Tuesday, 28 November 2017

দুঃসাহসিক চুরি দিনহাটায়

শিরোনাম২৪ ডেস্ক, দিনহাটা,২৮নভেম্বরঃ বাড়ির লোকের আনুপস্থিতিতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠলো দিনহাটার গোসানি রোডে। ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Abir Bhattacharjee's Photo
 স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় ইস্কুল শিক্ষক রামগোপাল সরকার ও তার স্ত্রী মিঠু সরকার মল্লিক নিজস্ব কর্মস্থল থেকে ফিরে দেখে ঘড়ের দরজা ভিতর থেকে বন্ধ। কোন মতে ভিতরে ঢুকে তারা দেখতে পায় ঘড়ের সব কিছু ওলট পালট অবস্থায় পড়ে আছে। গৃহকর্তী মিঠু সরকার মল্লিক জানান , পরিবারের চার সদস্যর অনুপস্থিতির সুযোগে নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা  চুড়ির পাশাপাশি  পেশায় প্রাথমিক শিক্ষিকা মেয়ে সুপর্না  সরকারের প্রায় ৩০ ভড়ি গয়না চুড়ি হয়েছে বলে অভিযোগ। দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক কুন্তল ব্যানার্জি জানান, ঘটনার তদন্ত চলছে।     

Monday, 27 November 2017

দিনহাটা মহিলা থানার ওসি সোনম মাহেশ্বরিকে যুব তৃণমূলের সম্বোধনা

Abir Bhattacharjee's Photo
যুব তৃণমূলের নেতৃ গীতা সরকার পুষ্পস্তবক তুলে দিচ্ছেন দিনহাটা মহিলা থানার ওসি সোনম মাহেশ্বরির হাতে।
 নিজস্ব চিত্র।
শিরোনাম ২৪ ডেস্ক , দিনহাটা, ২৭ নভেম্বরঃ সদ্য উদ্বোধন হওয়া দিনহাটা মহিলা থানার ওসি সোনম মাহেশ্বরি কে সম্বর্ধনা  দিলো যুব তৃণমূল।সোমবার বিকেলে দিনহাটা মহিলা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার সোনম মাহেশ্বরির হাতে ফুল ও মিষ্টি তুলে দেন যুব তৃণমূলের নেতৃ গীতা সরকার,নারায়ন শর্মা, ও রফিক মিয়া। কোচবিহার জেলা জুরে কান পাতলেই মহিলা পুলিশ অফিসার সোনম মাহেশ্বরির বিভিন্ন সাহসিকতার কাহিনি শোনা যায়। কখনো নিষিদ্ধ পল্লী তে পাচার করা মেয়েদের উদ্ধারে অগ্রণী ভূমিকা আবার কখনো কেজি গাঁজা উদ্ধার তো কখনো ইভটিজিং এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিটে দেখা গেছে এই সাহসী পুলিশ অফিসারকে।যুব তৃণমূলের নেতৃ গীতা সরকার বলেন, পুরো জেলা জুরে সাহসী পুলিশ অফিসার সোনম মাহেশ্বরির সাহসিকতার কাহিনি ছড়িয়ে রয়েছে। নারী নির্যাতন থেকে ইভটিজিং আবার খুনের তদন্ত থেকে গাড়ি হাইজ্যাক সবেতেই দিনহাটা মহিলা থানার ওসি সোনম মাহেশ্বরি সাহসীকতার সাথে কাজ করেছেন। গীতা দেবী আরো বলেন, ওসি সোনম মাহেশ্বরিকে সম্বোধনা দিতে পেরে আনন্দিত। এ প্রসঙ্গে দিনহাটা মহিলা থানার ওসি সোনম মাহেশ্বরি কোন মন্তব্য করতে নারাজ।
Abir Bhattacharjee's Photo
Add caption

Friday, 24 November 2017

বাংলাদেশের মাটিতে উদ্ধার ভারতীয় নাগরিকের মৃত দেহ

               শিরোনাম ২৪, ডেস্কঃ          
কোচবিহার, ২৪ নভেম্বর ঃ  ভারতের কোচবিহার জেলার নাগরিকের মৃতদেহ বাংলাদেশ ভুখন্ড থেকে  উদ্ধার কে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিল সীমান্ত এলাকায় । শুক্রবার এই  ঘটনাকে ঘিরে  ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দিনহাটা মহকুমার  সীমান্তবর্তী  গ্রাম বামনহাট এলাকায়।দিনহাটা-২ ব্লকের  কালমাটি বিওপি এলাকা থেকে বৃহস্পতিবার রাতে  নিখোঁজ হয়  চল্লিশ বছর বয়সী  সাইফুল রহমান নামে জনৈক  এক ব্যাক্তি । শুক্রবার দুপুরে সাইফুল রহমানের মৃতদেহ বাংলাদেশ ভুখন্ডে পড়ে থাকতে দেখে সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা । পরবর্তীতে বাংলাদেশ সীমান্তে উদ্ধার ভারতীয় ওই ব্যাক্তির মৃতদেহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর পক্ষ থেকে উদ্ধার করে কুড়িগ্রামে ময়না তদন্তে পাঠানো হয়েছে বলে সীমান্ত সুরক্ষা বাহিনী  (বি এস এফ)  সূত্রে জানা গেছে । ভারতীয় নাগরিক ওই ব্যাক্তি নিখোঁজের ঘটনার পর  বাংলাদেশ ভুখন্ড থেকে তার মৃতদেহ উদ্ধার কে ঘিরে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সীমান্তবর্তী গ্রামের মানুষের মনে।  ঘটনার বিবরনে বি এস এফ ও স্থানীয় সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কালমাটি এলাকার সাইফুল রহমান  নিখোঁজ ছিল। যদিও এই বিষয়ে পুলিশে কোন অভিযোগ জানানো হয়নি বলে জানা গেছে ।শুক্রবার  ওই ব্যাক্তির মৃতদেহ নজরে আসতেই দেহ উদ্ধারের জন্য বি এস এফের পক্ষ থেকে বি ডি আরের সাথে দফায় দফায় যোগাযোগ করা হয় । জানা গেছে নিখোঁজ ব্যাক্তির মৃতদেহ বাংলাদেশ সীমান্তে উদ্ধার  হওয়ায় বি এস এফের পক্ষ থেকে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ এর সাথে ফ্ল্যাগ মিটিং হয় ।এই প্রসঙ্গে  দিনহাটা সাব ডিভিশন পুলিশ অফিসার  কুন্তল ব্যানার্জী বলেন, এই বিশয়টি নিয়ে বি এস এফের সাথে সব সময়  যোগাযোগ রাখা হচ্ছে । যদিও পুলিশের কাছে কোন অভিযোগ জমা পড়েনি  বলে এস ডি পি ও কুন্তল ব্যানার্জী  জানান  ।  বিষয়টি নিয়ে বি এস এফের  ডিরেক্টর জেনারেল  সি এম বেলোয়া সাংবাদিকদের বলেন বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ওই ব্যাক্তি  নিখোঁজের পর তার খোঁজখবর শুরু হয় । এদিন সকালে তার মৃতদেহ উদ্ধার হয় বাংলাদেশ ভুখন্ড থেকে । এনিয়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে বলে ডিজি সি এম বেলোয়া সাংবাদিকদের জানান । বিষয়টি নিয়ে কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সয়াল বলেন  এই ঘটনায় এখনও পর্যন্ত কোন অভিযোগ জমা পড়েনি ।    

Wednesday, 15 November 2017

কোচবিহারের হরিন চওড়া এলাকায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয় আটকে দিল পুলিশ।


ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে পুলিশ

কোচবিহার, ১৫ নভেম্বর : কোচবিহারের শিতল খুচী যাওয়ার পথে হরিন চওড়া এলাকায়  বিজেপির  রাজ্য সভাপতি দিলীপ ঘোষের  কনভয়  আটকে দিল পুলিশ।এদিন সকালে তার  শিতল খুচি এলাকায় দলের আক্রান্ত কর্মীদের বাড়িতে যাওয়ার কথা ছিল । কিন্তু ব্রিজের মুখেই  মুখেই পুলিশ দিলীপ ঘোষের কনভয় আটকে দেয় ।  সেখানে তৃনমুল কংগ্রেস দলের কিছু কর্মী সমর্থক হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এবং গো ব্যাক স্লোগান দিতে থাকে ।  পরে বিশাল পুলিশ বাহিনী তা নিয়ন্ত্রন করে । বিজেপি দলের অভিযোগ ,  জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হচ্ছেন বিজেপির  কর্মীরা।তাই  বুধবার মাথাভাঙা ও শীতলকুচিতে দলের আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল দিলীপবাবুর। সেজন্য  আজ সকাল সাড়ে ১০টা নাগাদ দলীয় নেতা-কর্মীদের নিয়ে জেলা দপ্তর থেকে রওনা দেন বের হন দিলীপবাবু। যদিও পুলিশি ব্যারিকেড থাকায় হরিণচওড়া এলাকায় পুলিশ তাঁদের পথ আটকে দেয়। পরে লাঠি, বাঁশ নিয়ে দিলীপবাবুকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তাঁদের বিক্ষোভের জেরে ঘণ্টাখানেক পর কর্মসূচি বাতিল করে দেন দিবীপবাবু। পরে তিনি জেলা কার্যালয়ে ফিরে যান । দিলীপবাবু জানান, গোটা ঘটনা কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হবে,  গত দেড় বছরে কয়েক শো বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে ।সেই সব আক্রান্ত দের সাথে দেখা করে যাচ্ছিলাম কিন্তু মাঝ পথেই পুলিস আটকে দিল বলে তিনি জানান । পরে বিজেপির কর্মী সমর্থক্রা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন । এর ফললে প্রায় ঘন্টা দেড়েক যান চলাচল বন্ধ থাকে দিনহাটা কোচবিহার রাজ্য সড়কে । 


Thursday, 9 November 2017

আজ থেকে পথ চলা শুরু করল দিনহাটা মহিলা থানা


শিরোনাম ২৪ ডেস্ক , দিনহাটা ঃ দিনহাটা মহকুমা এলাকায় মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে  দিনহাটায় চালু হল কোচবহার জেলার দ্বিতীয় মহিলা থানা । এই থানা সম্পুর্ন মহিলা পুলিশ আধিকারিক দারা নিয়ন্রিত থাকবে বলে জানা গেছে । দিনহাটা থানা চত্বরে নবনির্মিত বিল্ডিং  তৈরি করে সেখানে মহিলা থানা চালউ করা হল। বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনহাটার মহিলা থানার পথ চলা শুরু হয় । এদিনের জেলার দ্বিতীয় মহিলা থানার শুভ উদ্বোধন কালে সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ, রাজ্য পুলিশের উত্তরবঙ্গের এডিজি সিদ্ধিনাথ গুপ্তা, রাজ্য  পুলিশের  জলপাইগুড়ি বিভাগের ডি আই জি রাজেশ যাদব , কোচবিহারের জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার দি ডিব্যা, দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক কুন্তল বন্দ্যোপাধ্যায় , দিনহাটার মহকুমা শাসক কৃষ্ণাভ ঘোষ সহ আরো অনেকে । উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে  উপস্থিত বক্তারা বলেন ,মহিলাদের নিরাপত্তায় পুলিসের ভুমিকার কথা তুলে ধরার পাশাপাশি মহিলা থানার গুরুত্ব নিয়ে তিনি বলেন ।  এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের উত্তরবঙ্গের এডিজি সিদ্ধিনাথ গুপ্তা বলেন , দিনহাটা মহকুমা এলাকায়  মহিলাদের যে সমস্ত অভিযোগ আসবে সে সমস্ত অভিযোগ খতিয়ে দেখবে এই মহিলা থানা । এর ফলে দিনহাটা মহকুমা এলাকার মহিলাদের ওপর অত্যাচার অনেকটাই কমবে বলে তিনি আশা করছেন । তিনি আরো বলেন , এই মহিলা থানার অফিসার হিসেবে খুবই দক্ষ পুলিশ অফিসার সোনম মাহেশ্বরী কে দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান। এরপর মুল অফিস বিল্ডিং এর ফিতে কেটে দ্বারোদ্বঘাটন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ  এবং সহযোগিতা করেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের এডিজি সিদ্ধিনাথ গুপ্তা, রাজ্য  পুলিশের  জলপাইগুড়ি বিভাগের ডি আই জি রাজেশ যাদব , কোচবিহারের জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার দি ডিব্যা, দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক কুন্তল বন্দ্যোপাধ্যায় শ আরো অনেকে। এদিনের এই মহিলা থানা উদ্বোধনী অনুষ্ঠানে জনসাধরনের ভিড় ছিল লক্ষনিয় ।    

Wednesday, 8 November 2017

বছর পেরিয়ে গেলেও মেলেনি সাহায্য ঃ সংকটের মধ্য দিয়ে সংসার চালাচ্ছেন প্রয়াত ধরনী বাবুর স্ত্রী

মৃত ধরনী বাবুর পরিবারের সদস্য সদস্যারা
শিরোনাম২৪ ডেস্ক,দিনহাটা ঃ মোদী সরকারের এই নোট বন্দীর সিদ্ধান্তের ফলে দিনহাটায় মৃত্যু হয়েছিল হয়েছিল এক স্কুল শিক্ষকের তার নাম ধরণী কান্ত রায় । এই মর্মান্তিক ঘটনার এক বছর পেরিয়ে গেলেও  এখনো মেলেনি কোনো রকম সরকারি সুযোগ সুবিধা । কোনোরকমে আর্থিক অনটনের মধ্য দিয়ে সংসার চালোনোর পাশাপাশি ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালাচ্ছেন মৃ ধরনী বাবুর  স্ত্রী  সবিতাদেবী ।  প্রয়াত ধরনী বাবুর বাড়ি ছিল  দিনহাটা বলরামপুর রোডের কোয়ালিদহ এলাকায় । উল্লেখ , গত ৮ই নভেম্বর  ঠিক রাত আটটা নাগাদ দেশের প্রধান মন্ত্রী এক বিবৃতির মাধ্যমে ঘোষণা করে সেই দিন থেকে পুরোনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বন্ধ করে দেওয়া হলো । তারপর থেকে সারা দেশ জুড়ে বিভিন্ন ব্যাঙ্কের সামনে পুরোনো ৫০০ এবং ১০০০ টাকার নোট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ জমা করার জন্য দীর্ঘ লাইন শুরু হয়ে গিয়েছিল ।তার ব্যাতিক্রম ছিল  না শহর দিনহাটা । গত বছরের ১৩ নভেম্বর টাকা তোলার জন্য এটিএমে দীর্ঘসময় লাইন দেওয়ার পর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন বছর ৫৬ র  ধরণি বাবু । প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতাল ও পরে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাঁকে।সেই নার্সিং হোমে  ১৫ নভেম্বর সেখানেই মৃত্যু হয় তাঁর।  দুই ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে ছিল সংসার। তাঁর মাস  বেতনের  টাকা দিয়েই চলত সংসারের যাবতীয় খরচ এবং তার পাশাপাশি ছেলে মেয়ের পড়াশোনা । তারপর থেকে ভৌমিক পরিবারে  নেমে আসে বাড়ীর অভিভাবক হারানোর  শোকের ছায়া । অভিভাবকহীন হয়ে পড়ায় কার্যত অসহায় হয়ে পড়েছে পরিবার । আশ্বাস দেওয়ার পরেও মেলেনি কোনো রকম সাহায্য এমটাই দাবি করছেন পরিবারে লোকেরা । মৃত শিক্ষক ধরনী বাবুর স্ত্রী হাতে ধরণি বাবুর ছবি নিয়ে  বলেন , হয়তো তিনি বেচে থাকলে আমাদের এই অবস্থা হতো না । এখন ছেলে মেয়ে বড়ো হয়েছে তাদের পড়াশোনার খরচের পাশিপাশি সংসারের খরচ । এই অবস্থায় তা টেনে উঠতে পারছি না । সরকার থেকে আশ্বাস দিয়েছিল আর্থিক সাহায্যের পাশাপাশি , পরিবারের একজনের চাকরি দেওয়ার কথা বলেছিল। এক বছর পেরিয়ে গেলেও কেউ এলোনা । ব্যর্থ মন নিয়ে ধরনী বাবুর ছেলে বলেন, সামনে আমরা উচ্চ মাধ্যমিক পরিক্ষা বাবা থাকলে হয়তো বাবার কাছ থেকে কিছু সাহায্য নিতে পারতাম  বলে তিনি জানান । ধরনীবাবুর মেয়ে  বলেন ,  বাবা আমাকে সব সময় চোখে চোখে রাখতেন । কলেজে নিয়ে যাওয়া থেকে শুরু করে পরিক্ষার সময় ও নিয়ে যেত কলেজে । আক্ষেপের সুরে তিনি বলেন , এবার বন্যা থাকায়  স্নাতকোত্তরের ফাইনাল পরিক্ষার সময়  একটি পরিক্ষা দিতে যেতে পারিনি । কিন্তু যদি বাবা বেঁচে থাকতেন তাহলে কোনো কোনও ভাবে কলেজে নিয়ে যেতে । 

নোট বাতিলের বর্ষ পুর্তিতে সারা রাজ্যের সাথে সাথে দিনহাটাতেও পালিত হল কালা দিবস



নোটবন্দির বর্ষপুর্তি  উপলক্ষে পথ মিছিল দিনহাটায়


শিরোনাম২৪,  ডেস্ক,দিনহাটাঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোটবন্দির বর্ষপুর্তি  উপলক্ষে পথ মিছিল করে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস সমার্থকরা।নোটবাতিলের ধিক্কার জানিযে তৃণমূল কংগ্রেসের  সকল কর্মীরা  নিজেদের ফেসবুক ও ওয্যাটস্যাপ কে ও  আজ সারাদিনের কালো করে রাখেন।এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে  তৃণমূল সমর্থকরা নোট বাতিল এর বিরোধে আজ জায়গায় জায়গার মিটিং মিছিল করে বিক্ষোভ জানায় ।উল্লেখ্য গত বছরের ৮ নভেম্বর আজকের এই দিনেই রাত ৮টা নাগাদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতির মাধম্যে ৫০০ আর ১০০০ টাকার নোট বাতিল করে দেন।তার এই নোট বাতিলের সিদ্ধান্তের ফলে দেশের বড় কেলেঙ্কারি বলেও ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তাই  নরেন্দ্র মোদী সরকারের ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের বর্ষপূর্তির দিনটিকে কালা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা। তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিমুদ্রাকরণের সিদ্ধান্তকে আক্রমণ করে ফেসবুক পোস্টে বলেছেন, কালো টাকার মোকাবিলার জন্য নোট বাতিল করা হয়নি। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নোংরা স্বার্থ পূরণে কালো টাকাকে সাদায় পরিণত করাই এর উদ্দেশ্য ছিল। নোট বাতিল করে বিদেশে গচ্ছিত কালো টাকা দেশে ফেরানো, সন্ত্রাসবাদ দমন, কোনওটাই হয়নি, দেশের উন্নয়নেও সাহায্য করেনি এই পদক্ষেপ, দাবি করেন মমতা। তিনি বলেন, বাস্তব অভিজ্ঞতা থেকেই পরিষ্কার, এর ফল হয়েছে একটা বিরাট শূন্য! মুখ্যমন্ত্রীর আরও দাবি, নোট বাতিলের ফলে ইতিমধ্যেই দেশের প্রায় ৩ লক্ষ কোটি টাকার জিডিপি লোকসান হয়েছে। কোটি কোটি কর্মী, বিশেষত অসংগঠিত ক্ষেত্রে কাজ হারিয়েছেন। কৃষকদের অনাহারে কাটাতে হয়েছে। ১০০-র বেশি মানুষের প্রাণ চলে গিয়েছে।এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ,  তৃনমুল কংগ্রেসের দিনহাটা ২নং ব্লক সভাপতি মীর হুমায়ুন কবীর, তৃনমুল ছাত্র পরিষদের জেলা সভাপতি সাবির সাহা চৌধুরি , প্রদেশ তৃনমুল কংগ্রেসের জেলার সাধারন সম্পাদক পার্থ নাথ সরকার, মহিলা তৃনমুল কংগ্রেসের শহর ব্লকের কার্যকারী  সভানেত্রী মৌমিতা ভট্টাচার্য , দিনহাটা শহর ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি অসীম নন্দী, কাউন্সিলর গৌরি শঙ্কর মাহেশ্বরী  , বিশু ধর , বিশ্বনাথ দে আমিন ,তৃনমুল যুব কংগ্রেসের শহর ব্লক সভাপতি অজয় রায় ,  দিনহাটা ১ ও ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি ঝর্না দাস ও মুক্তি রায় ,দিনহাটা কলেজের জেনারেল সেক্রেটারি সৌরভ পোদ্দার, কালিদাস দে , লিটন দে ,রাজীব সাহা প্রমুখ । এ প্রতিবাদ মিছিল প্রসঙ্গের দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন ,  নরেন্দ্র মোদী সরকারের ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের বর্ষপুর্তি উপলক্ষে আমরা এই দিনটিকে কালা দিবস হিসেবে পালন করছি । সারা রাজ্যের সাথে সাথে দিনহাটাতেও এই দিনটি পালিত হচ্ছে । এদিনের এই মিছিল কয়েক হাজার তৃনমুল কর্মী সমর্থক দিনহাটা ৭ নং বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে দিনহাটা শহরে এসে এই মিছিলে যোগ দেন বলে দলীয় সুত্রে জানাগেছে । 

কলেজে অধ্যক্ষের ঘরের গুরুত্বপুর্ন নথিপত্রে আগুন লাগানোর পাশাপাশি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বক্সির হাট কলেজে

সেই ভস্মীভূত  জায়গা

সিতাই বিধানসভা এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির সভা অনুষ্ঠিত হল দিনহাটায়

বক্তব্য রাখছেন মন্ত্রী কন্যা তথা পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির কোচবিহার ও দার্জিলিং জেলার সভানেত্রী পাপিয়া ঘোষ
শিরোনাম২৪ ডেস্ক দিনহাটাঃ পঞ্চায়েত নির্বাচনের আগে তৃনমুল কংগ্রেসের বিভিন্ন সংগঠনকে চাঙ্গা করে মাঠে নেমে পড়েছে তৃনমূল কংগ্রেসের জেলা স্তরের নেতৃবৃন্দ । মনল বার দিনহাটার শহর সংলগ্ন কৃষি মেলায়  সিতাই বিধানসভা এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির সভা অনুষ্ঠিত হয়  । এদিনের এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির কোচবিহার ও দার্জিলিং জেলার সভানেত্রী তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কন্যা  পাপিয়া ঘোষ , বিধায়ক জগদীশ বসুনীয়া , তৃনমূল কংগ্রেসের এসসি এসটি ওবিসি সেলের জেলা কার্যকরী সভাপতি তথা মন্ত্রী পুত্র পঙ্কজ ঘোষ সহ আরো অনেকে । ভিড়ে ঠাসা এদিনের সভায় পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির কোচবিহার ও র্দাজিলিং জেলার দায়িত্বে থাকা মন্ত্রী কন্যা পাপিয়া ঘোষ বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি কেন্দ্রের বি জে পি সরকারের তীব্র সমালোচনা করেন । এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির কোচবিহার ও র্দাজিলিং জেলার দায়িত্বে থাকা পাপিয়া ঘোষ বলেন, সারা রাজ্যের সাথে সাথে কোচবিহার জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের এক ছাতার তলে নিয়ে আসার লক্ষ্যে তারা এগিয়ে চলেছেন বলে তিনি ঞ্জানান চলছেন। তিনি আরো বলেন , সামনের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা প্রচারের মুখ্য ভুমিকায় থাকবে বলে তিনি জানান ।

Tuesday, 7 November 2017

হাসপাতালের মহিলা সার্জিকাল ওয়ার্ডের সামনের বারান্দার মেঝেতে শুয়ে আছেন এক রোগী । আর তারই পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে গবাদি পশু । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কোচবিহার এম জে এন হাসপাতালে


Monday, 6 November 2017

কলকাতায় এসে বিজেপির সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করলেন মুকুল রায়

বিজেপির সদর দপ্তরে সাংবাদিক  সম্মেলনে  মুকুল রায় । পাশে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
ছবি সৌজন্যে ঃ ইন্টারনেট
বিজেপি সূত্রে খবর,একদা তৃনমূল কংগ্রেস দলের  সেকেন্ড ইন কম্যান্ড পরিচিত হওয়ায় মুকুল রায় তৃণমূলের হাঁড়ির খবর সব জানেন বলে আশা করছেন বিজেপি নেতৃবৃন্দ । এদিন মুকুল রায় কে স্বাগত জানাতে বিমানবন্দরে কর্মী সমর্থকদের ভিড় ছিল লক্ষ্যনীয় । 

কোচবিহারের নির্মীয়মাণ ইঞ্জিনিয়ারিং কলেজে কেমন কাজ চলছে দেখতে এলেন মন্ত্রী

কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজে মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ

শিরোনাম ২৪ ডেস্ক কোচবিহার  ঃ কোচবিহারের ইঞ্জিনিয়ারিং  কলেজের নির্মীয়মাণ নতুন হস্টেলের কাজ খতিয়ে দেখলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । সোমবার বিকালে কোচবিহারের হরিন চড়ায়স্থিত  ইঞ্জিনিয়ারিং কলেজে যান  উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোচবিহারের ইঞ্জিনিয়ারিং কলেজে নির্মীয়মাণ নতুন হস্টেলের, তৈরির কাজ খতিয়ে দেখার সময়  মন্ত্রীর  সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন  ডিভিসনাল কমিশনার বরুন রায় সহ অন্যান্য আধিকারিকরা । কোচবিহারের হরিন চড়ায় ইঞ্জিনিয়ারিং কলেজে নতুন একটি হস্টেলের কাজ শুরু হয়েছে । জানাগেছে ,  উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকুল্যে  কলেজের নতুন হস্টেল নির্মানের  কাজ শুরু হয়েছে । এদিন আচমকাই তিনি এই কাজ ক্ষতিয়ে দেখতেই কোচবিহারের ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শনে যান । এদিন ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শনের পর  তিনি বলেন , উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকুল্যে কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজের নতুন হস্টেলের ভবন তৈরি কাজ শুরু হয়েছে । এদিন তা খতিয়ে দেখতেই কলেজে এসেছিলেন বলে তিনি জানান । 

সাবেক ছিট পোয়াতুরকুঠি গ্রাম পরিদর্শনে এলেন আমেরিকান কনসাল জেনারেল ক্রেগ হল ও তার সহধর্মীনী মিরিয়াং হল


শিরোনাম ২৪ ডেস্ক দিনহাটা  ঃ সাবেক ছিট পোয়াতুরকুঠি গ্রাম পরিদর্শনে এলেন  আমেরিকান কনসাল জেনারেল ক্রেগ হল ও তার সহধর্মীনী  মিরিয়াং হল । সোমবার সকালে দিনহাটা-২ ব্লকের সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি তে যান  আমেরিকান কনসাল জেনারেল ক্রেগ হল ও তার স্ত্রী মিরিয়াং হল  ।এছাড়াও তাদের সাথে সেখানে মন্ত্রী , বিধায়ক থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন । এদিন আমেরিকান কনসাল জেনারেল  নব্য ভারতীয় গ্রাম সাবেক ছিটমহল দিনহাটার পোয়াতুরকুঠি তে গেলে স্থানীয় এলাকার ৮ থেকে ৮০ সকলেই তাদের কে এক ঝলক দেখার জন্য ভিড় জমান । এদিন কনসাল জেনারেল ক্রেগ হল ও তার স্ত্রী মিরিয়াং হল পোয়াতুরকুঠি তে গেলে  সেখানে তাদের  সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ , রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা দিনহাটার  বিধায়ক  উদয়ন গুহ , ডিভিশনাল কমিশনার বরুন রায় ,  কোচবিহারের জেলা শাসক কৌশিক সাহা , দিনহাটার মহকুমা শাসক কৃষ্ণাভ ঘোষ , দিনহাটা-২ ব্লকের বিডিও অমর্ত্য দেবনাথ ,  কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মমতাজ বেগম এবং এলাকা বিশিষ্ট সমাজসেবী মীর হুমায়ুন কবীর সহ প্রমুখ । এদিন আমেরিকান কনসাল জেনারেল ক্রেগ হল ও তার স্ত্রী মিরিয়াং হল সহ একটি দল  কোচবিহারের সার্কিট হাউস  থেকে সরাসরি সাবেক ছিটমহল দিনহাটার পোয়াতুরকুঠি তে যান । এদিন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের কনভয় সেখানে পৌছয় । এরপর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ , রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ , ডিভিশনাল কমিশনার বরুন রায় ,  কোচবিহারের জেলা শাসক কৌশিক সাহা ,দিনহাটার মহকুমা শাসক কৃষ্ণাভ ঘোষ প্রমুখরা আমেরিকান কনসাল জেনারেলের কাছে ছিটমহলের নানা ইতিহাস , ভৌগলিক অবস্থান সহ ঐ এলাকার নানা দিক উপস্থাপন করেন  ।পাশাপাশি ছিটমহল বিনিময়ের পর ভারত ভুখণ্ডে থাকা  এই গ্রাম গুলির উন্নয়ন মূলক নানা কাজের খতিয়ান  তুলে ধরেন আমেরিকান কনসাল জেনারেল ক্রেগ হল ও তার স্ত্রী মিরিয়াং হল সহ প্রতিনিধি দলের কাছে । এদিন সাবেক ছিটমহল দিনহাটার পোয়াতুরকুঠি পরিদর্শনের পর আমেরিকান কনসাল জেনারেল ক্রেগ হল সাংবাদিকদের মুখোমুখি হয়ে  বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষের আমন্ত্রন পেয়ে আমি  এই প্রথম কোচবিহারে আসলাম বলে তিনি জানান।তিনি আরো বলেন , কোচবিহারে এসে খুব ভালো লাগলো । রাজার শহররের বিভিন্ন ইতিহাস জানতে পারলাম ।  রবিবাব্র বিকেলে তিনি কোচবিহার রাজ বাড়ি ঘুরের দেখার পাশাপাশি  কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহনের রাসযাত্রা ও রাস মেলা তারা ঘুরে দেখেন । এ প্রসঙ্গে  উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন , সাবেক ছিটমহলের বিভিন্ন গ্রামে উন্নয়ন মূলক যে কাজ শুরু হয়েছে সেগুলি বিস্তারিত তাদের কাছে তুলে ধরা হয় । সব কিছু সুনে তারা খুশি বলে মন্ত্রী জানান । 
সাবেক ছিট পোয়াতুরকুঠি গ্রাম পরিদর্শনে আমেরিকান কনসাল জেনারেল ক্রেগ হল ও তার সহধর্মীনী  মিরিয়াং হল

ট্রাক ও যাত্রীবোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ৩০ জন।


পুরি বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে চন্দন নগরের মেয়র ও তার পরিবার

প্রতীকি ছবি 
শিরোনাম ২৪, ডেস্ক, পূর্ব  মেদিনীপুরঃ সপরিবারে  পুরীতে বেড়াতে  যাওয়ার পথে দুর্ঘটনার আহত চন্দননগরের মেয়র সমেত তার পরিবার। বালেশ্বর জেলার জ্বলেশ্বর এলাকায় মেয়রের গাড়ি খারাপ হওয়ায় পরিবারের এক সদস্য গাড়ি ঠিক করছিলেন  । সে সময় পেছন থেকে মাছ ভর্তি একটি লড়ি এসে ধাক্কা মারলে ঘটনার স্থলে মারা যান মেয়রের গাড়ির চালক দেবার্থ মুখার্জি।  গুরুতর আহত হন মেয়র রাম চক্রবর্তী সহ তাঁর পরিবার। স্থানীয় বাসিন্দারা প্রথমে  জ্বলেশ্বরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে মেয়র সমেত তার পরিবারের সদস্যদের বালেশ্বরের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বলে সূত্রের দাবী।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা প্রচারাভিযান চালালো দিনহাটা কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সংগঠনের সদস্যরা

টোটোতে করে চলছে সচেতনতামুলক প্রচার
নিজস্ব চিত্র
ডেঙ্গু নিয়ে চলছে প্রচারাভিযান 
নিজস্ব চিত্র
 শিরোনাম২৪ ডেস্ক, দিনহাটাডেঙ্গু প্রতিরোধে সচেতনতা প্রচারাভিযান অনুষ্ঠিত হল দিনহাটায় । রবিবার দিনহাটা  মিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DCDO)-  নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয় এদিনের প্রচারাভিযানে  ডেঙ্গু  কি এবং ডেঙ্গু প্রতিরোধ প্রতিকারের উপায় সমন্বিত সচেতনতামূলক একটি সুসজ্জিত ট্যাবলো রবিবার সারাদিন শহর শহরতলির বিভিন্ন এলাকা  পরিক্রমা করে এদিন ডেঙ্গু নিয়ে সচেতনতা প্রচার চলাকালীন সংগঠনের পক্ষে  থেকে সেখানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক রতন সাহা সহ  বাপি গোস্বামী , মিঠুন সাহা , তোতন পণ্ডিত , অমিত রক্ষিত , পাপিয়া সাহা , তেজময় সাহা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা দিনহাটা  মিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পক্ষ থেকে এদিন  বিকালে ডেঙ্গু নিয়ে সচেতনতা  লিফলেট শহরের বিভিন্ন স্থানে বিলি করা হয় দিনহাটা  মিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পক্ষে সংগঠনের সম্পাদক রতন সাহা বলেন , মানুষকে সচেতন করে ডেঙ্গু প্রতিরোধের মাধ্যমে দিনহাটাবাসীকে ডেঙ্গুমুক্ত করে সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এই সচেতনতা প্রচার বলে তিনি জানান । তিনি আরো বলেন আগামীতে ডেঙ্গু প্রতিরোধে আরো বিভিন্ন  কর্মসূচী গ্রহন করা হবে বলে তিনি বলেন ।  

সুকনায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির


দুর্ঘটনাগ্রস্থ সেই বাইক । ছবিঃ ফেসবুক 
শিরোনাম ২৪, ডেস্ক , দার্জিলিং , ৫ নভেম্বরঃ দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন একজন  ব্যাক্তির। রবিবার সকালে সুকনার ইলা পাল চৌধুরি বিদ্যালয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সুত্রে জানা গেছে মৃত ব্যাক্তির  নাম ডোনাল্ড বিন্দান গুরুং। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে , তিনধরিয়া  এলাকা থেকে  ঐ ব্যাক্তি এবং  তাঁর ছেলে একটি বাইকে চেপে  শিলিগুড়ির দিকে আসছিলেন। অন্যদিকে একটি বাইক শিলিগুড়ি থেকে  সুকনার দিকে যাচ্ছিল। পরে দুটি বাইকের সংঘর্ষে সকলেই মাটিতে ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা  আহতদের তিনজনকে সুকনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন । তাদের শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে  উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে  নিয়ে এলে চিকিৎসকরা আহতদের মধ্যে থাকা    ডোনাল্ড বিন্দান গুরুং নামক ব্যাক্তিকের কে মৃত বলে ঘোষণা করা হয়।হাসপাতাল সুত্রে জানাগেছে  আহতদের সকলেরই  শারীরিক অবস্থা আশঙ্কাজনক । পরে ঘটনাস্থলে ছুটে আসে  পুলিস এবং দুর্ঘটনাগ্রস্থ  দুটি বাইকে আটক  করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা বলেন , দুটি বাইক দ্রুত গতিতে যাচ্ছিল বলে তারা জানান । ডোনাল্ড বিন্দান গুরুং এর মৃত দেহ ইতিমধ্যেই ময়ন তদন্তের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । 

সামসিতে রেল লাইনে ফাটল বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল নিউ আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস : তবে কী রেল লাইনের ফাটলের পেছনে রয়েছে নাশকতার ছক নাকি অন্য কিছু ? তদন্তে নামল রেল পুলিস

 
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট 




ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট 
শিরোনাম ২৪, ডেক্স , ৫ নভেম্বরঃ সামসি স্টেশনের কাছে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ১২৩৭৭ আপ পদাতিক এক্সপ্রেস        মালদার সামসি স্টেশনের কাছে লাইনে ফাটল নজরে আসে চালকের সঙ্গে সঙ্গেই চালক দাঁড় করিয়ে দেয় শিয়ালদা থেকে  আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস ট্রেনটি ঘণ্টা খানেক পরে ডাউন লাইন দিয়ে ট্রেনটিকে  রওনা করিয়ে দেওয়া হয় বলে  জানা গিয়েছে।


রেল সূত্রে জানা গেছে, শিয়ালদহ থেকে ছাড়ার পর  রবিবার সকালে সামসি স্টেশনের কাছে সেই ফাটল চোখে পড়ে চালকের।  সঙ্গে সঙ্গেই দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেনটি এই ঘটনায় পদাতিক এক্সপ্রেসের পাশাপাশি বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে আরও কয়েকটি দুরপাল্লার গুরুত্বপূর্ণ ট্রেন সূত্রের দাবী, ইতিমধ্যে রেলের পদস্থ কর্তাদের উপস্থিতিতে লাইন সারাইয়ের কাজ  শুরু হয়েছে ।