কলকাতা 29 ডিসেম্বর: নিশিথ প্রমানিক কে দলে প্রয়োজন বলে মনে করছে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের একাংশ। এমনকি সূত্রের দাবি দিন কয়েক আগেই নিশিথ প্রামানিক এর সঙ্গে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, রাজ্য নেতৃত্বের বেশ কিছু নেতা চাইছেন নিশিত প্রামানিক কোচবিহার জেলায় তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্বে পুনরায় বহাল থাকুক । যদিও এ বিষয়ে কোচবিহার জেলার দাপুটে নেতা নিশীথ প্রামানিক কোন মন্তব্য করতে চায়নি। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন যুবনেতা নিশীথ প্রামানিক। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কোচবিহার জেলার দিনহাটা মহকুমা। মূলত দলীয় প্রতীক পাওয়াকে কেন্দ্র করেই এই দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের জেরে তৃণমূল কংগ্রেসের এক বিদায়ী পঞ্চায়েত সদস্যের মৃত্যু পর্যন্ত হয়। আহত হয় একাধিক তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস কর্মী। ভোট পর্ব মিটে গেলেও দ্বন্দ্ব থামেনি। তথ্য বিজ্ঞ মহলের মতে, প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন যুবনেতা নিশীথ প্রামানিক। সে কারণে পুরনো তৃণমূল কংগ্রেস কর্মীদের অধিকাংশই নিশীথ প্রামানিক অনুগত। পাশাপাশি দলের পুরোনো কর্মী সমর্থক দের যুব তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে দিনহাটা র দুটি ব্লক সহ কোচবিহারের বেশকিছু গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে নেয়। পাশাপাশি দিনহাটা 1 পঞ্চায়েত সমিতি গঠনের মূল কান্ডারী ছিল বহিস্কৃত এই যুবনেতা। বিজেপির রথযাত্রা র সভায় লোক পরিপূর্ণ হওয়ার পেছনে নিশিথ প্রামাণিকের হাত রয়েছে । এমনই গোয়েন্দা রিপোর্ট এর পরিপ্রেক্ষিতেই জেলার এই যুব নেতা কে দল বহিষ্কার বলে অনেকের মত। এর পরেই বিরোধী দলের নেতৃত্বে র অনেকেরই ফেসবুক পোস্টে দেখা যায় , " খেয়ে গেল মোচ ওয়ালা নাম পরল দাড়িওয়ালার। " লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক নিশীথ প্রামানিক কে বহিষ্কার কাণ্ডের জেরে উত্তেজনা দেখা যায় কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে। পড়ানো হয় একাধিক বাইক। কোথাও টায়ার জ্বালিয়ে চলে পথ অবরোধ আবার কোথাও রাস্তায় শুয়ে পড়তে দেখা যায় নিশীথ প্রমানিক অনুগামী কর্মী সমর্থক দের । দিন কয়েক আগেই যুব তৃণমূল কংগ্রেসের তরফে ৮ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভার প্রস্তুতি নিয়ে এক জনসভা হয় দিনহাটা 1 ব্লকের ভেটাগুড়ি তে। সেখানে নিশিথ প্রামাণিককে বহিষ্কারের প্রতিবাদে ক্ষোভ উগরে দিতে দেখা যায় যুব তৃনমূলের কর্মী-সমর্থকদের। সভা মঞ্চ থেকে তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা আহ্বায়ক নারায়ণ শর্মা, শহর ব্লক সভাপতি অজয় রায় সহ প্রমূখ নিশীথ প্রমাণিক কে পুনরায় দলে ফিরিয়ে নেওয়ার আবেদন জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। পরবর্তীতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে নিশিথ প্রামানিক এর সাক্ষাৎ অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তথ্য বিজ্ঞ মহল। শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের সূত্রে জানা গেছে খুব শীঘ্রই নিশিথ প্রমাণিক কে দলে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চলেছে রাজ্য নেতৃত্ব। যদিও বিষয়টি নিয়ে নিশিথ প্রামানিক কোন মন্তব্য না করলেও তিনি বলেন, রাজ্য নেতৃত্ব আমাকে যা নির্দেশ দেবে আমি তা মাথা পেতে মেনে নেব।
Saturday, 29 December 2018
Monday, 17 December 2018
নিশীথ কে দলে ফেরানো সহ যুব নেতার ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মিছিল করল যুবরা
দিনহাটা 17 ডিসেম্বর: যুব নেতা কে দল থেকে বহিষ্কার ও গাড়িতে হামলার প্রতিবাদে কয়েক হাজার কর্মী-সমর্থক নিয়ে ধিক্কার মিছিলে নামলো তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিনের এই দীক্ষার মিছিলকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা যায়। শহরের সংহতি ময়দান থেকে শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে স্টেশন চৌপতি হয়ে এই মিছিলে কয়েক হাজার কর্মী-সমর্থক পা মেলায়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিল তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা আহ্বায়ক নারায়ণ শর্মা, দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায় , যুবনেতা অর্জুন চক্রবর্তী তৃণমূল যুব কংগ্রেসের আটিয়াবাড়ী অঞ্চল সভাপতি নাজির হোসেন, রফিক লেবু সহ প্রমুখ। প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় দিনহাটার পেটলা এলাকায় দলীয় সভা করে ফেরার পথে তৃণমূল কংগ্রেসের দিনহাটা 1 ব্লক সভাপতি নুর আলম হোসেন সহ তার অনুগামীদের বিরুদ্ধে যুবনেতা অজয় রায়ের গাড়ি ভাংচুরসহ তাকে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনার পর থেকেই তীব্র উত্তেজনা দেখা যায়। কয়েক দফায় দিনহাটার বিভিন্ন রাস্তায় পথ অবরোধ করে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। পাশাপাশি তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা সাংসদ পার্থ প্রতিম রায় কিছুদিন আগে তার ফেসবুক পেজে কোচবিহার জেলা সাধারণ সম্পাদক নিশীথ প্রামাণিককে বহিষ্কারের ঘটনা জানান। এরপর থেকেই কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে ব্যাপক উত্তেজনা দেখা যায় যুব কর্মী-সমর্থকদের মধ্যে। শুরু হয় একের পর এক ধিক্কার মিছিল। পাশাপাশি ফেসবুক এর মতন সোশ্যাল সাইটে ও চলে এই ঘটনা অভিনব প্রতিবাদ। বিষয়টি নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা আহবায়ক নারায়ণ শর্মা বলেন, ইনামুল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কোচবিহারের সভার প্রস্তুতি সংক্রান্ত বিষয় এক দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নুর আলম হোসেন যুবনেতা অজয় রায়ের গাড়ি দাঁড় করানোর চেষ্টা করে। গাড়ি থামানো মাত্রই গাড়িকে লক্ষ্য করে ক্রমাগত ইট পাথর ছুড়তে থাকে হাতে থাকা লোহার রড দিয়ে নুর আলম হোসেন অজয় রায় কে প্রাণে মারার চেষ্টা করে। পাশাপাশি নিশীথ প্রামাণিককে দল থেকে বহিষ্কারের প্রতিবাদে এদিনের এই মিছিলের আয়োজন করা হয়।
Sunday, 16 December 2018
যুব নেতার ওপর হামলার অভিযোগ উত্তপ্ত দিনহাটা
শিরোনাম ২৪ , দিনহাটা: দলীয় কাজ করে ফেরার পথে তৃণমূল কংগ্রেসের দিনহাটা 1 ব্লক সভাপতি নুর আলম হোসেনের নেতৃত্বে হামলার শিকার হল তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায় বলে অভিযোগ । জানা গেছে দিনহাটার পেটলা এলাকায় একটি কর্মী সভা করে ফেরার পথে তার গাড়ি ভাংচুরের পাশাপাশি অল্পের জন্য প্রাণে বেঁচে যায় এই যুবনেতা। এ বিষয়ে যুব তৃনমূলের নেতা অজয় রায় দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আক্রান্ত যুবনেতা অজয় রায় বলেন, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অভিষেক ব্যানার্জীর জানুয়ারি মাসে কোচবিহারের সভা সংক্রান্ত বিষয় নিয়ে পেটলা এলাকায় যুব কংগ্রেসের কর্মী-সমর্থকদের নিয়ে এক আলোচনা সভা করে ফেরার পথে হামলা চলে । তিনি আরো বলেন দিনহাটা 1 ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নুর আলম হোসেন নিজে দাঁড়িয়ে থেকে ভাড়া করা কিছু গুন্ডাদের দিয়ে গাড়ির ওপর এ হামলা চালায়। গাড়ির সমস্ত কাজ এর জেরে ভেঙে যায় পাশাপাশি গাড়ির জানালা দিয়ে লোহার রড ঢুকিয়ে যুবনেতা অজয় রায় কে প্রাণে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। যদিও এ বিষয়ে দিনহাটা 1 ব্লক সভাপতি নুর আলম হোসেন কে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।বিষয়টি নিয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জি খন্ডোয়াল বলেন, তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস দুই দল থেকেই এদিন মিছিলের আবেদন জানানো হলেও পুলিশ মিছিলের অনুমতি দেয়নি। কিন্তু সেই অনুমতি কে উপেক্ষা করে তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে পেটলা এলাকায় এক মিছিল করা হয়। সেই মিছিলের থেকে ফেরার সময় যুবনেতা অজয় রায়ের গাড়ি ভাঙচুর করা হয় বলে তিনি জানান যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তিনি আরো বলেন অনুমতি ছাড়া মিছিল করায় পুলিশ পদক্ষেপ নেবে।
Tuesday, 11 December 2018
বহিষ্কার কাণ্ডে উত্তেজনা জেলাজুড়ে
কোচবিহার, ১১ডিসেম্বর: নিশীথ প্রমাণিক কে বহিস্কার কাণ্ডে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে ব্যাপক উত্তেজনা দেখা যায়। মঙ্গলবার দিনহাটার পর উত্তেজনা ছড়ালো মেখলিগঞ্জ এ। এদিন সন্ধ্যায় মেখলিগঞ্জ এর বিভিন্ন রাস্তায় তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকদের প্রতিবাদ মিছিল কে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা যায়। কয়েক হাজার যুব কর্মী কে নিয়ে এই প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিল শেষে মেখলিগঞ্জ বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে যুবর কর্মী-সমর্থকদের রাস্তায় বসে পড়তে দেখা যায়। বিক্ষোভকারীদের দাবি কোচবিহার জেলার তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্বে পুনরায় নিশীথ প্রামাণিককে বহাল রাখতে হবে। নইলে যুবর কর্মী-সমর্থকরা বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন। তথ্য বিজ্ঞ মহলের মতে, কোচবিহার জেলার অন্যতম রাজনৈতিক নেতা নিশীথ প্রামাণিক ওরফে বিট্টু। লোকসভা ভোটের প্রাক্কালে শাসকদলের এহেন সিদ্ধান্ত দলকে অনেকটাই সমস্যায় ফেলতে পারে বলে তাদের মত। যদিও রাজ্য নেতৃত্বের আদেশ মেনে চলবেন বলে সাফ জানিয়ে দেন যুবনেতা নিশীথ প্রামানিক। নিশীথ প্রামাণিক আরো বলেন, প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত । দলের নির্দেশ কোনদিন ঐ অমান্য করিনি। এমন কি দলের রাজ্য নেতৃত্ব যা আদেশ দেবেন তা মাথা পেতে নেব।
Monday, 10 December 2018
বহিষ্কার কাণ্ডে অভিনব প্রতিবাদ ফেসবুকে
দিনহাটা , ১০ ডিসেম্বরঃ বহিস্কারের ঘটনার
অভিনব প্রতিবাদে নামলো তৃনমূল যুব কংগ্রেস । কোচবিহার জেলা যুব তৃনমূলের সম্পাদক
নিশীথ পরামানিক এর ছবি নিজেদের ফেসবুক প্রোফাইলে দিয়ে প্রতিবাদ জানায় নিশীথ
প্রামাণিক অনুগামীরা ।
সোমবার সকালে যুব কর্মী রফিক লেবুর সোশ্যাল সাইটে দেয়া এক
ম্যাসেজ এর পর এহেন প্রতিবাদে সামিল হতে দেখা যায় কোচবিহার জেলা জুরে যুব তৃনমূলের
কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্ব পর্্যন্ত। অভিনব প্রতিবাদ নিয়ে যুব কর্মী রফিক
লেবু বলেন, আমাদের প্রিয় দাদা নিশীথ প্রামাণিক কে বহিষ্কার করার যে বার্তা ছড়িয়ে
পড়েছে তাঁর প্রতিবাদেই নিশীথ প্রামাণিকের ছবি নিজেদের ফেসবুকের প্রোফাইল পিকচার দিয়েছি
। আশাকরি এই প্রতিবাদে জেলা তথা রাজ্য জুড়ে সকলেই সামিল হবে। তিনি আর বলেন , সোমবার
দিনহাটায় এক অভিনব প্রতিবাদ মিছিলের প্রস্তুতি চালাচ্ছে যুব তৃণমূলের কর্মীরা । বিপুল
সংখ্যক মানুষ এই চক্রান্তের প্রতিবাদে পথে নামবেন বলে তিনি আশাবাদী ।
![]() |
| ছবি সৌজন্যে ফেসবুক। |
সালিশি সভায় মারধোর ও অপমানের জেরে অত্মহত্যা প্রৌঢ়ের
রনজিৎ সরদার , দঃ ২৪ পরগনা ঃ প্রতিবেশী নাতনীর সাথে দুর্ব্যবহারের অভিযোগে সালিশি সভায় মারধোর ও অপমান করা হয় ঢোলাহাট থানার শ্রী নারায়ন পুরের বাসিন্দা রনজিত ভোলা বয়স (৭০) কে বলে অভিযোগ। মৃতের বিরুদ্ধে অভিযোগ ওঠে স্থানীয় স্কুল ছাত্রীর সাথে খারাপ ব্যবহার করে । লোক জানাজানি হতে গ্রামের স্থানীয় মানুষজন রনজিত ভোলা কে নিয়ে গ্রামীণ সালিসি সভার আয়োজন করে । অভিযোগ সেখানে সত্তর হাজার টাকা জরিমানা এবং মারধরও করা হয় প্রৌঢ় কে । পরিবার সূত্রে জানা যায় , ঘটনা ঘটার পর দুদিন ঘরে মন মরা অবস্থায় ছিল, রবিবার সকালে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে ।
বাড়ির লোক নারায়ণ গঞ্জ বাজারে গ্রামীণ ডাক্তারের চেম্বারে নিয়ে যায়। গ্রামীণ ডাক্তার বিষ খাওয়া রুগী না দেখে রেফার করে হরেন্দ্র নগর গ্রামীণ হাসপাতালে ়। কিন্তু সেখানে থেকে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করা হয়। মাঝখানে অনেকটা সময় কেটে যায়। গদামথুরা হাসপাতালে যখন আনা হয় তখন অবস্থা সঙ্কটজনক। ডাক্তারবাবু প্রাথমিক চিকিৎসা করতে থাকেন ,এবং তার পরেই কিছুক্ষণের মধ্যেই মারা যায়। খবর যায় ঢোলাহাট থানায় । এবং পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পাঠিয়েছে।
![]() |
| প্রতীকী ছবি। |
Sunday, 9 December 2018
যুবনেতার বহিস্কার , উত্তাল মহকুমা
কোচবিহার , ৯ ডিসেম্বরঃ তৃণমূল যুব কংগ্রেস থেকে নিশীথ প্রামাণিক কে বহিস্কারের পর উত্তপ্ত দিনহাটা । গত ৭ডিসেম্বর কোচবিহারের সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় তার ফেস বুক পেজে " সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সাংসদ অভিষেক ব্যানার্জীর নির্দেশে কোচবিহার জেলার নিশীথ প্রামাণিক (বিট্টু) যুব নেতাকে আজ হইতে যুব সংগঠন থেকে বহিস্কার করা হল। - পার্থ প্রতিম রায়, সাংসদ ও সভাপতি, কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটি " এই পোস্ট টি করেন । এর পরেই বিষয়টি দ্রুত জানানি হতেই দিনহাটা মহকুমার বিভিন্ন প্রান্তে শুরু হয় ব্যাপক সংঘর্ষ । কোথাও তৃণমূল কংগ্রেসের কর্মীরা বোমাবাজি ও মারধোর চালায় যুব কর্মীদের উপর আবার কোথায় তৃণমূল কংগ্রেসের কর্মী দের উপর হামলা চালায় যুব কর্মীরা বলে অভিযোগ । জেলা জুরে সাধারন মানুষের মনে ওঠে নানান প্রশ্ন । রাতেই উচ্চ শব্দ যুক্ত বাজি-পটকা ও ব্যান্ড পার্টি নিয়ে দিনহাটা শহরের পাচমাথা মোড়ে মিছিল করতে দেখা যায় তৃনমূল কংগ্রেসের দিনহাটা ১ ব্লক সভাপতি নুর আলম হুসেন কে । মধ্যরাতেই ভেটাগুড়ি বাজারে যুব তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিড়ে ফেলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ।
বহিস্কারের জেরে পরদিন সকাল থেকেই উত্তপ্ত ছিল দিনহাটার ভেটাগুড়ি এলাকা । শনিবার সকালে তৃনমূল যুব কংগ্রেসের প্রায় পনেরশো কর্মী সমর্থক প্রতিবাদ মিছিল বার করে । যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদের পাশাপাশি নিশীথ প্রামানিক কে পুনরায় দলে নেওয়া ও বহিস্কারের কারন জানতে চেয়ে স্লোগান দেওয়া হয় । নিশীথ পরামানিককে যুব তৃনমূলের দায়িত্ব দেওয়ার দাবীতে সকাল দশটা থেকে ভেটাগুড়ির চৌপথী এলাকায় কোচবিহার দিনহাটা রাজ্য সড়কে বসে পড়ে ভেটাগুড়ি এলাকার বাসিন্দারা । ভাঙচুর চালানো হয় একাধিক মটর সাইকেলে । দিনহাটা থানা ও কোচবিহার থেকে র্যাফ সহ বিরাট পুলিস বাহিনী নিয়ে উপ[স্থিত হয় দিনহাটা থানার আই সি সঞ্জয় দত্ত । পরবর্তীতে নিশীথ প্রামাণিক এলাকার বাসিন্দারের অবরোধ তুলে নেওয়ার আবেদন জানালে প্রায় ৪ ঘন্টা পর অবরোধ তুলে নেয় এলাকার বাসিন্দারা ।
শনিবার সন্ধ্যায় গিতালদহ , ওকড়াবাড়ি , ভেটাগুড়ি সহ বিভিন্ন জায়গায় কয়েক হাজার যুব কর্মী কে বহিস্কারের প্রতিবাদে মিছিল করে । সন্ধ্যা ঘনাতেই দিনহাটার সিতাইয়ে কয়েক জন যুব কর্মীদের বাড়ি ভাংচুরের অভিযগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । এদিকে খেড়বাড়ি হাট এলাকায় তৃনমূল কংগ্রেসের এক কর্মীর বাড়ি ভাংচুরের পালটা অভিযগ ওঠে যুব তৃনমূলের বিরুদ্ধে । যুব কর্মীদের অভিযোগ , সাংসদের চাঞ্চল্যকর ফেসবুক পোস্টের পর তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনির হাতে আক্রান্ত হচ্ছে একাধিক যুব কর্মী । ভাঙচুর করা হচ্ছে দলীয় কার্যালয় ও যুব কর্মিদের বাড়ি ঘড় ।
তৃণমূল যুব কংগ্রেসের আটিয়াবাড়ি অঞ্চল সভাপতি নাজির হোসেন বলেন , তৃণমূল কংগ্রেস দলের সৃষ্টি লগ্ন থেকে নিশীথ প্রামাণিক আছে । দীর্ঘদিন ধরে যুবর কোচবিহার জেলা সাধারন সম্পাদক পদে তিনি সুনামের সাথে আছেন । কোন রকমের অভিযোগ ছাড়াই দল এরকমের হটকারি সিদ্ধান্ত নিলে কোচবিহার জেলা জুরে তীব্র প্রতিবাদ দেখতে পাবে সাধারন মানুষ । তিনি আর বলেন , পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহার জেলার অন্যতম দাপুটে নেতা নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে নানান মিথ্যে মামলায় নাম জড়ানো হয়েছিল । কিন্তু সে সময় দল তাঁর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি । কিন্তু এখন কোন রকমের অভিযোগ ছারাই দলের এরকমের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন চলছে । বিষয়টি নিয়ে নিশীথ প্রামাণিক বলেন , কোন দিনও দলের সিদ্ধান্তের অমান্যতা করিনি এখনো করবো না । কাজেই দল যা সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে মেনে নেব বলে তিনি জানান ।
বহিস্কারের জেরে পরদিন সকাল থেকেই উত্তপ্ত ছিল দিনহাটার ভেটাগুড়ি এলাকা । শনিবার সকালে তৃনমূল যুব কংগ্রেসের প্রায় পনেরশো কর্মী সমর্থক প্রতিবাদ মিছিল বার করে । যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদের পাশাপাশি নিশীথ প্রামানিক কে পুনরায় দলে নেওয়া ও বহিস্কারের কারন জানতে চেয়ে স্লোগান দেওয়া হয় । নিশীথ পরামানিককে যুব তৃনমূলের দায়িত্ব দেওয়ার দাবীতে সকাল দশটা থেকে ভেটাগুড়ির চৌপথী এলাকায় কোচবিহার দিনহাটা রাজ্য সড়কে বসে পড়ে ভেটাগুড়ি এলাকার বাসিন্দারা । ভাঙচুর চালানো হয় একাধিক মটর সাইকেলে । দিনহাটা থানা ও কোচবিহার থেকে র্যাফ সহ বিরাট পুলিস বাহিনী নিয়ে উপ[স্থিত হয় দিনহাটা থানার আই সি সঞ্জয় দত্ত । পরবর্তীতে নিশীথ প্রামাণিক এলাকার বাসিন্দারের অবরোধ তুলে নেওয়ার আবেদন জানালে প্রায় ৪ ঘন্টা পর অবরোধ তুলে নেয় এলাকার বাসিন্দারা ।
শনিবার সন্ধ্যায় গিতালদহ , ওকড়াবাড়ি , ভেটাগুড়ি সহ বিভিন্ন জায়গায় কয়েক হাজার যুব কর্মী কে বহিস্কারের প্রতিবাদে মিছিল করে । সন্ধ্যা ঘনাতেই দিনহাটার সিতাইয়ে কয়েক জন যুব কর্মীদের বাড়ি ভাংচুরের অভিযগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । এদিকে খেড়বাড়ি হাট এলাকায় তৃনমূল কংগ্রেসের এক কর্মীর বাড়ি ভাংচুরের পালটা অভিযগ ওঠে যুব তৃনমূলের বিরুদ্ধে । যুব কর্মীদের অভিযোগ , সাংসদের চাঞ্চল্যকর ফেসবুক পোস্টের পর তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনির হাতে আক্রান্ত হচ্ছে একাধিক যুব কর্মী । ভাঙচুর করা হচ্ছে দলীয় কার্যালয় ও যুব কর্মিদের বাড়ি ঘড় ।তৃণমূল যুব কংগ্রেসের আটিয়াবাড়ি অঞ্চল সভাপতি নাজির হোসেন বলেন , তৃণমূল কংগ্রেস দলের সৃষ্টি লগ্ন থেকে নিশীথ প্রামাণিক আছে । দীর্ঘদিন ধরে যুবর কোচবিহার জেলা সাধারন সম্পাদক পদে তিনি সুনামের সাথে আছেন । কোন রকমের অভিযোগ ছাড়াই দল এরকমের হটকারি সিদ্ধান্ত নিলে কোচবিহার জেলা জুরে তীব্র প্রতিবাদ দেখতে পাবে সাধারন মানুষ । তিনি আর বলেন , পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহার জেলার অন্যতম দাপুটে নেতা নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে নানান মিথ্যে মামলায় নাম জড়ানো হয়েছিল । কিন্তু সে সময় দল তাঁর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি । কিন্তু এখন কোন রকমের অভিযোগ ছারাই দলের এরকমের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন চলছে । বিষয়টি নিয়ে নিশীথ প্রামাণিক বলেন , কোন দিনও দলের সিদ্ধান্তের অমান্যতা করিনি এখনো করবো না । কাজেই দল যা সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে মেনে নেব বলে তিনি জানান ।
Tuesday, 27 November 2018
দিনহাটা 1 নং ব্লকের উদ্যোগে আয়োজিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
দিনহাটা 27 নভেম্বর: দিনহাটা 1 নং ব্লক এর উদ্যোগে 37 তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পুটিমারি স্টেডিয়ামে। প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসাসহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিশুরা। এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নিশীথ প্রামানিক , নারায়ণ শর্মা দিনহাটা 1 নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক, বিশিষ্ট শিক্ষক ধর্মেন্দ্র সিংহ, হীরালাল দাস সহ প্রমূখ। এদিনের ক্রীড়া প্রতিযোগিতা কে কেন্দ্র করে উৎসাহী দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো।
ছবি ও সংবাদদাতা আবির ভট্টাচার্য
ছবি ও সংবাদদাতা আবির ভট্টাচার্য
Saturday, 13 October 2018
পূজার প্রাক্কালে ২০০০দু:স্থ কে বস্ত্র দান
শিরোনামঃ 24 ডেস্ক: শারদীয়া দূর্গা পূজা প্রাক্কালে ২০০০ দুস্থ ব্যক্তির হাতে নতুন বস্ত্র তুলে দিল পানিশালা যুব তৃণমূল কংগ্রেস কমিটি। শনিবার সন্ধ্যায় কোচবিহার 1 ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার 2200 পরিবারকে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় হলে যুব তৃণমূল সূত্রে জানা গেছে। এদিনের এই মুরিদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপ কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস এর সাধারণ সম্পাদক নিশীথ প্রামানিক, দিনহাটা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল রহমান , জেলা পরিষদ সদস্য কৃষ্ণকান্ত বর্মন , তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা আহ্বায়ক নারায়ণ শর্মা সহ প্রমূখ । এদিন বস্ত্রদান শেষে নিশীথ প্রামাণিক বলেন , দুর্গা পুজো সকলের উৎসব । এই উৎসবে কেউ নতুন কাপড় পড়ে অনন্দ করবে আবার কেউ আত্মিক অভাবে পড়তে পারবে না তা মেনে নেওয়া যায় না । সেই কারণেই এদিন বস্ত্র দান করা হয়।
কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দিলো মাতালহাট অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস
শিরোনাম ২৪ ডেস্কঃ এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিল তৃণমূল যুব কংগ্রেস। মঙ্গলবার দিনহাটা 1 ব্লকের মাতাল হাট উচ্চ বিদ্যালয় তৃণমূল যুব কংগ্রেসের তরফে 100 জন কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক , জেলা পরিষদ সদস্য কৃষ্ণ কান্ত বর্মন, মাতাল হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা টাউন ব্লক সভাপতি অজয় রায়, তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা কনভেনার নারায়ণ শর্মা, বিশিষ্ট আইনজীবী জাকারিয়া হোসেন, সমাজসেবী বাদল সরকার সহ প্রমূখ। এদিনের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা নারায়ণ শর্মা বলেন, মাতালহাট অঞ্চলের দুটি হাইস্কুলের থেকে নির্বাচিত 100 জন কৃতি ছাত্র-ছাত্রীদের মাতাল হাট অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়। তিনি আরও উল্লেখ করেন ভবিষ্যতে আরো কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেবেন।
Monday, 8 October 2018
বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে পথ অবরোধ বাসিন্দাদের
দিনহাটা ৮ অক্টোবর: তৃণমূলের গোষ্ঠী
কোন্দলের জেরে
মৃত অলক
নিতাই দাসের
বাড়িতে গিয়ে
অভিযুক্ত তৃণমূল
কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে করা অভিযোগ
প্রত্যাহারের হুমকি দেওয়ার অভিযোগ উঠল
দিনহাটার বিধায়ক
উদয়ন গুহ
বিরুদ্ধে। এর জেরে উত্তেজিত স্থানীয়
বাসিন্দারা প্রায় ঘন্টা পাঁচেক পথ
অবরোধ করে
দিনহাটা বলরামপুর
রোড রাজ্য
সড়ক । যদিও বিষয়টি অস্বীকার
করেছে উদয়ন
গুহ। স্থানীয়
বাসিন্দারা জানান, দিনহাটা কলেজের
প্রথম বর্ষের
ছাত্র মৃত
অলক নিতাই
দাসের বাড়িতে
সোমবার সকালে
দিনহাটার বিধায়ক
উদয়ন গুহ
বেশ কিছু
লোকজন নিয়ে
প্রবেশ করেন
। মৃত
অলক নিতাই
দাস এর
বাবা ও
এলাকার বাসিন্দাদের
অভিযোগ, বিধায়ক
উদয়ন গুহ
অলক নিতাই
দাস এর
বাবাকে দিনহাটা
থানায় দায়ের
করা এফ
আই আর
তুলে নেওয়ার
জন্য চাপ
দিতে থাকেন।
কিন্তু ছেলের
মৃত্যুর প্রকৃত
তদন্তের দাবি
করে
কুড়ি জনের নামে দায়ের করা
এফআইআর তুলতে
অস্বীকার করলে
বিধায়ক উদয়ন
গুহ তাকে
হুমকি দেন
বলে সাংবাদিকদের
জানান। পরবর্তীতে
বিষয়টি এলাকার
বাসিন্দারা জানতেই তীব্র ক্ষোভে ফেটে
পড়েন। এদিন
বেলা একটা
থেকে স্থানীয়
বাসিন্দারা অলক নিতাই দাস এর
বাড়ির সামনে
দিনহাটা বলরামপুর
রোড রাজ্য
সড়ক অবরোধ
করে বিক্ষোভ
দেখাতে থাকেন।
পরবর্তীতে পুলিশি আশ্বাসের পর বেলা
চারটে নাগাদ
পথ অবরোধ
তুলে নেন
উত্তেজিত এলাকার
বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায়
ব্যাপক চাঞ্চল্য
ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিয়ে
দিনহাটার বিধায়ক
উদয়ন গুহ
বলেন,
“একেবারই অবাস্তব কথা। আমি যখন গেছিলাম তখন অনেক লোক ছিল”। তিনি আরো বলেন, "আমি মৃতের পরিবার কে বলি যারা প্রকৃত
দোষী তারা কেউ ছাড়া পাবেন না। পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে প্রয়োজনে আরো গ্রেফতার করবে ঘটনার মূল অভিযুক্ত রা ছাড় পাবেন না বলে আমি বলি
Sunday, 7 October 2018
নিতাই দাস এর বাড়িতে গেলেন কোচবিহারের সংসদ
দিনহাটা ৭অক্টোবর: তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে মৃত ছাত্রের বাড়িতে গেলেন কোচবিহারের সাংসদ পার্থ প্রতিম রায়। রবিবার দুপুরে কোচবিহারের সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় সহ তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা টাউন ব্লক প্রেসিডেন্ট অজয় রায়, যুবনেতা জাকারিয়া হোসেন সহ তৃণমূল যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল মৃত ছাত্রের বাবা মা ও দাদার সাথে দেখা করে। সাংসদ কে দেখে মৃতের পরিবারকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এলাকায় নেমে আসে শোকের ছায়া। এদিন সাংসদের কাছে মৃত ছাত্রের পরিবারের তরফ এ একটি চাকরির আবেদন করা হয়। পাশাপাশি সাংসদ পার্থ প্রতিম রায় এর তরফে আর্থিক সাহায্য সহ কয়েক বস্তা চাল মৃতের পরিবারের হাতে তুলে দিতে দেখা যায়। কোচবিহারের সাংসদ পার্থ প্রতিম রায় বলেন, দিনহাটা কলেজের প্রথম বর্ষের ছাত্র অলক নিতাই দাস এর মৃত্যু খুব দুর্ভাগ্যজনক। ছেলেটি প্রতিবাদী ছিল বলেই হয়তো তার এরকম অবস্থা হয়। তিনি আরো বলেন, ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত তাদের প্রত্যেকের কড়া শাস্তির আবেদন প্রশাসনের কাছে করা হয়েছে। পাশাপাশি তিনি মৃতের পরিবার এর পাশে সব সময় আছেন ও থাকবেন বলে উল্লেখ করেন।
নিহত ছাত্রের আত্মার শান্তি কামনায় মোমবাতি জ্বালিয়ে স্মরণ সভা আয়োজিত হলো আটিয়া বাড়িতে
থ্যালাসেমিয়া সহ মুমূর্ষু রোগীদের সাহায্যার্থে রক্তদান শিবিরের আয়োজন করল ভাত্রি সং
দিনহাটা 7 অক্টোবর: থ্যালাসিমিয়া ও মুমূর্ষু রোগীদের সাহায্যার্থে রক্তদান শিবিরের আয়োজন করল সাবেক ছিটের একটি ক্লাব। রবিবার দিনহাটা 1 ব্লকের সাবেক ছিট মহল বাত্রিগাছ এর ভাতৃ মিলন সংঘের পরিচালনায় একদিনের রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানান, থ্যালাসিমিয়া সহ বিভিন্ন মুমূর্ষু রোগীদের রক্ত যোগান এর কারণেই এদিন রক্তদান শিবিরের আয়োজন করেন তারা। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দিনহাটার বিশিষ্ট সমাজসেবী নারায়ণ শর্মা সহ প্রমূখ। একদিনের এই রক্তদান শিবিরে মোট 35 জন রক্ত দান করেছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।
Tuesday, 2 October 2018
কারবাইন রাইফেল সমেত ধৃত দিনহাটার “ডন নম্বর ওয়ান”
শিরোনাম ২৪
ডেক্স: পুলিশের জালে ধরা পরল
নিজেকে ডন
নাম্বার ওয়ান
বলে দাবি
করা তৃণমূল
কংগ্রেসের উপ প্রধানের স্বামী নরেশ দেবনাথ । ধৃত “ডন” এর কাছ
থেকে পুলিশ
একটি কারবাইন
রাইফেল উদ্ধার
করেছে । পুলিশ সূত্রে
জানা গেছে,
দীর্ঘদিন ধরেই
নিজেকে “দিনহাটার ডন নাম্বার
ওয়ান” পরিচয় দিয়ে
সোশ্যাল সাইটে
কারবাইন রাইফেলের
মত একটি
স্বয়ংক্রিয় রাইফেল হাতে নিয়ে
ফেসবুকে ছবি
পোস্ট করে
নরেশ দেবনাথ। গত শনিবার রাতে
গোপন সূত্রে
খবর পেয়ে তৃনমূল কংগ্রেসের
আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান মধুমিতা দেবনাথের স্বামী নরেশ দেবনাথ কে তার বাড়ি থেকেই
পুলিশ তুলে নিয়ে আসে । পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর
তার কাছ থেকে অস্ত্রের সন্ধান
পায় দিনহাটা
থানার পুলিশ।
সোমবার রাতে দিনহাটা ১ ব্লকের আটিয়াবাড়ী
এলাকার নরেশ
দেবনাথের বাড়ি থেকেই দিনহাটা থানার পুলিশ একটি কারবাইন রাইফেল উদ্ধার করে ।
দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জি খন্ডোয়াল বলেন , বিষয়টি নিয়ে কোচবিহার
পুলিশ সুপার প্রেস কনফারেন্স ডেকেছেন । তিনি আরো বলেন , ধৃত নরেশ দেবনাথ কে জিজ্ঞাসাবাদ চলছে ।
Thursday, 27 September 2018
দিনহাটা এক ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন মফিজুল
আবির ভট্টাচার্য্য, শিরোনাম ২৪ ডেস্ক, 27 সেপ্টেম্বর: নির্বিঘ্নে দিনহাটা 1 ব্লকের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন পর্ব শেষ হলো। এদিন বোর্ড গঠন কে ঘিরে দিনহাটা 1 ব্লকের বিডিও অফিস ও পঞ্চায়েত সমিতির অফিস এর এলাকায় দেখা যায় কড়া পুলিশি পাহারা। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় জারি থাকে 144 ধারা। বোর্ড গঠন পর্বের কারণে তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক নিশিথ প্রামানিক দিনহাটা 1 ব্লক অফিসের সামনে উপস্থিত থেকে বোর্ড গঠন করায়। বৃহস্পতিবার দিনহাটা 1 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয় মফিজুল হক (মফিজ) ও সহ সভাপতি নির্বাচিত হয় পরীক্ষিত বর্মন। এদিনের এই পোর্ট গঠন পর্বে নিশিথ প্রামানিক ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা আহবায়ক নারায়ণ শর্মা, দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায় সহ তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। দিনহাটা 1 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয় মফিজুল হক বলেন, ছেলেবেলা থেকেই মানুষের জন্য কিছু করার স্বপ্ন ছিল। তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক তথা আমার প্রিয় দাদা নিশীথ প্রামানিক এর প্রচেষ্টায় ছেলেবেলার স্বপ্ন পূরণ *হল। মফিজুল আরো বলেন, নতুন দায়িত্ব পাওয়ার পর এলাকার সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা র হাত থেকে মুক্তি দিয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই। তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক নিশীথ প্রামাণিক বলেন, সারা কোচবিহার জেলায় জুড়ে যেভাবে তৃনমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করেছে, ঠিক তেমন ভাবে আমরা দিনহাটা ১ নং ব্লকের পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন করলাম। আমরা তৃনমূল যুব কংগ্রেস ও তৃনমূল কংগ্রেস সবাই এক একসাথে চলতে চাই আগামী দিনে। সকলে মিলে আমরা আজ বোর্ড গঠন করলাম। তৃনমূল যুব কংগ্রেস ও তৃনমূল কংগ্রেস বলে কোন কথা নেই। আমরা সবাই তৃনমূল কংগ্রেস। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। আমরা তৃনমূল কংগ্রেস করি, তাই আমরা গর্ববোধ করি। আগামীতে আমরা তৃনমূল কংগ্রেস পরিচয় দিয়ে চলতে চাই।”
















