বহিষ্কার কাণ্ডে অভিনব প্রতিবাদ ফেসবুকে


দিনহাটা , ১০ ডিসেম্বরঃ বহিস্কারের ঘটনার অভিনব প্রতিবাদে নামলো তৃনমূল যুব কংগ্রেস । কোচবিহার জেলা যুব তৃনমূলের সম্পাদক নিশীথ পরামানিক এর ছবি নিজেদের ফেসবুক প্রোফাইলে দিয়ে প্রতিবাদ জানায় নিশীথ প্রামাণিক অনুগামীরা ।
ছবি সৌজন্যে ফেসবুক।
সোমবার সকালে যুব কর্মী রফিক লেবুর সোশ্যাল সাইটে দেয়া এক ম্যাসেজ এর পর এহেন প্রতিবাদে সামিল হতে দেখা যায় কোচবিহার জেলা জুরে যুব তৃনমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্ব পর্‍্যন্ত। অভিনব প্রতিবাদ নিয়ে যুব কর্মী রফিক লেবু বলেন, আমাদের প্রিয় দাদা নিশীথ প্রামাণিক কে বহিষ্কার করার যে বার্তা ছড়িয়ে পড়েছে তাঁর প্রতিবাদেই নিশীথ প্রামাণিকের ছবি নিজেদের ফেসবুকের প্রোফাইল পিকচার দিয়েছি । আশাকরি এই প্রতিবাদে জেলা তথা রাজ্য জুড়ে সকলেই সামিল হবে। তিনি আর বলেন , সোমবার দিনহাটায় এক অভিনব প্রতিবাদ মিছিলের প্রস্তুতি চালাচ্ছে যুব তৃণমূলের কর্মীরা । বিপুল সংখ্যক মানুষ এই চক্রান্তের প্রতিবাদে পথে নামবেন বলে তিনি আশাবাদী ।   


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.