বদলী হতে চলেছে মহিলা ওসি সোনম

শিরোনাম ২৪, দিনহাটা, ৬ ফেব্রুয়ারি: ইভটিজিং থেকে শুরু করে ধর্ষন কমিয়ে এনেছিলেন  দিনহাটা মহিলা থানার  ওসি সোনম মাহেশ্বরী। তার হাত দিয়েই দিনহাটা মহিলা থানার পথ চলা শুরু। সূত্রের দাবি, এই মহিলা থানা শুরু  হওয়ার ফলে মহিলা সংক্রান্ত অপরাধ কোচবিহারের সীমান্তবর্তী দিনহাটায় আগের তুলনায় অনেক কম। এরই মধ্যে মহিলা থানার ওসি সোনম মাহেশ্বরীর বদলী হতে চলেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।  জেলা প্রয়োগকারী শাখা বা District Enforcement Branch (DEB)  দায়িত্ব তিনি পেতে চলেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।   সূত্রের দাবী , দিনহাটা মহিলা থানার দায়িত্ব নিতে চলেছে বর্তমানে দিনহাটা ট্রাফিক ওসি সুকৃতি তামাং।  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.