বেকারত্বের সমস্যা ঘুচবেই : নিশীথ

শিরোনাম 24, দিনহাটা, 6জুলাই : নবনির্বাচিত বিজেপির তরুণ সাংসদ নিষেধ প্রামাণিককে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো বড়শাক দল এলাকায়। শনিবার এই সংবর্ধনা সভা কে কেন্দ্র করে এলাকায় সকাল থেকেই সাজো সাজো রব দেখা যায়। বিজেপির নেতাকর্মীদের এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, দীপ্তিমান সেনগুপ্ত, মদন মোহন গোস্বামী সহ প্রমুখ বিজেপি নেতৃত্ব। এই সংবর্ধনা সভায় বিজেপির যুব মোর্চার কর্মী শুকদিপ সাহা সহ একাধিক কর্মী সমর্থক। প্রবল বৃষ্টি কে উপেক্ষা করে এই সংবর্ধনা সভায় কয়েক্ হাজার কর্মী সমর্থক ভিড় জমান। এদিনের এই সংবর্ধনা সভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সোচ্চার হতে দেখা যায় তরুণ সাংসদ নিশিথ প্রামাণিক কে। পাশাপাশি নাম না করে একাধিকবার পিসি ভাইপো প্রাইভেট কোম্পানি বিরুদ্ধে কাট মানির অভিযোগ তুলতে দেখা যায় জেলার এই তরুণ নেতা কে। এদিনের এই সভামঞ্চ এই বিজেপির শিক্ষা সেলে একাধিক শিক্ষক যোগদান করে। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার অন্যতম বিজেপি নেতা তথা কুচবিহার সাংসদ নিশিথ প্রামানিক বলেন, প্রথমবার লোকসভা অধিবেশন এ যোগদান করে তিনি কোচবিহারের নানা সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি নারায়ণী সেনা র প্রসঙ্গ তোলেন।  তিনি আরো বলেন, গুজরাট রাজস্থান দিল্লি কিংবা দক্ষিণের বিভিন্ন শহরে তিনি যখন কুচবিহারের ছেলেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে দেখেন তখন তার খুব কষ্ট হয়। তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, এতদিন ক্ষমতায় থেকেও কুচবিহার থেকে কাকদ্বীপ কোন এলাকার বেকার যুবক সম্প্রদায়ের কষ্টের কথা তারা ভাবেন নি। তাই নির্বাচনের প্রাক্কালে তিনি বলেছিলেন বিশেষ করে কুচবিহার জেলায় বেকার সমস্যা কমানোর তিনি চেষ্টা করবেন। সেই প্রতিশ্রুতি রাখতেই তিনি লোকসভার বাদল অধিবেশনে একাধিকবার বেকার সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি নারায়ণী সেনা খুব শীঘ্রই শুরু হতে পারে বলে তিনি জানান।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.