যুবনেতার বহিস্কার , উত্তাল মহকুমা

কোচবিহার , ৯ ডিসেম্বরঃ তৃণমূল যুব কংগ্রেস থেকে নিশীথ প্রামাণিক কে  বহিস্কারের পর উত্তপ্ত দিনহাটা । গত ৭ডিসেম্বর কোচবিহারের সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় তার ফেস বুক  পেজে " সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সাংসদ অভিষেক ব্যানার্জীর নির্দেশে কোচবিহার জেলার নিশীথ প্রামাণিক (বিট্টু) যুব নেতাকে আজ হইতে যুব সংগঠন থেকে বহিস্কার করা হল। - পার্থ প্রতিম রায়, সাংসদ ও সভাপতি, কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটি " এই পোস্ট টি করেন । এর পরেই বিষয়টি দ্রুত জানানি হতেই দিনহাটা মহকুমার বিভিন্ন প্রান্তে শুরু হয় ব্যাপক সংঘর্ষ । কোথাও তৃণমূল কংগ্রেসের কর্মীরা বোমাবাজি ও  মারধোর  চালায় যুব কর্মীদের উপর আবার কোথায় তৃণমূল কংগ্রেসের কর্মী দের উপর হামলা চালায় যুব কর্মীরা বলে অভিযোগ । জেলা জুরে সাধারন মানুষের মনে ওঠে নানান প্রশ্ন । রাতেই উচ্চ শব্দ যুক্ত বাজি-পটকা ও ব্যান্ড পার্টি নিয়ে দিনহাটা শহরের পাচমাথা মোড়ে মিছিল করতে দেখা যায় তৃনমূল কংগ্রেসের দিনহাটা ১ ব্লক সভাপতি নুর আলম হুসেন কে । মধ্যরাতেই ভেটাগুড়ি বাজারে যুব তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিড়ে ফেলার  অভিযোগ ওঠে  তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে   । 
 


 বহিস্কারের জেরে পরদিন সকাল থেকেই উত্তপ্ত ছিল দিনহাটার ভেটাগুড়ি এলাকা । শনিবার সকালে তৃনমূল যুব কংগ্রেসের প্রায় পনেরশো  কর্মী সমর্থক প্রতিবাদ মিছিল বার করে । যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদের পাশাপাশি নিশীথ প্রামানিক কে পুনরায় দলে নেওয়া ও বহিস্কারের কারন জানতে চেয়ে স্লোগান দেওয়া হয় । নিশীথ পরামানিককে যুব তৃনমূলের দায়িত্ব দেওয়ার দাবীতে সকাল দশটা থেকে ভেটাগুড়ির চৌপথী এলাকায় কোচবিহার দিনহাটা রাজ্য সড়কে  বসে পড়ে ভেটাগুড়ি এলাকার বাসিন্দারা । ভাঙচুর চালানো হয় একাধিক মটর সাইকেলে ।  দিনহাটা থানা ও কোচবিহার  থেকে র‍্যাফ সহ বিরাট পুলিস বাহিনী নিয়ে উপ[স্থিত হয় দিনহাটা থানার আই সি  সঞ্জয় দত্ত । পরবর্তীতে নিশীথ প্রামাণিক এলাকার বাসিন্দারের অবরোধ তুলে নেওয়ার আবেদন জানালে প্রায় ৪ ঘন্টা পর অবরোধ তুলে নেয় এলাকার বাসিন্দারা ।
  শনিবার সন্ধ্যায়  গিতালদহ , ওকড়াবাড়ি , ভেটাগুড়ি সহ বিভিন্ন জায়গায় কয়েক হাজার যুব কর্মী কে বহিস্কারের প্রতিবাদে মিছিল করে । সন্ধ্যা ঘনাতেই দিনহাটার সিতাইয়ে কয়েক জন যুব কর্মীদের বাড়ি ভাংচুরের অভিযগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । এদিকে খেড়বাড়ি হাট এলাকায় তৃনমূল কংগ্রেসের এক কর্মীর বাড়ি ভাংচুরের পালটা অভিযগ ওঠে যুব তৃনমূলের বিরুদ্ধে । যুব কর্মীদের অভিযোগ , সাংসদের চাঞ্চল্যকর ফেসবুক পোস্টের পর তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনির হাতে আক্রান্ত হচ্ছে একাধিক যুব কর্মী । ভাঙচুর করা হচ্ছে দলীয় কার্যালয় ও যুব কর্মিদের বাড়ি ঘড় ।
  তৃণমূল  যুব কংগ্রেসের আটিয়াবাড়ি অঞ্চল সভাপতি নাজির হোসেন বলেন , তৃণমূল কংগ্রেস দলের  সৃষ্টি লগ্ন থেকে  নিশীথ প্রামাণিক আছে । দীর্ঘদিন ধরে যুবর কোচবিহার জেলা সাধারন সম্পাদক  পদে তিনি সুনামের সাথে আছেন । কোন রকমের অভিযোগ ছাড়াই দল এরকমের হটকারি সিদ্ধান্ত  নিলে কোচবিহার জেলা জুরে তীব্র প্রতিবাদ দেখতে পাবে সাধারন মানুষ । তিনি আর বলেন , পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহার জেলার অন্যতম দাপুটে নেতা নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে নানান মিথ্যে মামলায় নাম জড়ানো হয়েছিল । কিন্তু সে সময় দল তাঁর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি । কিন্তু এখন কোন রকমের অভিযোগ ছারাই দলের  এরকমের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন চলছে । বিষয়টি নিয়ে নিশীথ প্রামাণিক বলেন , কোন দিনও দলের সিদ্ধান্তের অমান্যতা করিনি এখনো করবো না । কাজেই দল যা সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে মেনে নেব  বলে তিনি জানান । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.