বিজেপির একাধিক কর্মসূচির পাশাপাশি আগামীকাল বিক্ষোভের ডাক সীতাইয়ে

সীতাই , ৫ জুলাই : শুক্রবার সিতাই বিধানসভা কেন্দ্রে একাধিক বিজেপি কার্যালয় উদ্বোধন এর পাশাপাশি নানা জায়গায় সভাকে ঘিরে কার্যত চাঞ্চল্য শুরু হয় সিতাই বিধানসভা কেন্দ্রে।
শুক্রবার সকাল থেকেই শুরু হয় সিতাই বিধানসভা কেন্দ্রে বিজেপির কর্মযজ্ঞ অনুষ্ঠান  সেই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ছিল সীতাই এ একাধিক বিজেপি কার্যালয়ের উদ্বোধন, এছাড়াও পাশাপাশি কয়েকটি সভা করা হয় এই সভায় নেতৃত্ব দেন নূর মোহাম্মদ প্রামানিক এবং পরিমল রায় সহ আরো অনেকে। এদিনের এই সভায় প্রচুর লোকের সমাবেশ দেখা যায়। সীতাই এর এই সভাকে ঘিরে উত্তেজনা ছিল প্রচুর।
এই সব কিছুর সাথে সাথে সিতাই এর বি আর চাত্রা অঞ্চলের প্রধান, পঞ্চায়েত সহ তৃণমূলের কিছু কর্মী বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নিয়ে শুক্রবার থেকে বিজেপির হয়ে খাতায়-কলমে বি আর চাতরা গ্রাম পঞ্চায়েতের কাজ শুরু করেন।
এছাড়াও এই সভা থেকেই আরেকটি কর্মসূচি গ্রহণের উদ্যোগ নেয় সিতাই এর বিজেপির দলীয় কর্মীরা ,জানা যায়,তৃণমূলের বিধায়ক জগদিশ বর্মা বসুনিয়া কে সীতাইয়ে ফিরে আসার চাপ দিচ্ছে বিজেপি কর্মী সদস্যরা , শনি বার জগদীশ বর্মা বসুনিয়া র কাছে  কাটমানি
ফেরতের ডাক দেবে বিজেপি সহ সাধারণ মানুষ। এই ঘটনাকে ঘিরে কার্যত চাপানউতোর শুরু হয় তাদের রাজনৈতিক মহলে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.