আবির ভট্টাচার্য, দিনহাটা: পরিবারের তরুণদের সাথে চড়ুইভাতি করা ওদের হয়ে ওঠে না ওদের। সচরাচর চড়ুইভাতি তে কেউ নিতেও চায় না কারণ ওরা যে বৃদ্ধ - বৃদ্ধা। বয়সের ভারে শুধু ঘর আর বিছানাই সঙ্গী। এমনই ষাটোর্ধ্ব বৃদ্ধ - বৃদ্ধাদের সঙ্গী করে পিকনিক করে নজির গড়লেন জেলা পরিষদের কর্মাধক্ষ্য নূর আলম হোসেন। অভিনব এই পিকনিকের আনন্দে গা ভাসাতে দেখা গেলো কয়েকশো বৃদ্ধ - বৃদ্ধা কে। জানা গিয়েছে , দিনহাটা 1 ব্লকের শৌলমারী এলাকায় রবিবার রাতে এলাকারই বৃদ্ধ - বৃদ্ধাদের নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা তথা কোচবিহার জেলা পরিষদের কর্মাধক্ষ্য নূর আলম হোসেন চড়ুইভাতি র আনন্দে মাতলেন। দীর্ঘদিন পর চড়ুইভাতি র আয়োজনে শামিল হতে পেরে ব্যাপক খুশি দেখা গেলো ওই বৃদ্ধ - বৃদ্ধা দের। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা নূর আলম হোসেন বলেন, ষাটোর্ধ্ব বৃদ্ধ - বৃদ্ধাদের সঙ্গী করে চড়ুইভাতি র মতন আনন্দে শামিল হতে পেরে খুবই ভালো লাগলো। তিনি আরো বলেন, শতাধিক বৃদ্ধ - বৃদ্ধাদের সঙ্গী করে চড়ুইভাতি আয়োজন করা হয়েছিলো দিনহাটার শৌলমারী এলাকায়। ভবিষ্যতে এমন নজিরবিহীন চড়ুইভাতি আরো হবে বলে তিনি জানিয়েছেন।

