Saturday, 18 December 2021

বিজেপি ছেরে পুনরায় তৃনমূলে সিতাইয়ের দুই নেতা



 দিনহাটা, নিজস্ব সংবাদদাতাঃ ফের সিতাই বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন। শনিবার সকালে বিধায়ক তথা তৃণমূল নেতা উদয়ন গুহর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সিতাই এর প্রাক্তন বিজেপি নেতা বিবেক ভদ্র ও ধরণী কান্ত সরকার।

তৃনমূলে যোগদান করে তারা বলেন, সিতাই এলাকায় শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন কর্মী হিসেবে তারা লড়াই করে যাবেন। তারা রজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের কাজে শামিল হয়ে এলাকার উন্নয়ন করতে চান।

 বিষয়টি নিয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিধায়ক উদয়ন গুহ বলেন, তারা পুনরায় দলে ফিরে আসায় সিতাই ব্লক এ সংগঠন আরো শক্তিশালী হলো। আগামীদিনে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বলে তিনি উল্লেখ করেন।

 



No comments:

Post a Comment