পাহাড়ে ফের বন্ধ, বিপাকে সিকিম দার্জিলিংয়ের পর্যটকেরা

আবির ভট্টাচার্য, দার্জিলিং, ৪ অক্টোবর: পাহাড়ে ফের বন্ধের ডাক দিল চা বাগানের শ্রমিক সংগঠন। হঠাৎ করে এই বন্ধের জেরে পুজোর মরশুমে বিপাকে পড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা। বন্ধ কে কেন্দ্র করে সকাল থেকেই ব্যাপক প্রভাব দেখা যায় কার্শিয়াং, কালিম্পং, মিরিক, চকবাজার, তিনধরিয়া, রহিনি সহ বিভিন্ন জায়গায়। দার্জিলিংয়ের এই বন্ধের জেরে সিকিমের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ প্রায় বন্ধ। গুরুত্বপূর্ণ যানবাহন ছাড়া কোন গাড়ি দার্জিলিং বা সিকিম এর উদ্দেশ্যে শিলিগুড়ি থেকে যাচ্ছে না এমনকি আসছে ও না। একাধিক দাবি-দাওয়া নিয়ে চা বাগানের শ্রমিক সংগঠনের ডাকা এই বন্ধ কে সমর্থন জানায় বাম ডান সহ পাহাড়ের সব কয়টি রাজনৈতিক দল। 12 ঘন্টার জন্য এই বন্ধ ডাকা হলেও মালিকপক্ষ শ্রমিকদের দাবি-দাওয়া মেনে না নিলে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দেওয়ার পাশাপাশি বৃহত্তর আন্দোলনে নামবে বলে সাফ জানিয়ে দেয় চা বাগানের শ্রমিকরা। বন্ধের জেরে ব্যাপক বিপাকে পড়ে পুজোর ছুটি কাটাতে আসা পর্যটকেরা। শৈল রানী র টানে আসা পর্যটকদের শীতকে উপেক্ষা করে রীতিমত রাস্তায় বসে থাকতে দেখা যায়। পুজোর ছুটির মরশুমের এই বন্ধ কে সমর্থন জানায় পাহাড়ের ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে গাড়ি ব্যবসায়ীরা। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.