শিরোনাম 24 ডেস্ক, 3 জুলাই: কার্যত পুরনো বিজেপি কর্মী ও পদাধিকারীদের মধ্যে দ্বন্দ্ব শুরু হল সিতাই এ। বুধবার সিতাই এর বেসিক হাইস্কুলে বিজেপির তরফে এক সাধারন সভার পাশাপাশি পদাধিকারী বৈঠক এর আয়োজন করা হয়। অভিযোগ, এদিনের এই পদাধিকারী বৈঠকে এলাকার বিজেপির মন্ডল সভাপতি তথা পুরনো বিজেপি কর্মী নারায়ণ বর্মন জেড পি একুশের সাধারণ সম্পাদক জ্যোতি প্রকাশ রায় সহ বহু পুরনো কর্মীদের আমন্ত্রণ জানায়নি। ঘটনাকে কেন্দ্র করে বেসিক স্কুলের মাঠে ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় জেড পি একুশের সাধারণ সম্পাদক জ্যোতি প্রকাশ রায় সহ একাধিক বিজেপি কর্মীকে। পাশাপাশি নারায়ণ বর্মন এর বিরুদ্ধে টাকার বিনিময় পদ বন্টন এর অভিযোগে সোচ্চার হোন জ্যোতি প্রকাশ বাবু।
যদিও এই বিষয়ে নারায়ন বর্মনের কোন বক্তব্য পাওয়া যায়নি। যদি প্রকাশ বাবু বলেন, তিনি পুরনো বিজেপি কর্মী পাশাপাশি মন্ডল সভাপতি নারায়ণ বর্মন পুরনো বিজেপি কর্মী। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সংশ্লিষ্ট এলাকায় জ্যোতিপ্রকাশ বাবুর নেতৃত্বে নাকি বিজেপির তরফে ব্যাপক প্রচার চালানো হয়। যার জেরে ওনার বুথে বিজেপি বেশকিছু ভোটে লিড পেয়েছিল। তবুও পুরাতন বিজেপি কর্মী তথা মন্ডল সভাপতি নারায়ণ বর্মন তাকে কার্যত অপমান করে পদাধিকারী বৈঠকে আমন্ত্রণ জানায়নি। পাশাপাশি তিনি অভিযোগ করে আরো বলেন, প্রায় 10 জন বিজেপি কর্মী কে মন্ডল সভাপতি নারায়ণ বর্মন টাকার বিনিময় শক্তি প্রমুখসহ বিভিন্ন পদ পাইয়ে দিয়েছেন। যদিও এই বিষয়ে একাধিকবার নারায়ণ বর্মন কে একাধিকবার ফোন করা হলে ও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
যদিও এই বিষয়ে নারায়ন বর্মনের কোন বক্তব্য পাওয়া যায়নি। যদি প্রকাশ বাবু বলেন, তিনি পুরনো বিজেপি কর্মী পাশাপাশি মন্ডল সভাপতি নারায়ণ বর্মন পুরনো বিজেপি কর্মী। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সংশ্লিষ্ট এলাকায় জ্যোতিপ্রকাশ বাবুর নেতৃত্বে নাকি বিজেপির তরফে ব্যাপক প্রচার চালানো হয়। যার জেরে ওনার বুথে বিজেপি বেশকিছু ভোটে লিড পেয়েছিল। তবুও পুরাতন বিজেপি কর্মী তথা মন্ডল সভাপতি নারায়ণ বর্মন তাকে কার্যত অপমান করে পদাধিকারী বৈঠকে আমন্ত্রণ জানায়নি। পাশাপাশি তিনি অভিযোগ করে আরো বলেন, প্রায় 10 জন বিজেপি কর্মী কে মন্ডল সভাপতি নারায়ণ বর্মন টাকার বিনিময় শক্তি প্রমুখসহ বিভিন্ন পদ পাইয়ে দিয়েছেন। যদিও এই বিষয়ে একাধিকবার নারায়ণ বর্মন কে একাধিকবার ফোন করা হলে ও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

