শিরোনাম 24, দিনহাটা , ৩জুলাই : দিনহাটা শহরের এক্সচেঞ্জ মোড় এলাকায় বোমা উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। এদিন দুপুরে এক্সচেঞ্জ মোড়ের নর্দমায় বোমা পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে দিনহাটা থানার থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বোমা উদ্ধার করে নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুতলি প্যাঁচানো বোমা এক্সচেঞ্জ মোড়ে র চৌপথি এলাকায় পড়ে থাকতে দেখে এলাকার জনৈক বাসিন্দারা। বোমা দেখে বাসিন্দাদের মধ্যে ভয়ের সঞ্চার হয়। পরবর্তীতে দিনহাটা থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে নিয়ে আসার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে শহরের প্রাণকেন্দ্রে বোমা পড়ে থাকার ঘটনায় নিরাপত্তার অভাবে ভুগছেন এলাকার বাসিন্দারা বলে জানান। পুলিশ সূত্রে জানা গেছে, একটি সূত্রে বোমা শহরের এক্সচেঞ্জ মোড় এলাকা থেকে তারা উদ্ধার করে নিয়ে আসে।