাফিয়া সমাজতন্ত্র, নৈরাজ্যবাদী সমাজতন্ত্র, দাঙ্গা সমাজতন্ত্র এবং সন্ত্রাসবাদি সমাজতন্ত্রের মত অনেক প্রতারিত ব্র্যান্ড রয়েছে।

তিনি আরো বলেন, আগেই বলেছি যে এই দেশে কমিউনিজম বা সমাজতন্ত্রের প্রয়োজন নেই। দেশ শুধু রাম রাজ্য চায়। উত্তরপ্রদেশও তাই চায়। রাম রাজ্য মানে যা চিরন্তন সর্বজনীন এবং শাশ্বত। যা পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয় না।

 পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করতে দেখা যায়। তিনি বলেন, সমাজতন্ত্রের আসল মূল্যবোধগুলো তার দলের নেতা এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপলব্ধি করেছিলেন বলে তিনি উল্লেখ করেন।

পঞ্জিকায় আজকের দিন

 


সুপ্রভাত……।


তিথি - আজ শনিবার তিথি অনুযায়ী রয়েছে শুক্ল চতুর্দশী। যা থাকবে ০৬:৫০পর্যন্ত।

 

নক্ষত্র - আজ শনিবার থাকবে রোহিনী নক্ষত্র। যা চলবে ১৩:৫৪ পর্যন্ত।

 

যোগ - আজ শনিবার। ১০:০০পর্যন্ত  থাকবে সাধ্য যোগের প্রভাব।

 

আজকের জন্মরাশি - আজকের জন্মরাশি বৃষ।

 

সূর্যোদয় - আজ প্রায় সর্বত্র সূর্যোদয় হবে ০৬:১৪

সূর্যাস্ত - সূর্যের অস্ত যাবে ০৪:৫১

Friday, 17 December 2021

ক্ষত বিক্ষত দেহ উদ্ধার, পেছনে জমি মাফিয়াদের হাত অনুমান পুলিশের

 


ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতাঃ
ক্যানেলের পাশে যুবকের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করলো ঝাড়গ্রাম থানার পুলিশ। শুক্রবার সকালে ঝাড়গ্রামের দক্ষিণশোলে মাথায় মুখে গভীর ক্ষতচিহ্ন সহ এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে পুলিশে খবর পৌঁছলে পুলিস মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে।

 এদিকে ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে একাধিক গাছে রক্তের দাগ পাওয়া গেছে। তাতে পুলিস নিশ্চিত ঘটনার পিছনে একাধিক ব্যক্তির হাত রয়েছে। নৃশংসভাবে খুনের পিছনে কোনও আক্রোশ কাজ করেছে বলে পুলিসের প্রাথমিক ধারণা।

 পুলিশ সুত্রে জানা গিয়েছে, সম্প্রতি জমি কারবারীদের দৌরাত্ম্য কিছুটা বেড়েছে ঝাড়গ্রামে। সরকারি জমি দখল করে বিক্রি করা, অন্যের জমিতে গিয়ে হুমকি দেওয়ার ঘটনাও ঘটছে। এক্ষেত্রে বেশ কয়েক জায়গায় পুলিস কড়া ব্যাবস্থা গ্রহণ করেছে। বেশ কয়েকজন জমি মাফিয়াকে গ্রেফতারও করেছে পুলিশ। সেই পরিপ্রেক্ষিতে এই খুনের পিছনেও জমি সংক্রান্ত কোনও বিষয় থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম হাপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।

 

নয়া নিয়ম নিয়ে ভাবনা চিন্তা কমিশনের

 


শিরোনাম ২৪ ডেস্ক, 
আবির ভট্টাচার্যঃ সুষ্ঠ ভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বেশ কিছু পদক্ষেপ ভাবতে শুরু করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি ভোটের পরিচয় পত্রর বদলে আধার কার্ড সহ বেশ কিছু নির্বাচনী আইন সংশোধনের পথে হাটছে কেন্দ্র।

জানা গিয়েছে, ভোটার কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণ করা হবে। ভোটারের সম্মতি নিয়ে তবেই ভোটার আধারের সংযুক্তি প্রক্রিয়া চলবে। পাশাপাশি নির্বাচনী আইন কে লিঙ্গনিরপেক্ষ করতে বিশেষ উদ্যোগ নিতে চলেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, সার্ভিস অফিসার দের ক্ষেত্রে এবার কোন মহিলা অফিসার এর স্বামী তার হয়ে ভোট প্রদান করতে পারবেন। যদিও বর্তমানে আইন অনুযায়ী এখন শুধুমাত্র কোন পুরুষ অফিসারের স্ত্রী ভোট দেওয়ার সুযোগ পান। সে ক্ষেত্রে মহিলা সার্ভিস অফিসারের স্বামীকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় না।

  আগামী বছর শুরুতেই অর্থাৎ ১ লা জানুয়ারি থেকে ১৮ বছর বয়সী প্রথমবারের ভোটাররা নাম তোলার জন্য চার বার সুযোগ পাবেন। একগুচ্ছো নয়া প্রকল্পের বাস্তবায়ন হলে নকল ভোটারের বিষয়টি সম্পূর্ণ নিশ্চিহ্ন হওয়ার পাশাপাশি সাধারন ভোটারের ব্যাপক সুবিধে হবে বলে আশাবাদী নির্বাচন কমিশন।

 

স্বস্তি বাংলায়, ওমিক্রন শূন্য পশ্চিমবঙ্গ

শিরোনাম ২৪ঃ  অবশেষে এলো স্বস্তির খবর। এখোনো পর্যন্ত ওমিক্রন শূন্য পশ্চিমবঙ্গ। রাজ্যের প্রথম ওমিক্রন সন্দেহে আক্রান্ত বছর সাতের শিশুর ওমিক্রন রিপোর্ট নেগেটিভ আসে বৃহস্পতিবার । তার বাবা, মা সহ পরিবারের বাকি সদস্যরাও করোনা নেগেটিভ বলে জানা গিয়েছে।


 অন্যদিকে পেট্রাপোল সীমান্ত দিয়ে এ রাজ্যে আসা এক বাংলাদেশি নাগরিকের জিনোম সিকোয়েন্সিংয়ের ফলাফল প্রকাশ্যে আসতেই জানা যায় তিনিও ওমিক্রন আক্রান্ত নন। এর আগে ব্রিটেন ফেরত কলকাতার তরুণীর শরীরেও হদিস মেলেনি ওমিক্রনের। সব মিলিয়ে আপাতত খানিকটা স্বস্তিতেই রয়েছে বঙ্গবাসী। 

 

পঞ্জিকায় আজ কে দিনভর

 

সুপ্রভাত………..।

 


তিথি - আজ শুক্রবার তিথি অনুযায়ী রয়েছে শুক্ল চতুর্দশী। যা থাকবে অহোরাত্র।

 

নক্ষত্র - আজ শুক্রবার থাকবে কৃত্তিকা নক্ষত্র। যা চলবে ১১:২১(11:21 AM) পর্যন্ত।

 

যোগ - আজ শুক্রবার। ০৯:৩২(09:31 AM) পর্যন্ত  থাকবে সিদ্ধ যোগের প্রভাব।

 

আজকের জন্মরাশি - আজকের জন্মরাশি বৃষ।

 

সূর্যোদয় - আজ প্রায় সর্বত্র সূর্যোদয় হবে ০৬:১৩(06:13 AM)।

 

সূর্যাস্ত - সূর্যের অস্ত যাবে ০৪:৫১ টাই(04:51PM)।

Sunday, 2 May 2021

সিতাইয়ে তৃণমূলের এগিয়ে থাকার পেছনে নূর মোহাম্মদ প্রামাণিকের যথেষ্ট গুরুত্ব মনে করছে কর্মীরা

 


শিরোনাম ২৪: সিতাই বিধানসভায় টিএমসি প্রার্থীর ব্যাপক ভোটে এগিয়ে যাওয়া কে ঘিরে দেওয়ালে কান পাতলেই শোনা যাচ্ছে একটাই নাম নূর মহম্মদ প্রামানিক। রাজ্যের ক্ষমতায় আসার আগে থেকেই টিএমসির একনিষ্ঠ কর্মী ছিলেন কোচবিহারের আন্তর্জাতিক সীমান্তবর্তী বিধানসভা সীতাই এর নূর মোহাম্মদ প্রামানিক। দলের জেলাস্তরে তেমন কোনো গুরুত্বপূর্ণ পদে না থাকলেও সিতাই বিধানসভায় অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এলাকার ভোট নির্ভর করে এই সাধারণ মানুষটির উপর। এলাকায় ব্যাপক প্রভাব রয়েছে নূর মোহাম্মদ প্রামাণিকের। পাশাপাশি দেওয়ালে কান পাতলেই শোনা যায় একটাই কথা নূর মোহাম্মদ প্রামানিক যেদিকে থাকবে জিত সেদিকের নিশ্চিত। নিপাট সাদামাটা এই লোকটি এদিন বলেন , মানুষের মনের কথা আমার কাছে এসে পৌঁছনো মাত্রই আমার সাধ্য মতন সেটা পূরণের চেষ্টা করি। এছাড়া মানুষের আনন্দে শামিল না হলেও যে কারোর সমস্যায় আমি বন্ধু। সে কারণেই মানুষ আমাকে ভরসা করে এবং ভালোবাসে বলে তিনি জানান।

Saturday, 6 February 2021

সিতাই বিধানসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসুচী পালন করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব



 শিরোনাম 24, দিনহাটা: জনসংযোগ কর্মসূচি পালিত হল সিতাই বিধানসভার বিভিন্ন এলাকায়। দলীয় সূত্রে জানা গেছে,সিতাই বিধানসভা দিনহাটা এক লোকের পুটিমারী 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকাসহ বিভিন্ন জায়গায় জনসংযোগ কর্মসূচি পালন করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। 

 


 এদিনের এই  জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিতাই বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন সহ  এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের এই গণসংযোগ কর্মসূচিতে আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে জোরকদমে বিভিন্ন এলাকায় প্রচার চালান তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন। পাশাপাশি এদিনের এই গণসংযোগ কর্মসূচিতে এলাকার বাসিন্দাদের নানান সমস্যার সমাধানের চেষ্টা করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলে জানা গেছে। 



 বিষয়টি নিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে জনসংযোগ কর্মসূচি পালন হচ্ছে। পাশাপাশি এলাকার বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার নেতৃত্বে পুটিমারী 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষের সাথে সমস্যা সহ নানান বিষয়ে সাক্ষাৎ করতে এসেছি বলে তিনি উল্লেখ করেন।

Friday, 5 February 2021

তৃণমূলের কর্মী সভা আয়োজিত হল দিনহাটায়


শিরোনাম 24 দিনহাটা:
সিতাই বিধানসভার গোসানিমারি দুই নং অঞ্চল এলাকার কাজী নজরুল উচ্চ বিদ্যালয় কর্মী সভা অনুষ্ঠিত করল তৃণমূল কংগ্রেস।আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ রেখে শুক্রবার তৃণমূল কংগ্রেসের কর্মী সভা হয়। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন সিতাই বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের এই কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন বলেন, ধর্মের নামে সুরসুরি দিয়ে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টার পাশাপাশি মানুষে মানুষে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বিভিন্ন রকম ভাবে উস্কানি দিয়ে শান্ত কোচবিহার কে বার বার অশান্তি লাগানোর চেষ্টা করছে বিজেপি। তিনি আরো বলেন , গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক জয়ী হয়ে সাংসদ হয়েছেন। কিন্তু তাকে দেখা যায় না। আখীরে সাধারণ মানুষের কোনো উপকার হচ্ছে না। অধিকাংশ সময় বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক কোচবিহার ছেড়ে দিল্লিতে পড়ে থাকেন। এদিনের এই সভা মঞ্চ থেকে নুর আলম হোসেন আরো বলেন, রেল কে বেসরকারিকরণ করাসহ নানান রকম ক্ষতি কেন্দ্রের বিজেপি সরকার করে চলছে বলে তিনি উল্লেখ করেন। এদিনের কর্মী সভায় লোক ছিল চোখে পড়ার মতন।

Tuesday, 2 February 2021

তৃণমূলের কর্মীসভা আয়োজিত হল গোসানিমারি তে


 শিরোনাম 24 ডেস্ক: তৃণমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হলো দিনহাটায়। দিনহাটা 1 ব্লকের কর্মী-সমর্থকদের নিয়ে দিনহাটা গোসানিমারি এলাকার একটি ভবনে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন, সিতাই বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, তৃণমূল কংগ্রেস নেতা তথা জেলা পরিষদের কর্মাধক্ষ্য নুর আলম হোসেন, তৃণমূল কংগ্রেসের মেন্টর সুবল রায় সহ্ প্রমুখ। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে বক্তব্য রাখতে দেখা যায়। উপস্থিত সকল নেতৃত্ব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের উন্নয়নের নানান দিক তুলে ধরেন। রাখতে গিয়ে জেলা পরিষদের কর্মাধক্ষ্য নুর আলম হোসেন কৃষি আইন সহ  কেন্দ্রের  বাজেট নিয়ে সোচ্চার হোন। পাশাপশি তিনি বলেন, ধর্ম নিয়ে রাজনীতি করে চলেছে বিজেপি সরকার। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত করছে বিজেপি বলে তিনি উল্লেখ করেন।

Monday, 11 January 2021

নজির বিহীন চড়ুইভাতি করলেন তৃণমূল নেতা



আবির ভট্টাচার্য, দিনহাটা: পরিবারের তরুণদের সাথে চড়ুইভাতি করা ওদের হয়ে ওঠে না ওদের। সচরাচর চড়ুইভাতি তে কেউ  নিতেও চায় না  কারণ ওরা যে বৃদ্ধ - বৃদ্ধা। বয়সের ভারে শুধু ঘর আর বিছানাই সঙ্গী। এমনই ষাটোর্ধ্ব বৃদ্ধ - বৃদ্ধাদের সঙ্গী করে পিকনিক করে নজির গড়লেন জেলা পরিষদের কর্মাধক্ষ্য নূর আলম হোসেন। অভিনব এই পিকনিকের আনন্দে গা ভাসাতে দেখা গেলো  কয়েকশো বৃদ্ধ - বৃদ্ধা কে। জানা গিয়েছে , দিনহাটা 1 ব্লকের শৌলমারী এলাকায় রবিবার রাতে এলাকারই বৃদ্ধ - বৃদ্ধাদের নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা তথা কোচবিহার জেলা পরিষদের কর্মাধক্ষ্য নূর আলম হোসেন চড়ুইভাতি র আনন্দে মাতলেন। দীর্ঘদিন পর চড়ুইভাতি র  আয়োজনে শামিল হতে পেরে ব্যাপক খুশি দেখা গেলো ওই বৃদ্ধ - বৃদ্ধা দের। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা নূর আলম হোসেন বলেন, ষাটোর্ধ্ব বৃদ্ধ - বৃদ্ধাদের সঙ্গী করে চড়ুইভাতি র মতন আনন্দে শামিল হতে পেরে খুবই ভালো লাগলো। তিনি আরো বলেন, শতাধিক বৃদ্ধ - বৃদ্ধাদের সঙ্গী করে চড়ুইভাতি আয়োজন করা হয়েছিলো দিনহাটার শৌলমারী এলাকায়। ভবিষ্যতে এমন নজিরবিহীন চড়ুইভাতি আরো হবে বলে তিনি জানিয়েছেন।

Thursday, 7 January 2021

সাংবাদিক নিগ্রহ এর প্রতিবাদে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে দিনহাটা প্রেসক্লাব

 


আবির ভট্টাচার্য, দিনহাটা: ময়নাগুড়িতে সাংবাদিক নিগ্রহ করার প্রতিবাদে দিনহাটা প্রেস ক্লাবের তরফ থেকে ডেপুটেশন দেওয়া হল দিনহাটা মহকুমা শাসকের কাছে। প্রসঙ্গত সম্প্রতি ময়নাগুড়ি এলাকার সাংবাদিককে থাপ্পড় মারে শাসকদলের বিধায়ক অনন্তদেব। এই ঘটনার প্রতিবাদে এদিন দিনহাটা প্রেস ক্লাবের সকল সদস্য রা দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেয়। এদিন মহকুমা শাসকের দপ্তরে সংগঠনের তরফে উপস্থিত ছিলেন, হরিপদ রায়, সুমন মন্ডল, আবির ভট্টাচার্যী, প্রসেনজিৎ সাহা, প্রশান্ত সাহা, রাহুল দেব বর্মন, মিল্টন সরকার সহ প্রমুখ। ডেপুটেশন জমা দিয়ে দিনহাটা প্রেস ক্লাবের তরফ এ হরিপদ রায় বলেন, সাংবাদিককে নিগ্রহ মানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এর উপর আক্রমণ। নিন্দনীয় এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।নেওয়া যায় বর্তমান গণতন্ত্রের কি অবস্থা। বিষয়টিতে অতি শীঘ্রই অভিযোগ পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দুয়ারে সরকার পালিত হলো গিতালদহে

 


আবির ভট্টাচার্য, দিনহাটা: রাজ্য সরকারের নির্দেশ মেনে দিনহাটা এক ব্লকের গীতালদহ 1 ও গীতালদহ 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার কর্মসূচি পালিত হল। এদিন সরকারি প্রতিনিধিরা ও গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে থাকা প্রধান উপপ্রধান সহ সকলেই উপস্থিত ছিল বলে জানা গেছে। এদিন গীতালদহ এলাকার স্কুল মাঠে দুয়ারে সরকার কর্মসূচি পালন হয়। গীতালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা দিনহাটার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা আবু আল আজাদ বলেন, দুয়ারে সরকার কর্মসূচি সরকারের নির্দেশ মেনে পালন করা হয়। এদিনের এই কর্মসূচিতে সীমান্ত সংলগ্ন এই গ্রাম পঞ্চায়েত এলাকার দূর-দূরান্ত থেকে মানুষ তাদের নানান জরুরী কাজ নিয়ে হাজির হয়।কম বেশী সকলেরই জরুরী কাজ এই দোয়াটি সরকার কর্মসূচির মাধ্যমে পূরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যের মানুষের জন্য নানান উন্নয়ন মূলক কাজ ও সহযোগিতা করে যাচ্ছে তা বিগত দিনে কেউ করতে পারেনি। এই দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের উপকার হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

Sunday, 3 January 2021

সিতাই এ পথ সভা করলেন বিধায়ক


 আবির ভট্টাচার্য, সিতাই: বিধানসভা নির্বাচনকে পাখির চোখ রেখে দিনহাটা মহকুমার সিতাই বিধানসভার এলাকার পাগলারহাট এলাকায় পথসভা করল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, রবিবার সিতাই বিধানসভার চামটা গ্রাম পঞ্চায়েতের পাগলারহাট এলাকায় পথসভা করে সিতাই বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এদিন এই পথসভা কে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম লক্ষ করা যায়। বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ছাড়াও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিল। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন উন্নয়নমূলক কাজ কেউ করতে পারবেন না। সাধারণ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি পদক্ষেপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন। এছাড়াও তিনি তৃণমূল সরকারের উন্নয়নের নানান দিক তুলে ধরেন। পাশাপাশি তিনি এদিনের এই সভা থেকে কৃষি আইন সহ কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি তোপ দাগেন। রেলে কে বেসরকারিকরণ করা ছাড়াও বিজেপি সরকারের কৃষি বিল এর প্রতি তাকে সোচ্চার হতে দেখা যায়।