দিনহাটা মহিলা থানার ওসি সোনম মাহেশ্বরিকে যুব তৃণমূলের সম্বোধনা
যুব
তৃণমূলের নেতৃ গীতা সরকার পুষ্পস্তবক তুলে দিচ্ছেন দিনহাটা মহিলা থানার ওসি সোনম
মাহেশ্বরির হাতে। নিজস্ব চিত্র।
শিরোনাম ২৪ ডেস্ক , দিনহাটা, ২৭ নভেম্বরঃ সদ্য উদ্বোধন হওয়া দিনহাটা মহিলা থানার ওসি সোনম মাহেশ্বরি কে সম্বর্ধনা দিলো যুব তৃণমূল।সোমবার বিকেলে দিনহাটা মহিলা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার সোনম মাহেশ্বরির হাতে ফুল ও মিষ্টি তুলে দেন যুব তৃণমূলের নেতৃ গীতা সরকার,নারায়ন শর্মা, ও রফিক মিয়া। কোচবিহার জেলা জুরে কান পাতলেই মহিলা পুলিশ অফিসার সোনম মাহেশ্বরির বিভিন্ন সাহসিকতার কাহিনি শোনা যায়। কখনো নিষিদ্ধ পল্লী তে পাচার করা মেয়েদের উদ্ধারে অগ্রণী ভূমিকা আবার কখনো কেজি গাঁজা উদ্ধার তো কখনো ইভটিজিং এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিটে দেখা গেছে এই সাহসী পুলিশ অফিসারকে।যুব তৃণমূলের নেতৃ গীতা সরকার বলেন, পুরো জেলা জুরে সাহসী পুলিশ অফিসার সোনম মাহেশ্বরির সাহসিকতার কাহিনি ছড়িয়ে রয়েছে। নারী নির্যাতন থেকে ইভটিজিং আবার খুনের তদন্ত থেকে গাড়ি হাইজ্যাক সবেতেই দিনহাটা মহিলা থানার ওসি সোনম মাহেশ্বরি সাহসীকতার সাথে কাজ করেছেন। গীতা দেবী আরো বলেন, ওসি সোনম মাহেশ্বরিকে সম্বোধনা দিতে পেরে আনন্দিত। এ প্রসঙ্গে দিনহাটা মহিলা থানার ওসি সোনম মাহেশ্বরি কোন মন্তব্য করতে নারাজ।
No comments:
Post a Comment