Friday, 17 December 2021

ক্ষত বিক্ষত দেহ উদ্ধার, পেছনে জমি মাফিয়াদের হাত অনুমান পুলিশের

 


ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতাঃ
ক্যানেলের পাশে যুবকের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করলো ঝাড়গ্রাম থানার পুলিশ। শুক্রবার সকালে ঝাড়গ্রামের দক্ষিণশোলে মাথায় মুখে গভীর ক্ষতচিহ্ন সহ এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে পুলিশে খবর পৌঁছলে পুলিস মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে।

 এদিকে ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে একাধিক গাছে রক্তের দাগ পাওয়া গেছে। তাতে পুলিস নিশ্চিত ঘটনার পিছনে একাধিক ব্যক্তির হাত রয়েছে। নৃশংসভাবে খুনের পিছনে কোনও আক্রোশ কাজ করেছে বলে পুলিসের প্রাথমিক ধারণা।

 পুলিশ সুত্রে জানা গিয়েছে, সম্প্রতি জমি কারবারীদের দৌরাত্ম্য কিছুটা বেড়েছে ঝাড়গ্রামে। সরকারি জমি দখল করে বিক্রি করা, অন্যের জমিতে গিয়ে হুমকি দেওয়ার ঘটনাও ঘটছে। এক্ষেত্রে বেশ কয়েক জায়গায় পুলিস কড়া ব্যাবস্থা গ্রহণ করেছে। বেশ কয়েকজন জমি মাফিয়াকে গ্রেফতারও করেছে পুলিশ। সেই পরিপ্রেক্ষিতে এই খুনের পিছনেও জমি সংক্রান্ত কোনও বিষয় থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম হাপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।

 

No comments:

Post a Comment