শিরোনাম 24 ডেস্ক, ৭ সেপ্টেম্বর: বিধায়কের থেকেও জনপ্রিয়তার শীর্ষে সিতাইয়ের প্রতিবাদী নেতা নূর মোহাম্মদ প্রামাণিকের। সম্প্রতি এমনই এক তথ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ফেসবুকের বিভিন্ন পেজে এক সমীক্ষার জেরে দেখা গেছে প্রায় ৬৫ শতাংশ মানুষের সমর্থন জুটিয়েছেন সিতাইয়ে র এই প্রতিবাদী নেতা নূর মোহাম্মদ প্রামানিক। দিনহাটা মহকুমা র সিতাইয়ের "চামটা" ফেসবুক পেজে আগামীদিনের টি এম সি নেতা হিসেবে আপনি কাকে দেখতে চান তা জানতে চাওয়া হলে প্রায় তিন শতাংশ হারে এগিয়ে থাকতে দেখা যায় এই নেতা কে। ফেসবুকের ওই পোস্টে সিতাই এর বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া ও সিতাই এর প্রতিবাদী টি এম সি নেতা নুর মোহাম্মদ প্রামানিক কে নির্বাচনের সুযোগ দেওয়া হয়। ফলাফলে দেখা যায় বিধায়ক কে পেছনে ফেলে ৬৫শতাংশ পায় নুর মোহাম্মদ প্রামানিক ও মাত্র ৩৫ শতাংশ ভোট পায় বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। তথ্য বিজ্ঞ মহলের মতে ফেসবুকের মত গুরুত্বপূর্ণ একটি সোশ্যাল মিডিয়ায় উঠে আসা এই চাঞ্চল্যকর তথ্য র প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে। বিষয়টা নিয়ে নূর মোহাম্মদ প্রামাণিক বলেন, মানুষের জন্য এতদিন কাজ করে গেছি আগামীতেও তাদের সুখ দুঃখ আনন্দ-ফুর্তিতে পাশে থাকবো। সিতাই এর বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া কে বিষয়টি নিয়ে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

