বিজেপির নিচুতলার কর্মীদের একশ্রেণীর নেতৃত্তের ওপর ক্ষোভ

 শিরোনাম 24 ডেস্ক, 3 জুলাই: বিজেপি কর্মীদের মধ্যে কার্যত চাপা  অন্তর্দ্বন্দ্ব দেখা যাচ্ছে । কোচবিহার জেলা বিজেপির এক শ্রেণীর নেতৃত্বে বিরুদ্ধে চাপা ক্ষোভ উগরে দিতে দেখা যাচ্ছে পুরনো বিজেপির কর্মীসহ এক শ্রেণীর নেতৃত্বে র ।
 একদিকে নব্য বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে যখন পুরোনো বিজেপি কর্মী সমর্থকদের একাধিক বার খবরের শিরোনামে আসে ঠিক তার পাশাপাশি পুরনো বিজেপির কর্মী সমর্থকদের ক্ষোভ উগরে দিতে দেখা যাচ্ছে একশ্রেণীর জেলা নেতৃত্বের বিরুদ্ধে। অভিযোগকারী পুরনো বিজেপি কর্মী সমর্থক দের কথায়, বেশ কিছু জেলা পর্যায়ের নেতৃত্ব যারা এতদিন সাইকেল কিংবা মোটর বাইকে যাতায়াত করতো তারা এখন নামিদামি ব্র্যান্ডের গাড়ি নিয়ে ঘুরতে দেখা যাচ্ছে। অনেকের মতে জেলা সহ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর একশ্রেণীর নেতৃত্ব তাদের জীবনশৈলীর আমূল পরিবর্তন করে ফেলেছে। এমন কি কোচবিহার জেলায় বিজেপির ঝরে কয়েকজন পুরনো বিজেপির জেলা নেতৃত্ব কোচবিহার সহ বিভিন্ন শহরে সম্পত্তি ও করে ফেলেছে রাতারাতি বলে অভিযোগ। পাশাপাশি বেশ কিছু বিজেপি নেতৃত্তের কথায়, নব্য ও পুরাতন বিজেপি কর্মী সমর্থকদের প্রচেষ্টায় বিপুল সংখ্যক ভোটে কোচবিহার লোকসভা নিজেদের দখলে নেয়। পাশাপাশি চলে একাধিক গ্রাম পঞ্চায়েত সহ দলীয় কার্যালয় পুনরুদ্ধার। কিন্তু সেই সমস্ত সাধারণ কর্মী সমর্থকদের জেলা নেতৃত্ব কোন গুরুত্ব দিচ্ছে না বলেই জানা গেছে। পাশাপাশি এদিন কোচবিহারের সিতাই এ পুরাতন বিজেপি কর্মী সমর্থক এদের মধ্যেই কার্যত দ্বন্দ্বের সূত্রপাত দেখা যায়। বিষয়টি নিয়ে কোচবিহার জেলা বিজেপি সভাপতি মালতি রাভা বলেন, দল ক্ষমতায় আসার পর নেতৃত্তের দায়িত্ব অনেক বেড়েছে। সে কারণেই তারা সাইকেল বা বাইক বদলে গাড়ি কিনেছেন। তিনি আরো বলেন, বিষয়টি তার সেভাবে জানা নেই। খোঁজ নিয়ে তিনি দেখবেন বলে উল্লেখ করেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.