![]() |
| ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে পুলিশ |
কোচবিহার, ১৫ নভেম্বর : কোচবিহারের শিতল খুচী যাওয়ার পথে হরিন চওড়া এলাকায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয় আটকে দিল পুলিশ।এদিন সকালে তার শিতল খুচি এলাকায় দলের আক্রান্ত কর্মীদের বাড়িতে যাওয়ার কথা ছিল । কিন্তু ব্রিজের মুখেই মুখেই পুলিশ দিলীপ ঘোষের কনভয় আটকে দেয় । সেখানে তৃনমুল কংগ্রেস দলের কিছু কর্মী সমর্থক হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এবং গো ব্যাক স্লোগান দিতে থাকে । পরে বিশাল পুলিশ বাহিনী তা নিয়ন্ত্রন করে । বিজেপি দলের অভিযোগ , জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হচ্ছেন বিজেপির কর্মীরা।তাই বুধবার মাথাভাঙা ও শীতলকুচিতে দলের আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল দিলীপবাবুর। সেজন্য আজ সকাল সাড়ে ১০টা নাগাদ দলীয় নেতা-কর্মীদের নিয়ে জেলা দপ্তর থেকে রওনা দেন বের হন দিলীপবাবু। যদিও পুলিশি ব্যারিকেড থাকায় হরিণচওড়া এলাকায় পুলিশ তাঁদের পথ আটকে দেয়। পরে লাঠি, বাঁশ নিয়ে দিলীপবাবুকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তাঁদের বিক্ষোভের জেরে ঘণ্টাখানেক পর কর্মসূচি বাতিল করে দেন দিবীপবাবু। পরে তিনি জেলা কার্যালয়ে ফিরে যান । দিলীপবাবু জানান, গোটা ঘটনা কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হবে, গত দেড় বছরে কয়েক শো বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে ।সেই সব আক্রান্ত দের সাথে দেখা করে যাচ্ছিলাম কিন্তু মাঝ পথেই পুলিস আটকে দিল বলে তিনি জানান । পরে বিজেপির কর্মী সমর্থক্রা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন । এর ফললে প্রায় ঘন্টা দেড়েক যান চলাচল বন্ধ থাকে দিনহাটা কোচবিহার রাজ্য সড়কে ।


No comments:
Post a Comment