Monday, 29 July 2019

পুজোর খুঁটি পুজো কে ঘিরে সাজো সাজো রব

দিনহাটা, 29 জুলাই: পুজোর খুঁটি উদ্বোধন কে ঘিরে সাজো সাজো রব দিনহাটায়। হাতে গোনা মাত্র কয়েক দিন বাকি দুর্গাপূজার তারই আগে দিনহাটা সিতাই এর ড্রিমল্যান্ড ক্লাবের খুঁটি পুজো ও পোস্টার ওপেনিং কে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেল স্থানীয় বাসিন্দাদের। এদিন সিতাই এর ড্রিমল্যান্ড ক্লাব ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এক সভার মাধ্যমে দুর্গোত্সবের শুভ সূচনা করে। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল এলাকার বিশিষ্ট সমাজসেবী নুর মোহাম্মদ প্রামানিক, পরিমল রায়, ক্লাব কর্তৃপক্ষ তাপস দাস ব্যবসায়ী সমিতির দায়িত্বপ্রাপ্ত নিরঞ্জন কুন্ডু সহ এলাকার বিশিষ্ট জনেরা। সভা মঞ্চ থেকে বিশিষ্ট সমাজসেবী নুর মোহাম্মদ প্রামানিক, পরিমল রায় বলেন সৌহার্দ্য ও সম্প্রীতি অটুট মেল বন্ধনে দুর্গাপুজোর উৎসবে মেতে ওঠে আপামর বঙ্গবাসী তথা বাঙালির জাতীয় এই উৎসব কোন হিন্দু না মুসলিম না উৎসব সকলের।
বক্তব্য রাখতে গিয়ে নুর মোহাম্মদ মানিক বলেন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব এ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সাথে সকলের এক অপূর্ব মেলবন্ধন সৃষ্টি হয়। হাতে গোনা মাত্র কয়েকদিন বাদেই মায়ের আগমন। তারই আয়োজনের এদিন শুভ সূচনা করে এলাকাজুড়ে উৎসবের বার্তা তিনি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার আবেদন জানান। সমাজসেবী পরিমল রায় বলেন, হিন্দু মুসলিম সৌভ্রাতৃত্বের এই উৎসবে সকলকে শুভেচ্ছার পাশাপাশি এই উৎসব এর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

Sunday, 28 July 2019

কাট মানি ফেরতের ভয়ে পালালেন বিধায়ক, বলছে বিজেপি

কুচবিহার, 28 জুলাই: কাঠ মানির টাকা ফেরতের ভয় বাড়ি ছেড়ে পালালেন বিধায়ক । এমনই অভিযোগ তুলে সোচ্চার হলো সিতাই এর বিজেপি কর্মী সমর্থকরা। রবিবার দুপুরে কুচবিহারের দিনহাটা সিতাই বিধানসভা এলাকায় বেসিক স্কুলের মাঠে প্রায় দশ হাজার কর্মী-সমর্থক নিয়ে এক বৈঠকের পর পথে নামল বিজেপির কর্মী-সমর্থকেরা। 

এদিনের এই বৈঠক ও মিছিলে কার্যত তুলোধোনা করে সিতাই এর বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া কে । এদিনের বিজেপির তরফে আয়োজিত এই সভা সহ মিছিল এর পরিচালনায় দেখা যায় নূর মোহাম্মদ প্রামানিক পরিমল বর্মন কে ।  এলাকার 2 প্রভাবিত বিজেপি নেতার নেতৃত্বে কয়েক হাজার কর্মী সমর্থক এ দিন সভাসহ মিছিলে পা মেলান। এলাকার দাপট এ বিজেপি নেতা নূর মোহাম্মদ প্রামানিক ও পরিমল বর্মন এর নেতৃত্বে প্রায় 10 হাজার কর্মী সমর্থক নিয়ে এক মিছিল সিতাই বিধানসভা বিভিন্ন পথ পরিক্রমা করে। পথ পরিক্রমা কালে সীতাই এর তৃণমূল বিধায়ক জার্মানির বিরুদ্ধে নানা দুর্নীতির স্লোগান শুনতে পাওয়া যায়।  দিন কয়েক আগে দীর্ঘদিন ঘরছাড়া এই তৃণমূল বিধায়ক বিরাট পুলিশি পাহারা নিয়ে সিতাই এর হাসপাতাল সংলগ্ন নিজ বাসভবনে আসে। কিন্তু গতকাল মধ্যরাত থেকেই সিতাই এর বিধানসভার বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া কে তার নিজস্ব বাসভবনে দেখা যায়নি। বিজেপির সিতাই বিধানসভা দুই নেতা নূর মোহাম্মদ প্রামাণিক ও পরিমল বর্মণ বলেন, সিতাই এর আপামর জনসাধারণের কাছ থেকে দীর্ঘদিন ধরে বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া বিভিন্নভাবে কাট মানির টাকা তুলেছেন। দীর্ঘদিন ধরেই সিতাই এর বিধায়ক সিতাই এ নিজের বাড়ি ছেড়ে অজ্ঞাতবাসে ছিলেন।

 সে সময় কয়েক হাজার প্রতারিত রা বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া কে সীতাই ফিরে এসে তাদের কাট মানির টাকা ফেরতের জন্য এক মিছিল করেন। সেই মিছিল হওয়ার কয়েক মাস পর সিতাই এর বিধায়ক জগদিশ বর্মা বসুনিয়া যখন তার নিজ বাসভবনে ফিরে আসেন তখন প্রতারিত তার কাছে কাট মানির টাকা ফেরত চাইলে জন চক্ষুর অন্তরালে নিজের বাড়ি ছেড়ে পালিয়ে যান বলে তারা উল্লেখ করেন।  এমনকি বিজেপির এই দুই নেতা আরো বলেন, সাধারণ মানুষ চাইছে আবার বিধায়ক ফিরে তাদের কাট মানি টাকা ফেরত দিক। এমন কি নূর মোহাম্মদ প্রামানিক ও পরিমল বর্মন আরো বলেন, জগদীশবাবু যেদিন সিতাই এ আসবেন প্রতারিত না সেদিন থেকে তার বাড়ির সামনে কাট মানি টাকা ফেরতের দাবিতে অনশনে বসবে বলে সাফ জানিয়ে দেন।  বিষয়টি নিয়ে সিতাই এর বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া কে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। তৃণমূলের সংশ্লিষ্ট নেতৃত্ব বলেন, বিজেপি লোকসভা নির্বাচনে জয় লাভের পর নিজেদের গায়ের জোর দেখিয়ে নানান সমাজ বিরোধী কর্মকাণ্ড শুরু করেছে। জগদীশ বর্মা বসুনিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ  কে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় সংশ্লিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

Tuesday, 16 July 2019

ধর্ষণের বিরুদ্ধে পথে নামল সমাজসেবী সংগঠন এ কেএস

শিরোনাম 24, দিনহাটা সুদীপ্ত রায় , ১৬ জুলাই : গত 10 ই জুলাই অন্তঃসত্বা অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন গোসানিমারি কালিয়াগঞ্জ গ্রামের একটি 13 বছরের নাবালিকা কন্যা। হাসপাতলে ভর্তি হওয়ার সময় সে সাত মাসের অন্তঃসত্তা ছিলো । ঘটনার বিবরণে তার মা সন্ধ্যা সূত্রধরের কাছ থেকে জানা যায়,গত 7 মাস আগে মানিক মোদক ও জগদিশ মোদক নামে প্রতিবেশী দুই যুবক মেয়েটিকে প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে মায়ের বাড়িতে না থাকার সুযোগ নিয়ে। মেয়েটির বাবা গত দু'বছর থেকে নিখোঁজ।ভয়ে মেয়েটির মুখ না খুললেও তার অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ছড়িয়ে পড়তেই মানিক ও জগদিশ এর নাম বেরিয়ে আসে। এই ঘটনায় লিখিত অভিযোগ দিনহাটা পুলিশ থানায় জানালেও এখনো অধরাই থেকে গেছে দোষী রা। এই ঘটনার প্রতিবাদে আজ গোসানিমারি জুড়ে AKS সংস্থার তরফ থেকে প্রায় শতাধিক যুবক-যুবতীরা বিক্ষোভ মিছিল বের করে। পুলিশের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানায় তারা।এই বিক্ষোভ মিছিল গোসানিমারি বাজার ঘুরে আদাবারি ঘাটের দিকে যায়।

সমাজসেবী সংগঠন এ কেএস এর তরফে মরণ মন্ডল বলেন, দিনকে দিন ধর্ষণের মতো ভয়ানক অপরাধ সমাজে বেড়েই চলেছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় দোষীরা ক্ষমতা অথবা টাকার জোরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেরকম ঘটনা যাতে গোসানিমারি বুকে না ঘটে তার জন্য তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। 

Thursday, 11 July 2019

বিজেপির সভা ঘিরে প্রস্তুতি কুচবিহারের চার জায়গায়

শিরোনাম 24 ডেস্ক , 11 জুলাই: বিজেপির সভা পথসভা সহ বেশ কয়েকটি কর্মসূচিকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে কোচবিহারের বিভিন্ন জায়গায়। দলীয় সূত্রে জানা গেছে, আগামী 13 জুলাই কোচবিহারের মাথাভাঙ্গা শীতলকুচি সিতাই সহ দিনহাটা য় সভা পথ সভা সহ  বেশ কিছু কর্মসূচি পালন করতে চলেছে বিজেপি। বিজেপির এই কর্মসূচি তে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কোচবিহারের নব্য সাংসদ নিশিত প্রামানিক, বিজেপির জেলা সভাপতি মালতি রাভা সহ দলীয় নেতৃত্ব অশোক মন্ডল, দীপ্তিমান সেনগুপ্ত,  নূর মোহাম্মদ প্রামানিক, পরিমল রায় সহ একাধিক নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থকরা থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। দিনহাটার বিজেপি নেতা অশোক মন্ডল বলেন, দিনহাটা শহরে সংহতি ময়দানে জনসভা করার ইচ্ছে থাকলেও রথের মেলা চলার দরুণ মাঠ খালি না পাওয়ায় শহরের পাঁচমাথা মোড়ে পথসভার আয়োজন করা হয়েছে। এই পথসভা কার্যত জনসভায় পরিণত হবে বলে তিনি আশাবাদী। পাশাপাশি এই কর্মসূচিকে সফল করতে ইতিমধ্যেই প্রচারে নেমে গেছে দিনহাটার বিজেপি নেতৃত্ব। কার্যত তৃণমূলের গড় সিতাই এ র তামাক হাটি এলাকায় বিজেপির জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি দেখা যায়। সিতাই এর বিজেপি নেতা নুর মোহাম্মদ প্রামানিক , পরিমল রায়, নুর ইসলাম বাবু বলেন, কয়েক হাজার লোকের জমায়েত হবে আগামী 13 তারিখ। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও কোচবিহারের সেলিব্রেটি সাংসদ নিশীথ প্রামাণিকের এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করা হবে। সিতাই তথা কোচবিহারে র মধ্যে এত লোক নিয়ে এরকম জনসভা খুব কম হয়েছে। তারই প্রস্তুতি চলছে বলে জানান। পাশাপাশি বিজেপির এই কর্মসূচিতে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া পুলিশি পাহারার ব্যবস্থা থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 

Tuesday, 9 July 2019

তৃণমূলের গড়ে একের পর এক দখল বিজেপির

শিরোনাম 24 , 9 জুলাই: প্রায় 35 হাজার ভোটে লিড পাওয়ার পরেও সিতাই বিধানসভা এলাকায় একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল বিজেপি র। গতকাল সিতাই এর বিজেপি নেতা নূর মহম্মদ প্রামানিক ও পরিমল রায়ের নেতৃত্বে এক নং গ্রাম পঞ্চায়েত দখলের পর এদিন 2 নং গ্রাম পঞ্চায়েত দখল করলো বিজেপি। জানা গিয়েছে সিতাই 2 নং গ্রাম পঞ্চায়েত এর দুই জন পঞ্চায়েত সদস্য বাদে বাকি পঞ্চায়েত সদস্য সহ গ্রাম পঞ্চায়েত প্রধান কুসুম বর্মন বিজেপি তে যোগদান করায় এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে চলে যায়। এদিন গ্রাম পঞ্চায়েত কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে কাজ শুরু করতে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , বিজেপি নেতা নূর ইসলাম বাবু , মনোরঞ্জন , কৃষ্ণ দাস , সহ একাধিক বিজেপি নেতা ও কর্মী। নব্য বিজেপিতে যোগদান কারী এই গ্রাম পঞ্চায়েত বলেন , দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নে মুদ্ধ হয় বিজেপিতে যোগদান করে আজ থেকে  কাজ শুরু হলো। কোচবিহারের বিজেপি সাংসদ তথা দাপুটে যুব নেতা নিশীথ প্রামানিক বিজেপি তে যোগদানের পর জেলায় বিজেপি চাঙ্গা হয় ওঠে। রাজনীতি বিমুখ ব্যক্তিরা ও নিশীথ প্রামানিক বিজেপি তে যোগ দানের পর বিজেপি তে যোগদান করছে বলে দলীয় নেতা র বলেন। কোচবিহারের কম বেশি অনেক বিধানসভায় বিজেপি লোকসভা নির্বাচনে লিড করলেও সিতাই বিধানসভা এলাকায় মুখ থুবড়ে পড়ে বিজেপি। কিন্তু লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হতে না হতেই  সিতাই বিধানসভায় বিজেপির বিজয় মিছিল সহ একাধিক ঘটনা খবরের শিরোনামে আসে। শুরু হয়ে যায় একের পর এক বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনা। আহত হয় একাধিক দুই পক্ষের কর্মী সমর্থক। লোকসভা নির্বাচনে প্রায় 35 হাজার ভোটে তৃণমূল লিড করলেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি । এলাকার ছাড়ে তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়া। ভাঙচুর করা হয় শাসক দলের বিধায়ক জগদীশ বসুনিয়া র বাড়ি। এক সপ্তাহের মধ্যেই ফের স্বাভাবিক ছন্দে ফিরে আসে কোচবিহারের দিনহাটার সিতাই বিধানসভা।  এর পরেই এলাকার বিজেপি নেতা তথা নিশীথ প্রামানিক অনুগামী নূর মহ: প্রামানিক , পরিমল বর্মন ও এলাকার বিজেপি নেতৃত্তে একের পর এক গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে নিতে দেখা যায় বিজেপি কে। নূর মোহাম্মদ প্রামানিক বলেন , সাংসদ নিশীথ প্রামানিক ও দেশের বিজেপি নেতৃত্তের শিষ্টাচার ও শৃঙ্খলা পরায়নতা দেখে একাধিক প্রাক্তন তৃণমূল নেতৃত্ব ও গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ একাধিক পঞ্চায়েত কর্মী ও কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করছে। যেহেতু পঞ্চায়েত কর্মী সহ প্রধান উপপ্রধান বিজেপিতে যোগদান করছে সেই কারণে ই একের পর এক গ্রাম পঞ্চায়েত বিজেপির দলে আসছ। তিনি আরো বলেন, সিতাই এর তৃণমূল নেতৃত্ব তথা বিধায়ক সাধারণ মানুষকে দীর্ঘদিন নিপীড়ন করেছে। সেই কারণেই সিতাই বাসী তাকে তার যোগ্য জবাব দিয়েছে। বিধায়কের অত্যাচারে অত্যাচারিত প্রতিটি মানুষ তৃণমূল ছেড়ে বিজেপি হচ্ছে বলে তিনি সাফ জানিয়ে দেন। পরিমল বর্মন বলেন , জগদীশ বসুনিয়া তার হার্মাদ বাহিনী দিয়ে এলাকায় সন্ত্রাসের রাজত্ব স্থাপন করেছিলো। কিন্তু বিজেপি ক্ষমতায় আসতেই মানুষ প্রতিবাদ শুরু করে। তিনি উল্লেখ করেন , এলাকার অধিকাংশ গ্রাম পঞ্চায়েত আগে তৃণমূলের দখলে থাকলেও বর্তমানে বিজেপির দখলে আসে বলে তিনি জানান। 

Saturday, 6 July 2019

বেকারত্বের সমস্যা ঘুচবেই : নিশীথ

শিরোনাম 24, দিনহাটা, 6জুলাই : নবনির্বাচিত বিজেপির তরুণ সাংসদ নিষেধ প্রামাণিককে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো বড়শাক দল এলাকায়। শনিবার এই সংবর্ধনা সভা কে কেন্দ্র করে এলাকায় সকাল থেকেই সাজো সাজো রব দেখা যায়। বিজেপির নেতাকর্মীদের এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, দীপ্তিমান সেনগুপ্ত, মদন মোহন গোস্বামী সহ প্রমুখ বিজেপি নেতৃত্ব। এই সংবর্ধনা সভায় বিজেপির যুব মোর্চার কর্মী শুকদিপ সাহা সহ একাধিক কর্মী সমর্থক। প্রবল বৃষ্টি কে উপেক্ষা করে এই সংবর্ধনা সভায় কয়েক্ হাজার কর্মী সমর্থক ভিড় জমান। এদিনের এই সংবর্ধনা সভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সোচ্চার হতে দেখা যায় তরুণ সাংসদ নিশিথ প্রামাণিক কে। পাশাপাশি নাম না করে একাধিকবার পিসি ভাইপো প্রাইভেট কোম্পানি বিরুদ্ধে কাট মানির অভিযোগ তুলতে দেখা যায় জেলার এই তরুণ নেতা কে। এদিনের এই সভামঞ্চ এই বিজেপির শিক্ষা সেলে একাধিক শিক্ষক যোগদান করে। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার অন্যতম বিজেপি নেতা তথা কুচবিহার সাংসদ নিশিথ প্রামানিক বলেন, প্রথমবার লোকসভা অধিবেশন এ যোগদান করে তিনি কোচবিহারের নানা সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি নারায়ণী সেনা র প্রসঙ্গ তোলেন।  তিনি আরো বলেন, গুজরাট রাজস্থান দিল্লি কিংবা দক্ষিণের বিভিন্ন শহরে তিনি যখন কুচবিহারের ছেলেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে দেখেন তখন তার খুব কষ্ট হয়। তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, এতদিন ক্ষমতায় থেকেও কুচবিহার থেকে কাকদ্বীপ কোন এলাকার বেকার যুবক সম্প্রদায়ের কষ্টের কথা তারা ভাবেন নি। তাই নির্বাচনের প্রাক্কালে তিনি বলেছিলেন বিশেষ করে কুচবিহার জেলায় বেকার সমস্যা কমানোর তিনি চেষ্টা করবেন। সেই প্রতিশ্রুতি রাখতেই তিনি লোকসভার বাদল অধিবেশনে একাধিকবার বেকার সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি নারায়ণী সেনা খুব শীঘ্রই শুরু হতে পারে বলে তিনি জানান।

বিধায়ক কে কাট মানি ফিরিয়ে দেওয়ার জন্য ফিরে আসার আমন্ত্রণ জানাল বিজেপি

 শিরোনাম 24, সিতাই, 6 জুন: বিধায়কের গড়েই বিধায়কের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেল কাট মানি ইস্যুকে কেন্দ্র করে। গতকাল সিতাই এর বিজেপি নেতা নূর মোহাম্মদ প্রামানিক ও পরিমল রায় কে দেখা যায় কাঠ মানি ইস্যুকে কেন্দ্র করে আজকের বিক্ষোভ মিছিলের ডাক দিতে। শনিবার হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে সিতাই এর বিজেপি নেতা নূর মোহাম্মদ প্রামানিক ও পরিমল রায়ের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের এই বিক্ষোভ মিছিল চলাকালীন সিতাই এর বিধায়ক জগদীশবাবু সোনিয়ার বিরুদ্ধে কাট মানি র অভিযোগ তুলে সোচ্চার হয়। যদিও সিতাই এর তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশ বসুনিয়ার কোন বক্তব্য পাওয়া যায়নি। মিছিল চলাকালীন এলাকার বিজেপি নেতা নূর মোহাম্মদ প্রমানিক বলেন, " দীর্ঘদিন ধরে সিতাই বাসিকে অত্যাচার করেছিলেন বিধায়ক জগদীশ বসুনিয়া। সম্প্রতি অত্যাচারিত সাধারণ মানুষ কার্যত তার বিরুদ্ধে তোপ দাগে। তারপর থেকেই এলাকাছাড়া হয়েছেন জগদীশবাবু। কিন্তু আজ সিতাই এর বিধায়ক কাট মানি র টাকা ফেরত দেওয়ার জন্য পুনরায় সিতাই তে  আমন্ত্রণ।" পাশাপাশি যদি দিনে কাঠ মানিক টাকা ফেরত না দেন তাহলে প্রতারিতদের নিয়ে বিজেপি ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন। পাশাপাশি বিজেপি নেতা পরিমল বর্মণ বলেন, " সিতাই এর বিধায়ক জগদীশ বসুনিয়া তার হার্মাদ বাহিনী দিয়ে দিনের পর দিন সাধারণ মানুষকে অকথ্য অত্যাচার করে গেছেন। যার প্রতিবাদে সাধারণ মানুষ যখন সোচ্চার হয় তখন তিনি পালিয়ে যান। কিন্তু তিনি যদি কাট মানির টাকা ফেরত না দেন তাহলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামবে প্রতারিত রা" বলে তিনি সাফ জানিয়ে দেন। এদিনের এই প্রতিবাদ মিছিল কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা যায় সিতাই ব্লক জুড়ে। পাশাপাশি মিছিলকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সিতাই থানা থেকে পুলিশ ও রে ফ নামানো হয়। যদিও মিছিলকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে। পাশাপাশি এদিন ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির 119 তম জন্মদিন উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান এর পাশাপাশি জাতীয় পতাকা ও বিজেপির দলীয় পতাকা সিতাই এর বিভিন্ন এলাকায় উত্তোলন করা হয়। বিষয়টি নিয়ে শাসকদলের সিতাই বিধায়ক জগদিশ বসুনিয়া কে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

Friday, 5 July 2019

বিজেপির একাধিক কর্মসূচির পাশাপাশি আগামীকাল বিক্ষোভের ডাক সীতাইয়ে

সীতাই , ৫ জুলাই : শুক্রবার সিতাই বিধানসভা কেন্দ্রে একাধিক বিজেপি কার্যালয় উদ্বোধন এর পাশাপাশি নানা জায়গায় সভাকে ঘিরে কার্যত চাঞ্চল্য শুরু হয় সিতাই বিধানসভা কেন্দ্রে।
শুক্রবার সকাল থেকেই শুরু হয় সিতাই বিধানসভা কেন্দ্রে বিজেপির কর্মযজ্ঞ অনুষ্ঠান  সেই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ছিল সীতাই এ একাধিক বিজেপি কার্যালয়ের উদ্বোধন, এছাড়াও পাশাপাশি কয়েকটি সভা করা হয় এই সভায় নেতৃত্ব দেন নূর মোহাম্মদ প্রামানিক এবং পরিমল রায় সহ আরো অনেকে। এদিনের এই সভায় প্রচুর লোকের সমাবেশ দেখা যায়। সীতাই এর এই সভাকে ঘিরে উত্তেজনা ছিল প্রচুর।
এই সব কিছুর সাথে সাথে সিতাই এর বি আর চাত্রা অঞ্চলের প্রধান, পঞ্চায়েত সহ তৃণমূলের কিছু কর্মী বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নিয়ে শুক্রবার থেকে বিজেপির হয়ে খাতায়-কলমে বি আর চাতরা গ্রাম পঞ্চায়েতের কাজ শুরু করেন।
এছাড়াও এই সভা থেকেই আরেকটি কর্মসূচি গ্রহণের উদ্যোগ নেয় সিতাই এর বিজেপির দলীয় কর্মীরা ,জানা যায়,তৃণমূলের বিধায়ক জগদিশ বর্মা বসুনিয়া কে সীতাইয়ে ফিরে আসার চাপ দিচ্ছে বিজেপি কর্মী সদস্যরা , শনি বার জগদীশ বর্মা বসুনিয়া র কাছে  কাটমানি
ফেরতের ডাক দেবে বিজেপি সহ সাধারণ মানুষ। এই ঘটনাকে ঘিরে কার্যত চাপানউতোর শুরু হয় তাদের রাজনৈতিক মহলে।

Thursday, 4 July 2019

বিজেপির নিচুতলার কর্মীদের একশ্রেণীর নেতৃত্তের ওপর ক্ষোভ

 শিরোনাম 24 ডেস্ক, 3 জুলাই: বিজেপি কর্মীদের মধ্যে কার্যত চাপা  অন্তর্দ্বন্দ্ব দেখা যাচ্ছে । কোচবিহার জেলা বিজেপির এক শ্রেণীর নেতৃত্বে বিরুদ্ধে চাপা ক্ষোভ উগরে দিতে দেখা যাচ্ছে পুরনো বিজেপির কর্মীসহ এক শ্রেণীর নেতৃত্বে র ।
 একদিকে নব্য বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে যখন পুরোনো বিজেপি কর্মী সমর্থকদের একাধিক বার খবরের শিরোনামে আসে ঠিক তার পাশাপাশি পুরনো বিজেপির কর্মী সমর্থকদের ক্ষোভ উগরে দিতে দেখা যাচ্ছে একশ্রেণীর জেলা নেতৃত্বের বিরুদ্ধে। অভিযোগকারী পুরনো বিজেপি কর্মী সমর্থক দের কথায়, বেশ কিছু জেলা পর্যায়ের নেতৃত্ব যারা এতদিন সাইকেল কিংবা মোটর বাইকে যাতায়াত করতো তারা এখন নামিদামি ব্র্যান্ডের গাড়ি নিয়ে ঘুরতে দেখা যাচ্ছে। অনেকের মতে জেলা সহ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর একশ্রেণীর নেতৃত্ব তাদের জীবনশৈলীর আমূল পরিবর্তন করে ফেলেছে। এমন কি কোচবিহার জেলায় বিজেপির ঝরে কয়েকজন পুরনো বিজেপির জেলা নেতৃত্ব কোচবিহার সহ বিভিন্ন শহরে সম্পত্তি ও করে ফেলেছে রাতারাতি বলে অভিযোগ। পাশাপাশি বেশ কিছু বিজেপি নেতৃত্তের কথায়, নব্য ও পুরাতন বিজেপি কর্মী সমর্থকদের প্রচেষ্টায় বিপুল সংখ্যক ভোটে কোচবিহার লোকসভা নিজেদের দখলে নেয়। পাশাপাশি চলে একাধিক গ্রাম পঞ্চায়েত সহ দলীয় কার্যালয় পুনরুদ্ধার। কিন্তু সেই সমস্ত সাধারণ কর্মী সমর্থকদের জেলা নেতৃত্ব কোন গুরুত্ব দিচ্ছে না বলেই জানা গেছে। পাশাপাশি এদিন কোচবিহারের সিতাই এ পুরাতন বিজেপি কর্মী সমর্থক এদের মধ্যেই কার্যত দ্বন্দ্বের সূত্রপাত দেখা যায়। বিষয়টি নিয়ে কোচবিহার জেলা বিজেপি সভাপতি মালতি রাভা বলেন, দল ক্ষমতায় আসার পর নেতৃত্তের দায়িত্ব অনেক বেড়েছে। সে কারণেই তারা সাইকেল বা বাইক বদলে গাড়ি কিনেছেন। তিনি আরো বলেন, বিষয়টি তার সেভাবে জানা নেই। খোঁজ নিয়ে তিনি দেখবেন বলে উল্লেখ করেন।

Wednesday, 3 July 2019

পুরনো বিজেপি কর্মীদের মধ্যে কার্যত দ্বন্দ্বের শুরু সিতাই এ

শিরোনাম 24 ডেস্ক, 3 জুলাই: কার্যত পুরনো বিজেপি কর্মী ও পদাধিকারীদের মধ্যে দ্বন্দ্ব শুরু হল সিতাই এ। বুধবার সিতাই এর বেসিক হাইস্কুলে বিজেপির তরফে এক সাধারন সভার পাশাপাশি পদাধিকারী বৈঠক এর আয়োজন করা হয়। অভিযোগ, এদিনের এই পদাধিকারী বৈঠকে এলাকার বিজেপির মন্ডল সভাপতি তথা পুরনো বিজেপি কর্মী নারায়ণ বর্মন জেড পি একুশের সাধারণ সম্পাদক জ্যোতি প্রকাশ রায় সহ বহু পুরনো কর্মীদের আমন্ত্রণ জানায়নি। ঘটনাকে কেন্দ্র করে বেসিক স্কুলের মাঠে ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় জেড পি একুশের সাধারণ সম্পাদক জ্যোতি প্রকাশ রায় সহ একাধিক বিজেপি কর্মীকে। পাশাপাশি নারায়ণ বর্মন এর বিরুদ্ধে টাকার বিনিময় পদ বন্টন এর অভিযোগে সোচ্চার হোন জ্যোতি প্রকাশ বাবু।
যদিও এই বিষয়ে নারায়ন বর্মনের কোন বক্তব্য পাওয়া যায়নি। যদি প্রকাশ বাবু বলেন, তিনি পুরনো বিজেপি কর্মী পাশাপাশি মন্ডল সভাপতি নারায়ণ বর্মন পুরনো বিজেপি কর্মী। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সংশ্লিষ্ট এলাকায় জ্যোতিপ্রকাশ বাবুর নেতৃত্বে নাকি বিজেপির তরফে ব্যাপক প্রচার চালানো হয়। যার জেরে ওনার বুথে বিজেপি বেশকিছু ভোটে লিড পেয়েছিল। তবুও পুরাতন বিজেপি কর্মী তথা মন্ডল সভাপতি নারায়ণ বর্মন তাকে কার্যত অপমান করে পদাধিকারী বৈঠকে আমন্ত্রণ জানায়নি। পাশাপাশি তিনি অভিযোগ করে আরো বলেন, প্রায় 10 জন বিজেপি কর্মী কে মন্ডল সভাপতি নারায়ণ বর্মন টাকার বিনিময় শক্তি প্রমুখসহ বিভিন্ন পদ পাইয়ে দিয়েছেন। যদিও এই বিষয়ে একাধিকবার নারায়ণ বর্মন কে একাধিকবার ফোন করা হলে ও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

দিনহাটা শহরে বোমা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

শিরোনাম 24,  দিনহাটা , ৩জুলাই : দিনহাটা শহরের এক্সচেঞ্জ মোড় এলাকায় বোমা উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। এদিন দুপুরে এক্সচেঞ্জ মোড়ের নর্দমায় বোমা পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে দিনহাটা থানার থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বোমা উদ্ধার করে নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুতলি প্যাঁচানো বোমা এক্সচেঞ্জ মোড়ে র চৌপথি এলাকায় পড়ে থাকতে দেখে এলাকার জনৈক বাসিন্দারা। বোমা দেখে বাসিন্দাদের মধ্যে ভয়ের সঞ্চার হয়। পরবর্তীতে দিনহাটা থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে নিয়ে আসার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে শহরের প্রাণকেন্দ্রে বোমা পড়ে থাকার ঘটনায় নিরাপত্তার অভাবে ভুগছেন এলাকার বাসিন্দারা বলে জানান। পুলিশ সূত্রে জানা গেছে, একটি সূত্রে বোমা শহরের এক্সচেঞ্জ মোড় এলাকা থেকে তারা উদ্ধার করে নিয়ে আসে।