আবির ভট্টাচার্য, দিনহাটা: রাজ্য সরকারের নির্দেশ মেনে দিনহাটা এক ব্লকের গীতালদহ 1 ও গীতালদহ 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার কর্মসূচি পালিত হল। এদিন সরকারি প্রতিনিধিরা ও গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে থাকা প্রধান উপপ্রধান সহ সকলেই উপস্থিত ছিল বলে জানা গেছে। এদিন গীতালদহ এলাকার স্কুল মাঠে দুয়ারে সরকার কর্মসূচি পালন হয়। গীতালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা দিনহাটার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা আবু আল আজাদ বলেন, দুয়ারে সরকার কর্মসূচি সরকারের নির্দেশ মেনে পালন করা হয়। এদিনের এই কর্মসূচিতে সীমান্ত সংলগ্ন এই গ্রাম পঞ্চায়েত এলাকার দূর-দূরান্ত থেকে মানুষ তাদের নানান জরুরী কাজ নিয়ে হাজির হয়।কম বেশী সকলেরই জরুরী কাজ এই দোয়াটি সরকার কর্মসূচির মাধ্যমে পূরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যের মানুষের জন্য নানান উন্নয়ন মূলক কাজ ও সহযোগিতা করে যাচ্ছে তা বিগত দিনে কেউ করতে পারেনি। এই দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের উপকার হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

