Header Ads

রেলওয়ে মাল গুদাম শ্রমিক সংগঠনের তরফে বিরাট সম্মেলন কোচবিহারে

কোচবিহার ২৯ সেপ্টেম্বর: ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সংগঠনের কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হলো কোচবিহারে। খাগড়াবাড়ি এলাকায় শালবনি ভবনে রবিবার এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের এই সম্মেলনের শুভ সূচনা করেন সংগঠনের সর্বভারতীয় দায়িত্বপ্রাপ্ত নেতা মনোরঞ্জন কুমার। এদিনের এই সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্টার্ন রেলওয় জোনের সভাপতি অভিষেক বর্মা, ইস্টার্ন রেলওয়ে জোনের সম্পাদক অরিন্দম তালুকদার, কাশীনাথ গায়েন, শানু কর্মকার, দীপায়ন পাল সহ আরো অনেকে।  এদিনের এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সর্বভারতীয় নেতা মনোরঞ্জন কুমার সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি আগামী দিনে কিভাবে সংগঠনকে আরও মজবুত করতে হবে সে বিষয়েও আলোচনা করেন। তিনি বলেন, আগামী দিনে রেলওয়ের শ্রমিক সংগঠনের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে একাধিক কর্ম সূচী রয়েছে । যেমন আংশিক সময়ের কর্মীদের স্থায়ী করন , সম বেতন কাঠামো সহ বেশ কিছু দাবি নিয়ে খুব শীঘ্রই সোচ্চার হবেন তারা । রেলওয়ের শ্রমিক সংগঠনের কর্তা মনোরঞ্জন কুমার সাহেব আরো বলেন , খুব শীঘ্রই সংগঠনের সন্মেলনে ভারতীয় রেল মন্ত্রী উপস্থিত থাকবেন । তিনি আশাবাদী রেল মন্ত্রী পীযূষ গোয়েল বেশ কিছু নতুন দাবী দাওয়ায় সরকারি স্বীকৃতি দেবেন । যদিও ইতিমধ্যেই সংগঠনের একাধিক দাবি দাওয়া মেনে নিয়েছে রেল দপ্তর । সে জন্য সংগঠনের এই শীর্ষ নেতা মনোরঞ্জন কুমার ধন্যবাদ জানান।

No comments

Powered by Blogger.