সিতাই এ পথ সভা করলেন বিধায়ক


 আবির ভট্টাচার্য, সিতাই: বিধানসভা নির্বাচনকে পাখির চোখ রেখে দিনহাটা মহকুমার সিতাই বিধানসভার এলাকার পাগলারহাট এলাকায় পথসভা করল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, রবিবার সিতাই বিধানসভার চামটা গ্রাম পঞ্চায়েতের পাগলারহাট এলাকায় পথসভা করে সিতাই বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এদিন এই পথসভা কে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম লক্ষ করা যায়। বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ছাড়াও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিল। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন উন্নয়নমূলক কাজ কেউ করতে পারবেন না। সাধারণ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি পদক্ষেপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন। এছাড়াও তিনি তৃণমূল সরকারের উন্নয়নের নানান দিক তুলে ধরেন। পাশাপাশি তিনি এদিনের এই সভা থেকে কৃষি আইন সহ কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি তোপ দাগেন। রেলে কে বেসরকারিকরণ করা ছাড়াও বিজেপি সরকারের কৃষি বিল এর প্রতি তাকে সোচ্চার হতে দেখা যায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.