Tuesday, 28 November 2017

দুঃসাহসিক চুরি দিনহাটায়

শিরোনাম২৪ ডেস্ক, দিনহাটা,২৮নভেম্বরঃ বাড়ির লোকের আনুপস্থিতিতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠলো দিনহাটার গোসানি রোডে। ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Abir Bhattacharjee's Photo
 স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় ইস্কুল শিক্ষক রামগোপাল সরকার ও তার স্ত্রী মিঠু সরকার মল্লিক নিজস্ব কর্মস্থল থেকে ফিরে দেখে ঘড়ের দরজা ভিতর থেকে বন্ধ। কোন মতে ভিতরে ঢুকে তারা দেখতে পায় ঘড়ের সব কিছু ওলট পালট অবস্থায় পড়ে আছে। গৃহকর্তী মিঠু সরকার মল্লিক জানান , পরিবারের চার সদস্যর অনুপস্থিতির সুযোগে নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা  চুড়ির পাশাপাশি  পেশায় প্রাথমিক শিক্ষিকা মেয়ে সুপর্না  সরকারের প্রায় ৩০ ভড়ি গয়না চুড়ি হয়েছে বলে অভিযোগ। দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক কুন্তল ব্যানার্জি জানান, ঘটনার তদন্ত চলছে।     

No comments:

Post a Comment